মঙ্গলবার ● ২২ সেপ্টেম্বর ২০১৫
প্রথম পাতা » রাঙামাটি » কাপ্তাই রবিন্দ্র-নজরুল-সুকান্ত জয়ন্তী উৎসব
কাপ্তাই রবিন্দ্র-নজরুল-সুকান্ত জয়ন্তী উৎসব

কাপ্তাই প্রতিনিধি:: ২২ সেপ্টেম্বর :
বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠী কাপ্তাই উপজেলা সংসদের উদ্দ্যেগে রবিন্দ্র-নজরুল-সুকান্ত জয়ন্তী উৎসব ও সম্মাননা অনুষ্ঠান গতকাল মঙ্গলবার বিকেলে উপজেলা মিলনায়তনে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, উদীচী কাপ্তাই উপজেলা সংসদের সভাপতি দীপক কান্তি ভট্টাচার্য্য। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. দিলদার হোসেন। বিশেষ অতিথি ছিলেন ইউএনও দুলাল চন্দ্র সুত্র ধর, প্রাবন্ধিক আমিনুর রশীদ কাদেরী, উদীচী জেলা সংসদের সভাপতি অমলেন্দু হাওলাদার, সাধারণ সম্পাদক বিজয় ধর। বক্তব্য রাখেন, জয়ন্তী উৎসব উদযাপন পরিষদের সদস্য সচিব এম জাহাঙ্গীর আলম, আহ্বায়ক জয়সীম বড়ুয়া ও উদীচী শিল্পীগোষ্ঠী কাপ্তাই সংসদের সাধারণ সম্পাদক ঝুলন দত্ত প্রমুখ।
সভার পূর্বে উদীচী শিল্পীগোষ্ঠীর সঙ্গীত শিল্পী রাজেশ সাহা, প্রদীপ মল্লিক, বিপুল বড়ুয়া, পিয়াল বড়ুয়া, রওশন শরীফ তানি, প্রিয়া বড়ুয়া, সুমনা তনচংগ্যা, রফিক আশিকী সংগিত পরিবেশন করে শ্রোতাদের মুগ্ধ করেন। সভাশেষে সাংবাদিকতায় বিশেষ অবদানের জন্য কাপ্তাইয়ের সাংবাদিক কাজী মোশারফ হোসেন এবং সঙ্গীতে বিশেষ অবদানের জন্য ফনীন্দ্র লাল ত্রিপুরাকে সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়।
আপলোড :২২ সেপ্টেম্বর ২০১৫ : বাংলাদেশ : সময় : সন্ধ্যা ৭.১৭ মিঃ





কাউখালীতে ইউপিডিএফ কালেক্টরের আস্তানায় মদ তৈরির সরাঞ্জাম ও চাঁদার রশিদ উদ্ধার
বড়দিন উপলক্ষ্যে রাঙামাটিতে আইন-শৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভা
পার্বত্য চট্টগ্রাম বড়ুয়া সংগঠনের মূখপাত্র নির্মল বড়ুয়া মিলনের জন্মদিনে বড়ুয়া নেতৃবৃন্দের শুভেচ্ছা
রাঙামাটিতে দৈনিক সবুজ বাংলার তৃতীয় বর্ষ উদযাপন
মহান বিজয় দিবসে রাঙামাটি জেলা পুলিশের শ্রদ্ধাঞ্জলি
কাউখালীতে মহান বিজয় দিবস উদযাপন
রাঙামাটিতে শহীদ বীরশ্রেষ্ঠ মুন্সী আব্দুর রউফ এর সমাধিস্থলে বিজিবির শ্রদ্ধা
রাবিপ্রবি’তে যথাযোগ্য মর্যাদায় ‘মহান বিজয় দিবস উদযাপন
রাঙামাটিতে মহান বিজয় দিবসে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির শ্রদ্ধাঞ্জলী