শনিবার ● ১১ নভেম্বর ২০১৭
প্রথম পাতা » খেলা » রাঙামাটি জেলা ক্রীড়া অফিসের মাসব্যাপি ভলিবল প্রশিক্ষণ
রাঙামাটি জেলা ক্রীড়া অফিসের মাসব্যাপি ভলিবল প্রশিক্ষণ
ক্রীড়া প্রতিবেদক :: (২৭ কার্তিক ১৪২৪ বাঙলা : বাংলাদেশ সময় রাত ৩.৪৩মি.) জেলা ক্রীড়া অফিস রাঙামাটি পার্বত্য জেলা এর আয়োজনে গত ৯ নভেম্বর তারিখে জুরাছড়ি উপজেলা সদরে জুরাছড়ি উপজেলা পরিষদ খেলার মাঠে আনুষ্ঠানিকভাবে স্কুল ছাত্র-ছাত্রীদের অংশ গ্রহনে এক মাসব্যাপি ভলিবল প্রশিক্ষণ শুভ উদ্বোধনী মধ্য দিয়ে শূরু হয়েছে।
প্রশিক্ষণে স্থানীয় শিক্ষা প্রতিষ্ঠানের মোট ৩০ জন প্রশিক্ষনার্থী অংশ গ্রহন করেছ। জুরাছড়ি ভূবনজয় সরকারী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক দীপ উজ্জ্বল চাকমার সভাপতিত্বে রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের সদস্য জ্ঞানেন্দু বিকাশ চাকমা প্রধান অতিথি হয়ে উপস্থিত থেকে আনুষ্ঠানিকভাবে মাসব্যাপি ভলিবল প্রশিক্ষণ শুভ উদ্বোধন করেছেন। জেলা ক্রীড়া কর্মকর্তা স্বপন কিশোর চাকমা ও জুরাছড়ি উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. আবুল কালাম আজাদ এ সময় বিশেষ অতিথি হয়ে উপস্থিত ছিলেন। স্বপন কিশোর চাকমা জেলা ক্রীড়া কর্মকর্তা উক্ত মাসব্যাপি ভলিবল প্রশিক্ষণের লক্ষ্য-উদ্দেশ্য সম্বন্ধে তুলে ধরেছেন এবং প্রথমে নিজের পড়া-লেখাকে প্রাধান্য দিয়ে পড়ালেখার পাশাপাশি নিজেকে নিয়মিত খেলাধূলায় চর্চা রেখে সুষ্ঠ মন-সুষ্ঠ শরীর গঠনের এবং যাবতীয় মাদকদ্রব্য ও সন্ত্রাসি কার্যকলাপ থেকে সম্পূর্ন মুক্ত রেখে সুন্দর জীবন চলার পথ সুগম করার উপদেশ তাঁর স্বাগতিক বক্তব্যে তুলে ধরেছেন। তার পাশাপাশি আজ থেকে চলমান মাসব্যাপি ভলিবল প্রশিক্ষণটি মনযোগ দিয়ে যথাযথ শিক্ষা গ্রহন ও চর্চা করে দক্ষতা অর্জনের লক্ষ্যে মনোনিবেশ করতে বিভিন্ন দেশের খেলোয়াড়দের উদাহরন দিয়ে খেলার জগতে একজন ভাল দক্ষ সফল খেলোয়াড় হতে উপস্থিত প্রশিক্ষনার্র্থীদের উদ্দেশ্যে প্রধান অতিথি তাঁর বক্তব্যে তুলে ধরেছেন এবং প্রশিক্ষণটি আয়োজনের জন্য জেলা ক্রীড়া কর্মকর্তাকে ধন্যবাদ জ্ঞাপন করেন। জুরাছড়ি ভূবনজয় সরকারী উচ্চ বিদ্যালয়ের সহকারী ও শরীর চর্চা শিক্ষক শান্তি ময় চাকমা(বিপিএড্) এ মাসব্যাপি ভলিবল প্রশিক্ষণ প্রদান করবেন এবং প্রশিক্ষণের সমন্বয়কের দায়িত্ব পালন করবেন।





রাবিপ্রবিতে বার্ষিক এ্যাথলেটিক্স প্রতিযোগিতা
রাঙামাটিতে আন্তঃ কলেজ ফুটবল টুর্ণামেন্ট শুরু
ঝালকাঠিতে আন্তঃকলেজ ফুটবল টুর্নামেন্ট শুরু
চুয়েটে আন্তঃহল ভলিবল প্রতিযোগিতা-২০২৫ শুরু
মিরসরাইয়ে আদর্শ বন্ধু ফোরামের প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত
বয়স ভিত্তিক ক্রিকেটার তৈরিতে কাজ শুরুর কথা জানালেন আসিফ আকবর
রাঙামাটি জেলা ক্রীড়া সংস্থার এ্যাডহক কমিটির প্রথম সভা অনুষ্ঠিত
তায়কোয়ানডো এডহক কমিটিতে বিতর্কিত ব্যক্তি জনি
রাঙামাটি সরকারি কলেজ মহিলা কাবাডি দলকে সংবর্ধনা
রাঙামাটিতে জমকালো আয়োজনে শুরু হয়েছে চট্টগ্রাম বিভাগীয় কমিশনার গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট