সোমবার ● ২৯ জানুয়ারী ২০১৮
প্রথম পাতা » ঝালকাঠি » ঝালকাঠিতে বিতর্কিত ওসি মুনিরুল গিয়াসসহ ৪ জনকে আদালতে তলব
ঝালকাঠিতে বিতর্কিত ওসি মুনিরুল গিয়াসসহ ৪ জনকে আদালতে তলব
ঝালকাঠি প্রতিনিধি :: (১৬ মাঘ ১৪২৪ বাঙলা: বাংলাদেশ সময় রাত ৮.৪৩মি.) ঝালকাঠিতে আলোচিত কলেজ ছাত্রকে আটক করে নির্যাতন, ঘুষ দাবী ও মিথ্যা চুরির মামলায় জড়ানোর ঘটনায় রাজাপুর থানার সাবেক ওসি মুনিরুল গিয়াসসহ ৩ পুলিশ ও ডাক্তার রাসেলের বিরুদ্ধে দায়ের হওয়া মামলায় ঝালকাঠি জেলা ও দায়রা জজ আদালত তাদেরকে তলব করেছে। ১৪ জানুয়ারি ঝালকাঠি জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মো. ইখতারুল ইসলাম এ আদেশ দেন বলে মামলার বাদী পক্ষের আইনজীবী খান শহিদুল ইসলাম নিশ্চিত করেছেন। এ রিভিশন মামলায় অপর আসামিরা হল এসআই নজরুল ইসলাম এএসআই সঞ্জিবন বালা ও ডাক্তার রাছেল। এ আদেশের সইমহর (অনুলিপি) আজ ২৯ জানুয়ারি সোমবার সাংবাদিকদের কাছে দিয়ে ন্যায় বিচার পেতে সহায়তা চেয়েছেন নির্যাতিত কলেজ ছাত্র আদনান ও তার পরিবার।
২০১৩ সালের পুলিশ হেফাযতে নির্যাতন প্রতিরোধ আইনের ১৫/১ ধারার অধীনে রাজাপুর থানার সাবেক (ওসি) মুনির উল গিয়াস সহ চার জনের বিরুদ্ধে মামলা দায়ের করে নির্যাতিত কলেজ ছাত্র আদনান। পরে কলেজ ছাত্র আদনান নিন্ম আদালতের আদেশে সন্তুষ্ট না হয়ে মামলাটি ঝালকাঠি বিজ্ঞ জেলা ও দায়রা জজ আদালতে রিভিশন করেন। নির্যাতন ও অপচিকিৎসার অভিযোগ এনে রিভিশন দায়ের করলে ১৪ জানুয়ারি জেলা জজ আদালতের শুনানি শেষে প্রতিপক্ষদের তলব করে নোটিশ ইস্যু করেন। আগামী ১১ মার্চ প্রতিপক্ষদের নোটিশ প্রাপ্তি সাপেক্ষে পরবর্তি শুনানির দিন ধার্য করেছেন আদালত বলে বাদীর আইনজীবী নিশ্চিত করেছেন।
উল্লেখ্য রাজাপুর থানায় ওসি মুনিরুল গিয়াস থাকা কালীন ঘুষ, নির্যাতন ও ক্ষমতার অপব্যবহার ডাকাত ও জামাত নেতার বাড়িতে ভুড়িভোজ জুয়ার কোট পরিচালনাসহ বহু অভিযোগের নায়ক এ মনিরুল গিয়াস। এছাড়াও মুনিরুল গিয়াস ছাত্র জীবনে জামাত শিবিরের কুখ্যাত ক্যাডার হিসেবে পরিচিত ছিল। সেখানে মুনিরুল গিয়াসের নাম ছিল দিপু। এরপর পুলিশ বিভাগে যোগদানের পর থেকেই দিপু হয়ে যায় মুনিরুল গিয়াস বলে একটি সূত্রে জানাগেছে।হোয়াইট কালার ক্রিমিনালরুপি মুনিরুল গিয়াসের অপকর্ম একের পর এক বেড়িয়ে আসছে।
এদিকে গোয়েন্দা রিপোর্টে বিএনপিপন্থী ৯৫ পুলিশ কর্মকর্তা চিহ্নিত’র মধ্যে ওসি মুনিরুল গিয়াস অন্যতম।
এব্যাপারে মামলার আইনজীবী খান শহিদুল ইসলাম বলেন, আদালত আমাদের শুনানি শেষে ওসি মুনিরুল গিয়াসসহ ৪ আসামিকে তলব দিয়েছে। আগামী ১১ মার্চ আসামিদের নোটিশ প্রাপ্তি ও হাজির হয়ে শুনানির জন্য ধার্য আছে।





ঝালকাঠি-২ আসনে বিএনপির মনোনয়ন পেলেন ইলেন ভুট্টো
ভোটে কোটি টাকা খরচকারীদের চক্র ভাঙ্গতে হবে : ব্যারিস্টার ফুয়াদ
ঝালকাঠিতে ইসকনের নিষিদ্ধের দাবীতে বিক্ষোভ মিছিল
ঝালকাঠিতে বাসের ধাক্কায় বিএনপি নেতা নিহত
ঝালকাঠিতে চেক জালিয়াতি মামলায় অবসরপ্রাপ্ত শিক্ষক গ্রেফতার
সরকারি মাধ্যমিক শিক্ষকদের ৯ম গ্রেড বাস্তবায়নের দাবি
ঝালকাঠিতে বসতঘর থেকে অর্ধগলিত মরদেহ উদ্ধার
ঝালকাঠি টিটিসির সাফল্য : সারাদেশে তৃতীয় স্থান
ঝালকাঠিতে সাবেক যুবদল নেতার ওপর পরিচ্ছন্নতা কর্মীদের হামলা অভিযোগ
ঝালকাঠিতে জুলাই যোদ্ধা পরিচয়ে আসামী ছিনিয়ে নেয়ার অভিযোগ