মঙ্গলবার ● ২৪ নভেম্বর ২০১৫
প্রথম পাতা » রাঙামাটি » কাউখালীতে তাহেরীয়া তৈয়বীয়া মাদ্রাসার কমিটির মাসিক সভা
কাউখালীতে তাহেরীয়া তৈয়বীয়া মাদ্রাসার কমিটির মাসিক সভা

কাউখালী প্রতিনিধি :: রাঙমাটি জেলার কাউখালী উপজেলার সদরস্থ তাহেরীয়া তৈয়বীয়া মাদ্রাসা কমিটির মাসিক সভা সোমবার বিকালে মাদ্রাসা অফিস রুমে অনুষ্ঠিত হয় ৷
মাসিক কমিটির সভায় সভাপতিত্ব করেন মাদাসা কমিটির সভাপতি মোঃ ইছাক  সওদাগর ৷ সভায় প্রধান মেহমান হিসাবে উপস্থিত ছিলেন কাউখালী প্রেস ক্লাবের   সহ-সভাপতি সাংবাদিক মোঃ ওমর ফারুক ৷ অন্যানের মধ্যে উপস্থিত ছিলেন মাওলানা  হাসান মাহমুদ, মাওলানা মোঃ সাইফুল ইসলাম, মাদ্রাসা কমিটির সাধারন সম্পাদক  মোঃ ওমর ফারুক(আমিন), কমিটির  সদস্য রাইটার মোঃ আবদুল খালেক, মাদ্রসা  ভূমি দাতা সদস্য মোঃ মনির হোসেন, মোঃ দেলোয়ার হোসেন (সুমন), মোঃ কালেন প্রমুখ ৷ মাসিক সভা শেষে পরে মাওলানা হাসান  মাহমুদ দোয়া পরিচালনা করেন ৷

      
      
      



    বেতবুনিয়া সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহীর মৃত্যু    
    বৃহত্তর বনরূপা ব্যবসায়ি কল্যাণ সমবায় সমিতি এর শুভেচ্ছা বিনিময়    
    কাপ্তাইয়ে জাতীয় সমবায় দিবস পালন    
    কাউখালীতে  ৫৪ তম জাতীয় সমবায় দিবস পালন    
    কাপ্তাইয়ে সাপছড়ি বৌদ্ধ বিহারে কঠিন চীবর দান উৎসব সম্পন্ন    
    রাঙ্গামাটিতে শিক্ষক, কেয়ারটেকারদের মাসিক সভা    
    ধর্মরত্ন বৌদ্ধ বিহারে কোংন্ওয়ং জাদিতে বুদ্ধ ধাতু স্থাপন ও কঠিন চীবর দান পালন