বুধবার ● ১১ এপ্রিল ২০১৮
প্রথম পাতা » খুলনা বিভাগ » বাগেরহাটে গ্রাম আদালতের কার্যক্রম ৪২টি ইউনিয়নে শুরু
বাগেরহাটে গ্রাম আদালতের কার্যক্রম ৪২টি ইউনিয়নে শুরু
বাগেরহাট অফিস :: (২৮ চৈত্র ১৪২৪ বাঙলা বাংলাদেশ সময় রাত ৮.০০মি.) বাগেরহাট জেলার ৪২টি ইউনিয়নে গ্রাম আদালতের কার্যক্রম শুরু হয়েছে। গত ৯ মাসে ১২১০টি মামলা দায়ের ও নিস্পত্তি হয়েছে। মঙ্গলবার বাগেরহাটে জেলা গ্রাম আদালত ব্যবস্থাপনা কমিটির ত্রৈমাসিক সভায় এ তথ্য জানানো হয়।
জেলা প্রশাসনের স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক মো. জহিরুল ইসলাম এর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় জেলার বিভিন্ন উপজেলার উপজেলা নির্বাহী অফিসার, উপজেলা পরিষদ চেয়ারম্যান, জেলা মহিলা বিষয়ক কর্মকর্তা, সিনিয়র সহকারী পুলিশ সুপার (ফকিরহাট সার্কেল), এনজিও প্রতিনিধি ও বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও মেম্বারবৃন্দ অংশগ্রহণ করেন।
জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত এ সভায় বাংলাদেশে গ্রাম আদালত সক্রিয়করণ (২য় পর্যায়) প্রকল্পের বাগেরহাট জেলার ডিস্ট্রিক্ট ফ্যাসিলিটেটর মহিতোষ কুমার রায় জেলার গ্রাম আদালতের সার্বিক অগ্রগতি সম্পর্কে বিস্তারিত তথ্যচিত্র উপস্থাপন করেন। সভা থেকে বলা হয়, বাগেরহাট জেলার ৬ টি উপজেলার ৪২ টি ইউনিয়নের গ্রাম আদালতে জুলাই ২০১৭ থেকে মার্চ ২০১৮ পর্যন্ত সময়কালে মোট ১২১০ টি মামলা দায়ের হয়েছে যার মধ্যে ৫৩ টি মামলা উচ্চ আদালত থেকে প্রেরণ করা হয়েছে।
এর মধ্যে ৭৮৭ টি মামলা গ্রাম আদালতের মাধ্যমে নিষ্পত্তি হয়েছে এবং ২৮৭ টি মামলা বাতিল বা খারিজ হয়েছে। নিষ্পত্তিকৃত মামলার সিদ্ধান্ত বাস্তবায়নের মাধ্যমে মোট ৬১ লাখ ২৫ হাজার ১০৭ টাকা ক্ষতিপূরণ আদায় করে ক্ষতিগ্রস্থ পক্ষকে দেওয়া হয়েছে।





ঝিনাইদহে পিকাপের ধাক্কায় নসিমন ড্রাইভার নিহত
কুষ্টিয়া গণপূর্ত অফিসেই ১৮ বছর’ আ’লীগের এজেন্ডা বাস্তবায়নে ব্যস্ত অনুপ কুমার সাহা
কুষ্টিয়া সিভিল সার্জনে নিয়োগ পরীক্ষায় প্রশ্ন ফাঁসের প্রাথমিক সত্যতা পেয়েছে দুদক
ঝিনাইদহে দীর্ঘ ২৩ বছর পর পৈত্রিক জমি ফিরে পেলেন সাবেক প্রকৌশলী
চুয়াডাঙ্গার শিক্ষা প্রকৌশলী কমিশন বাণিজ্যে গড়েছেন সম্পদের পাহাড়
কুষ্টিয়ায় হাসপাতালের পুকুর থেকে যুবতীর লাশ উদ্ধার
কুষ্টিয়ায় বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্প অনুষ্ঠিত
কুষ্টিয়া চেম্বারের ‘এ’ গ্রুপের পরিচালক পদে নির্বাচন সম্পন্ন
জাকির এর উদ্যোগে কুষ্টিয়া শহর নতুন রূপে সেজেছে
কুষ্টিয়ার আদালতে ‘জয় বাংলা’ স্লোগান দিয়ে পালাল নিষিদ্ধ ছাত্রলীগ