রবিবার ● ১ এপ্রিল ২০১৮
প্রথম পাতা » চট্টগ্রাম বিভাগ » লামায় সিমেন্টের কার্গো ট্রাক উল্টে গুরুতর আহত-১
লামায় সিমেন্টের কার্গো ট্রাক উল্টে গুরুতর আহত-১
লামা (বান্দরবান) প্রতিনিধি :: (১৮ চৈত্র ১৪২৪ বাঙলা: বাংলাদেশ সময় বিকাল ৪.১০মি.)লামা-চকরিয়া সড়কের মিরিঞ্জা পাহাড়ে (লাইনঝিরি হতে একটু সামনে) সিমেন্ট বাহী একটি ট্রাক উল্টে ১ জন গুরুতর আহ হয়েছে। ফায়ার সার্ভিস ও পুলিশ ঘটনাস্থল থেকে আহত ড্রাইভার মো. শফিউল ইসলাম (৪৫) কে উদ্ধার করে লামা হাসপাতালে ভর্তি করে। আজ রবিবার দুপুর দেড়টায় এই দূর্ঘটনাটি ঘটে। গাড়ির হেলপার পালিয়ে গেছে বলে স্থানীয়রা জানান।
জানা গেছে, প্রিমিয়ার সিমেন্টবাহী একটি কার্গো ট্রাক আলীকদম যাচ্ছিল। কার্গো গাড়ি নং- ঢাকা মেট্রো-উ ১১-২১৩৩। পথে চকরিয়া-আলীকদম সড়কের লামার মিরিঞ্জা পাহাড় নামার পথে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে উল্টে যায়। গাড়ির ড্রাইভার মো. শফিউল ইসলামকে বিধস্ত গাড়ির ভিতর থেকে উদ্ধার করে লামা হাসপাতালে ভর্তি করানো হয়।
লামা থানা পুলিশের উপ-পরিদর্শক মো. কবির সঙ্গীয় পুলিশ নিয়ে ঘটনাস্থলে পৌছেছে। গাড়ির নিরাপত্তা সহ ড্রাইভারের চিকিৎসা সেবা নিশ্চিত করতে কাজ করছে পুলিশ।
উল্লেখ্য যে গত ২ মাসে একই স্থানে আরো ২টি সিমেন্ট ও মালবাহী ট্রাক উল্টে ৪ জন আহত হয়। স্থানীয়রা এই বাকঁটিকে বিপদজনক বাকঁ হিসেবে চিহ্নিত করে সাইনবোর্ড প্রদর্শনের জন্য আহবান জানিয়েছে।যাহাতে অযাচিত দুর্ঘটনা সহজে এড়ানো যায়।





মিরসরাই আসনে বিএনপির মনোনয়ন পেয়েছেন নুরুল আমিন
চিৎমরম বৌদ্ধবিহারে কঠিন চীবর দানোৎসব সম্পন্ন
বেণুবন উওমানন্দ ধর্মবন বৌদ্ধ বিহারে কঠিন চীবর দানোৎসব ও সংবর্ধনা
বনরূপা ব্যবসায়ী সমিতির নতুন কমিটির দায়িত্ব গ্রহণ
কাপ্তাইয়ে বিভিন্ন কার্যক্রম পরিদর্শনে বিভাগীয় কমিশনার জিয়াউদ্দিন
পার্বত্য চট্টগ্রাম বড়ুয়া সংগঠনের ১৫ সদস্য বিশিষ্ট রাঙামাটি পৌরসভার ০৮ নং ওয়ার্ড কমিটি পূর্ণগঠন