বুধবার ● ৯ ডিসেম্বর ২০১৫
প্রথম পাতা » জাতীয় » গাজীপুরে ব্রি পরিদর্শনে ভারতের ধান বিজ্ঞানী ড. স্বামীনাথন
গাজীপুরে ব্রি পরিদর্শনে ভারতের ধান বিজ্ঞানী ড. স্বামীনাথন

গাজীপুর প্রতিনিধি::প্রখ্যাত ভারতীয় ধান বিজ্ঞানী এবং আন্তর্জাতিক ধান গবেষণা ইনস্টিটিটিউট (ইরি) এর প্রাক্তন মহাপরিচালক প্রফেসর ড. এম এস স্বামীনাথন ৯ ডিসেম্বর বুধবার গাজীপুরস্থ বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট (ব্রি) পরিদর্শন করেছেন৷ বিজ্ঞানী ও নীতি নির্ধারক পর্যায়ে মত বিনিময় এবং বিশেষ করে এ অঞ্চলে ধান চাষাবাদের ক্ষেত্রে জলবায়ু পরিবর্তনের প্রভাব সম্পর্কে প্রত্যক্ষ অভিজ্ঞতা অর্জনের লক্ষ্যে দু’দিনের সফরে ড.স্বামীনাথন বাংলাদেশে আসেন৷
বুধবার ড. স্বামীনাথন ও তার সফরসঙ্গীরা গাজীপুরের ব্রি পরিদর্শণে এলে ব্রি’র মহাপরিচালক ড. জীবন কৃষ্ণ বিশ্বাস স্বাগত জানান এবং এর মূল অর্জন সম্পর্কে তাকে অবহিত করেন৷ এ উপলক্ষ্যে আয়োজিত মতবিনিময় সভায় তিনি ব্রি এবং ভারতের স্বামীনাথন গবেষণা ফাউন্ডেশনের সহযোগিতার ক্ষেত্রসমূহ নিয়ে আলোচনা করেন৷
আলোচনা সভায় বক্তরা আধুনিক ধান চাষাবাদ প্রযুক্তি বিশেষ করে লবণ সহিষ্ণু ধানের জাতসহ উচ্চফলনশীল ধানের বীজ এবং অন্যান্য প্রয়োজনীয় উপকরণ অংশগ্রহণমূলক বাসত্মব সমস্যা কেন্দ্রিক গবেষণা পদ্ধতিতে দ্রম্নত কৃষকের কাছে পৌঁছানোর বিষয়ে জোর দেন৷ এলক্ষ্যে তারা দেশের উপকূলীয় দক্ষিণ-পশ্চিমাঞ্চলে অগ্রাধিকার ভিত্তিতে কাজ করার প্রয়োজনীয়তার কথা বিশেষভাবে উল্লেখ করেন৷
সফরকালে ড.স্বামীনাথন ব্রি’র উদ্ভিদ প্রজনন, জৈব প্রযুক্তি, কৃষি যান্ত্রিকায়ন, জিন ব্যাংক ঘুরে দেখেন এবং জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায় ইনস্টিটিউটের প্রস্তুতি সম্পর্কে আগ্রহ প্রকাশ করেন৷
ড.স্বামীনাথন ব্রি’র কার্যক্রম সম্পর্কে সরাসরি জানতে পেরে সন্তোষ প্রকাশ করেন এবং এক্ষেত্রে তার সংস্থার পক্ষ থেকে প্রয়োজনীয় সহযোগিতার আশ্বাস দেন৷
এসময় ব্রি’র পরিচালক (গবেষণা) ড. মো. আনছার আলী এবং গবেষণা বিভাগসমূহের প্রধানগণ, উর্ধ্বতন বিজ্ঞানী ও কর্মকর্তারা এ সময় উপস্থিত ছিলেন৷





ফুসফুসের স্বাস্থ্য সুরক্ষায় শক্তিশালী তামাক নিয়ন্ত্রণ আইন জরুরি
প্রার্থীদের দলের প্রত্যয়নপত্র বাধ্যতামূলক : ভোটকেন্দ্র স্থাপনে ডিসি ও এসপিদের নেতৃত্বে জেলা কমিটি বাতিল : ইসি
বিভক্তি বিভাজনের পথে গণঅভ্যুত্থানের অর্জন বিসর্জন দেয়া যাবেনা- সাইফুল হক
পর্বতারোহী প্রকৌশলী কাওছার রূপক-কে জাতীয় পতাকা হস্তান্তর
জাতীয় সংসদ নির্বাচনকে অলাভজনক করতে পারলে নির্বাচনে ইদুর দৌড় অনেক খানি বন্ধ করা সম্ভব
স্বাধীতনার ৫৩ বছরে প্রথম বার জাতীয় রাজনীতিতে জায়গা পেলেন দলিত জনগোষ্ঠীর নেতা ভীম্পাল্লী ডেভিড রাজু
পাসপোর্ট করতে আর লাগবে না পুলিশ ভেরিফিকেশন
সেনাবাহিনী প্রধানের কুয়েত সফর
একুশে পদক পাচ্ছেন ১৪ বিশিষ্টজন ও নারী ফুটবল দল
নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের কাছে গণতান্ত্রিক রাষ্ট্র পরিষদের ১১টি নির্বাচন সংস্কার প্রস্তাবনা