বৃহস্পতিবার ● ২১ ডিসেম্বর ২০১৭
প্রথম পাতা » চট্টগ্রাম বিভাগ » রাঙামাটিতে বার্ষিক পরিদর্শনে চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি
রাঙামাটিতে বার্ষিক পরিদর্শনে চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি
ষ্টাফ রিপোর্টার :: (৭ পৌষ ১৪২৪ বাঙলা: বাংলাদেশ সময় রাত ১০.১০মি.) আজ ২১ ডিসেম্বর বৃহস্পতিবার চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি ড. এস এম মনির-উজ-জামান, বিপিএম, পিপিএম, রাঙামাটিতে বার্ষিক পরিদর্শন করেন। রাঙামাটি পার্বত্য জেলার নিউ পুলিশ লাইন্স সুখীনীলগঞ্জে ডিআইজিকে পুষ্পস্তবক দিয়ে বরণ করে নেন রাঙামাটি পার্বত্য জেলার পুলিশ সুপার সাঈদ তারিকুল হাসান। এরপর রাঙামাটি জেলা পুলিশের কুচকাওয়াজ ডিআইজি ড. এস এম মনির-উজ-জামান। তারপর তিনি দাপ্তরিক কার্যাবলি পরিদর্শন করেন। কুচকাওয়াজ পরিচালনা করেন রাঙামাটি জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার এম, কে, এইচ, জাহাঙ্গীর হোসেন।
এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ সাফিউল সারোয়ার (অপরাধ), মো. রুহুল আমিন ছিদ্দিকী(ডিএসবি), মো. জাহাঙ্গীর আলম (সদর), সহকারী পুলিশ সুপার আসলাম ইকবাল, ইউসুফ সিদ্দিকী পিপিএম জেলা পুলিশের কর্মকর্তা ও বিভিন্ন পদবীর সদস্যরা । জেলা পুলিশ ভবনে রাঙামাটি জেলা পুলিশের পক্ষ থেকে ডিআইজিকে শুভেচ্ছা ক্রেস্টসহ উপহার প্রদান করা হয়।





মিরসরাই আসনে বিএনপির মনোনয়ন পেয়েছেন নুরুল আমিন
চিৎমরম বৌদ্ধবিহারে কঠিন চীবর দানোৎসব সম্পন্ন
বেণুবন উওমানন্দ ধর্মবন বৌদ্ধ বিহারে কঠিন চীবর দানোৎসব ও সংবর্ধনা
বনরূপা ব্যবসায়ী সমিতির নতুন কমিটির দায়িত্ব গ্রহণ
কাপ্তাইয়ে বিভিন্ন কার্যক্রম পরিদর্শনে বিভাগীয় কমিশনার জিয়াউদ্দিন
পার্বত্য চট্টগ্রাম বড়ুয়া সংগঠনের ১৫ সদস্য বিশিষ্ট রাঙামাটি পৌরসভার ০৮ নং ওয়ার্ড কমিটি পূর্ণগঠন