মঙ্গলবার ● ২২ সেপ্টেম্বর ২০১৫
প্রথম পাতা » রাঙামাটি » কাপ্তাই রবিন্দ্র-নজরুল-সুকান্ত জয়ন্তী উৎসব
কাপ্তাই রবিন্দ্র-নজরুল-সুকান্ত জয়ন্তী উৎসব

কাপ্তাই প্রতিনিধি:: ২২ সেপ্টেম্বর :
বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠী কাপ্তাই উপজেলা সংসদের উদ্দ্যেগে রবিন্দ্র-নজরুল-সুকান্ত জয়ন্তী উৎসব ও সম্মাননা অনুষ্ঠান গতকাল মঙ্গলবার বিকেলে উপজেলা মিলনায়তনে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, উদীচী কাপ্তাই উপজেলা সংসদের সভাপতি দীপক কান্তি ভট্টাচার্য্য। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. দিলদার হোসেন। বিশেষ অতিথি ছিলেন ইউএনও দুলাল চন্দ্র সুত্র ধর, প্রাবন্ধিক আমিনুর রশীদ কাদেরী, উদীচী জেলা সংসদের সভাপতি অমলেন্দু হাওলাদার, সাধারণ সম্পাদক বিজয় ধর। বক্তব্য রাখেন, জয়ন্তী উৎসব উদযাপন পরিষদের সদস্য সচিব এম জাহাঙ্গীর আলম, আহ্বায়ক জয়সীম বড়ুয়া ও উদীচী শিল্পীগোষ্ঠী কাপ্তাই সংসদের সাধারণ সম্পাদক ঝুলন দত্ত প্রমুখ।
সভার পূর্বে উদীচী শিল্পীগোষ্ঠীর সঙ্গীত শিল্পী রাজেশ সাহা, প্রদীপ মল্লিক, বিপুল বড়ুয়া, পিয়াল বড়ুয়া, রওশন শরীফ তানি, প্রিয়া বড়ুয়া, সুমনা তনচংগ্যা, রফিক আশিকী সংগিত পরিবেশন করে শ্রোতাদের মুগ্ধ করেন। সভাশেষে সাংবাদিকতায় বিশেষ অবদানের জন্য কাপ্তাইয়ের সাংবাদিক কাজী মোশারফ হোসেন এবং সঙ্গীতে বিশেষ অবদানের জন্য ফনীন্দ্র লাল ত্রিপুরাকে সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়।
আপলোড :২২ সেপ্টেম্বর ২০১৫ : বাংলাদেশ : সময় : সন্ধ্যা ৭.১৭ মিঃ





কাপ্তাইয়ে বিভিন্ন কার্যক্রম পরিদর্শনে বিভাগীয় কমিশনার জিয়াউদ্দিন
পার্বত্য চট্টগ্রাম বড়ুয়া সংগঠনের ১৫ সদস্য বিশিষ্ট রাঙামাটি পৌরসভার ০৮ নং ওয়ার্ড কমিটি পূর্ণগঠন
বেতবুনিয়া সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহীর মৃত্যু
বৃহত্তর বনরূপা ব্যবসায়ি কল্যাণ সমবায় সমিতি এর শুভেচ্ছা বিনিময়
কাপ্তাইয়ে জাতীয় সমবায় দিবস পালন
কাউখালীতে ৫৪ তম জাতীয় সমবায় দিবস পালন
কাপ্তাইয়ে সাপছড়ি বৌদ্ধ বিহারে কঠিন চীবর দান উৎসব সম্পন্ন