রবিবার ● ২৮ জানুয়ারী ২০১৮
প্রথম পাতা » রংপুর » ২০১৮-২০২০ সাল হবে বাংলাদেশের হরিজন জনগোষ্ঠীর অধিকার আদায়ের বছর
২০১৮-২০২০ সাল হবে বাংলাদেশের হরিজন জনগোষ্ঠীর অধিকার আদায়ের বছর
রংপুর প্রতিনিধি :: (১৫ মাঘ ১৪২৪ বাঙলা: বাংলাদেশ সময় সন্ধ্যা ৬.২৭মি.) গত ২৬ জানুয়ারি শুক্রবার রংপুরে সারা দেশের অবহেলিত ও বৈষম্যের স্বীকার হরিজন জনগোষ্ঠী সংগঠন বাংলাদেশ হরিজন ঐক্য পরিষদের সাধারণ সভা কেন্দ্রীয় কমিটির সভাপতি কৃষ্ণা লাল দাশ এর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।
বাংলাদেশ হরিজন ঐক্য পরিষদের সাধারণ সভায় বক্তব্য রাখেন ঈশ্বরদী উপজেলা শিক্ষার্থী,ঢাকা মহানগর কমিটির সভাপতি তারুণ্য চন্দ্র নাথ,রংপুর বিভাগের যুব ঐক্য পরিষদের সদস্য সচিব স্বপন বাসফোড়,রাজেস বাসফোড়সহ দেশের বিভিন্ন জেলা ও উপজেলা কমিটির প্রমুখ প্রতিনিধিবৃন্দ।
সাধারণ সভায় মহানগর কমিটির সাধারণ সম্পাদক বিমল ডোম,গাইবান্ধা জেলার যুব প্রতিনিধি সোহাগ বাসফোড়, কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক পান্না বাসফোড়, কুড়িগ্রাম জেলা যুব প্রতিনিধি জয় বাসফোড়, বাংলাদেশ হরিজন ঐক্য পরিষদ কেন্দ্রীয় কমিটির মহাসচিব নির্মল দাস, লালমনিরহাট জেলা প্রতিনিধি ঘুগলু বাবু বাসফোড়,সিরাজগঞ্জ জেলা প্রতিনিধি রতন বাসফোড়,ইশ্বরদী উপজেলা প্রতিনিধি রনজিৎ বাসফোড়, চট্টগ্রাম জেলা প্রতিনিধিসহ দেশের বিভিন্ন জেলা ও উপজেলার সংগঠকগণ উপস্থিত ছিলেন।
বক্তরা বলেন বাংলাদেশে ১৬ লক্ষ হরিজন জনগোষ্ঠীর সদস্যরা বৈষম্যের স্বীকার বিশেষ করে রংপুর বিভাগ সহ রাজশাহী ও খুলনা বিভাগে যেসব অঞ্চলে হরিজন জনগোষ্ঠী সবচেয়ে বেশী বৈষম্য স্বীকার । জেলা বা উপজেলায় নিজেদের সাংগঠনিক দূর্বলতার কারণে হরিজন জনগোষ্ঠীর সদস্যরা বৈষম্যের ও অবহেলার স্বীকার। আমরা সবাই আর একবার যদি উঠে দাড়ানোর চেষ্টা করি, আর একবার যদি সকল বিভেদ মুছে ফেলে অন্তকোন্দল ভুলে একে অপরের হাতে হাত রাখলে ২০১৮-২০২০ সাল হবে বাংলাদেশের হরিজন জনগোষ্ঠীর পরিবর্তন,উন্নয়ন ও অধিকার আদায়ের বছর।
বক্তরা আরো বলেন অনেক তরুণ যুবক শিক্ষার্থী এখন কথা বলার জায়গা খুজে পেয়েছেন,যুক্ত হয়েছেন হচ্ছেন….। পরিবর্তন লক্ষ্যনীয়, দরকার শুধু ঐক্য গড়ার একবার একসাথে গর্জে উঠার।





গণহত্যার আসামীদের ক্ষমা করার কোন সুযোগ নেই
গণঅভ্যুত্থানের বীর শহীদ আবু সাঈদের কবরে গণতন্ত্র মঞ্চের শীর্ষ নেতৃবৃন্দের শ্রদ্ধা জ্ঞাপন
ঘোড়াঘাটে পরিক্ষামূলক কমলা চাষে সফল জাহাঙ্গীর
গঙ্গাচড়ায় মর্ণেয়া উচ্চ বিদ্যালয়ে স্টুডেন্টদের মাঝে উপকরণ বিতরণ
২০১৮ সালের মত সংলাপে কোন কুটকৌশলে এবার কেউ বিভ্রান্ত হবেনা
বাংলাদেশের মাটি এখন ধানের শীষের ঘাঁটি : সাবেক এমপি লালু
পীরগঞ্জে সাম্প্রদায়িক হামলায় ক্ষতিগ্রস্থদের পাশে বাম গণতান্ত্রিক জোট
পুলিশ বলছে ফেসবুক কমেন্টের জেরে পীরগঞ্জে হিন্দুদের বাড়িঘরে আগুন
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিচালক হলেন কুসুম দেওয়ান
রংপুরে অমৃতানন্দ ভিক্ষু হত্যার প্রতিবাদে মানববন্ধন