বুধবার ● ১১ এপ্রিল ২০১৮
প্রথম পাতা » চট্টগ্রাম বিভাগ » বিজুফুল এর মোড়ক উন্মোচন করলেন রাঙামাটি জেলা প্রশাসক
বিজুফুল এর মোড়ক উন্মোচন করলেন রাঙামাটি জেলা প্রশাসক
ষ্টাফ রিপোর্টার :: (২৮ চৈত্র ১৪২৪ বাঙলা বাংলাদেশ সময় সকাল ১১.৩০মি.) পার্বত্য চট্টগ্রাম তথা সমগ্র বাংলাদেশের পাঠকপ্রিয় নিউজ পোর্টাল সিএইচটি মিডিয়া টুয়েন্টিফোর ডটকম এর ১৪২৫ বাঙলা নববর্ষ ও বিজু উপলক্ষে বিশেষ সংখ্যা ম্যাগাজিন “বিজুফুল” এর মোড়ক উন্মোচন করেছেন রাঙামাটি পার্বত্য জেলা প্রশাসক এ কে এম মামুনুর রশিদ।
১১ এপ্রিল বুধবার সকাল সাড়ে ৯টায় জেলা প্রশাসকের কার্যালয়ে এক অনাড়ম্বর অনুষ্ঠানে ফিটাকেটে তিনি বিজুফুল ম্যাগাজিনের মোড়ক উন্মোচন করেন। ম্যাগাজিনের মোড়ক উন্মোচন করে জেলা প্রশাসক এ কে এম মামুনুর রশিদ সিএইচটি মিডিয়া টুয়েন্টিফোর ডটকম ও ম্যাগাজিন বিজুফুল এর উত্তরোত্তর সাফল্য কামনা করে সংশ্লিষ্টদের অভিনন্দন জানান ।
এসময় অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) এস এম শফি কামাল, রাঙামাটি চারুকলা একাডেমীর প্রতিষ্ঠাতা ও অধ্যক্ষ রতিকান্ত তঞ্চঙ্গ্যা, সিএইচটি মিডিয়া টুয়েন্টিফোর ডটকম এর প্রকাশক ও প্রধান সম্পাদক নির্মল বড়ুয়া মিলন, রাঙামাটি পৌরসভা এর সাবেক প্যানেল মেয়র মো. রবিউল আলম (রবি), অনলাইন দৈনিক রাঙামাটি প্রতিদিন এর সম্পাদক, চট্টগ্রাম প্রতিদিন এর রাঙামাটি জেলা প্রতিনিধি ও রাঙামাটি রিপোর্টাস ইউনিটির সহ সভাপতি চৌধুরী হারুনুর রশিদ এবং সিএইচটি মিডিয়া টুয়েন্টিফোর ডটকম এর বার্তা সম্পাদক জুঁই চাকমা প্রমূখ উপস্থিত ছিলেন।





মিরসরাই আসনে বিএনপির মনোনয়ন পেয়েছেন নুরুল আমিন
চিৎমরম বৌদ্ধবিহারে কঠিন চীবর দানোৎসব সম্পন্ন
বেণুবন উওমানন্দ ধর্মবন বৌদ্ধ বিহারে কঠিন চীবর দানোৎসব ও সংবর্ধনা
বনরূপা ব্যবসায়ী সমিতির নতুন কমিটির দায়িত্ব গ্রহণ
কাপ্তাইয়ে বিভিন্ন কার্যক্রম পরিদর্শনে বিভাগীয় কমিশনার জিয়াউদ্দিন
পার্বত্য চট্টগ্রাম বড়ুয়া সংগঠনের ১৫ সদস্য বিশিষ্ট রাঙামাটি পৌরসভার ০৮ নং ওয়ার্ড কমিটি পূর্ণগঠন