রবিবার ● ১৮ মার্চ ২০১৮
প্রথম পাতা » চট্টগ্রাম বিভাগ » উপজাতীয় কোটা ৫% থেকে ১%এ নামিয়ে আনতে রাঙামাটিতে মানববন্ধন
উপজাতীয় কোটা ৫% থেকে ১%এ নামিয়ে আনতে রাঙামাটিতে মানববন্ধন
ষ্টাফ রিপোর্টার :: (৪ চৈত্র ১৪২৪ বাঙলা: বাংলাদেশ সময় বিকাল ৪.১০মি.) কোটা সংস্কারের দাবীতে পার্বত্য বাঙালী ছাত্র পরিষদ রাঙামাটি সরকারি কলেজ শাখা রাঙামাটি শহরে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে আজ ১৮ মার্চ রবিবার সকালে কলেজ শাখার সাধারণ সম্পাদক মো. আব্দুল মান্নানের সভাপতিত্বে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করা হয়।
সামাবেশে বক্তব্য রাখেন পার্বত্য নাগরিক পরিষদের সভাপতি বেগম নূর জাহান, পার্বত্য বাঙালী ছাত্র পরিষদের রাঙামাটি জেলা সভাপতি মো. জাহাঙ্গীর আলম, সাধারণ সম্পাদক মো. হাবিবুর রহমান হাবিব, সহ- সাংগঠনিক সম্পাদক মো. মামুন, প্রচার সম্পাদক মো. আব্দুল্লাহ্ আল মোমিন, ছাত্র বিষয়ক সম্পাদক মো. তাজুল ইসলাম, কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের প্রচার সম্পাদক মো. জাকির হোসেন, খাগড়াছড়ি কলেজ শাখার সাবেক সাধারণ সম্পাদক মো. ইউনুস ও রাঙামাটি সরকারি কলেজ শাখার ছাত্রী বিষয়ক সম্পাদিকা নাদিয়া ইসলাম।
এসময় বক্তারা বলেন সারাদেশে মূল জনগোষ্ঠীর চাইতে ১%এরও কম উপজাতিদের জন্য ৫% কোটা দিয়ে রাষ্ট্র পাহাড়ের বাঙালীদের সাথে চরম বৈষম্য করছে। যেখানে বর্তমানে পাহাড়ের পিছিয়ে পড়া জনগোষ্ঠী ও পাহাড়ের বাসিন্দা হিসেবে বাঙালীদের কোন কোটা নেই।
তাই বৈষম্য মূলক উপজাতি কোটা বাতিল করতে হবে।
না হয় সংস্কার করে ৫%থেকে ১%এ নামিয়ে আনতে হবে। অন্যথায় পাহাড়ের বাঙালীদেরও সমান সংখ্যক কোটা দিতে হবে।
বাঙ্গালী নেতৃবৃন্দের দাবী সমূহ যদি মানা না হয়, পার্বত্য বাঙালী ছাত্র পরিষদ সাধারণ ছাত্র জনতাকে নিয়ে দূর্বার আন্দোলনের মাধ্যমে পার্বত্য অঞ্চলকে অচল করে দিবে।





মিরসরাই আসনে বিএনপির মনোনয়ন পেয়েছেন নুরুল আমিন
চিৎমরম বৌদ্ধবিহারে কঠিন চীবর দানোৎসব সম্পন্ন
বেণুবন উওমানন্দ ধর্মবন বৌদ্ধ বিহারে কঠিন চীবর দানোৎসব ও সংবর্ধনা
বনরূপা ব্যবসায়ী সমিতির নতুন কমিটির দায়িত্ব গ্রহণ
কাপ্তাইয়ে বিভিন্ন কার্যক্রম পরিদর্শনে বিভাগীয় কমিশনার জিয়াউদ্দিন
পার্বত্য চট্টগ্রাম বড়ুয়া সংগঠনের ১৫ সদস্য বিশিষ্ট রাঙামাটি পৌরসভার ০৮ নং ওয়ার্ড কমিটি পূর্ণগঠন