বৃহস্পতিবার ● ১২ এপ্রিল ২০১৮
প্রথম পাতা » অপরাধ » গফরগাঁওয়ে পৃথক অভিযানে মাদকসেবী,সাজাপ্রাপ্ত আসামিসহ গ্রেফতার-১০
গফরগাঁওয়ে পৃথক অভিযানে মাদকসেবী,সাজাপ্রাপ্ত আসামিসহ গ্রেফতার-১০
ময়মনসিংহ অফিস :: (২৯ চৈত্র ১৪২৪ বাঙলা বাংলাদেশ সময় সন্ধ্যা ৭.৪৩মি.) ময়মনসিংহের গফরগাঁও থানা পুলিশ পৃথক অভিযানে মাদকসেবী ও সাজাপ্রাপ্ত আসামিসহ বিভিন্ন মামলার ওয়ারেন্টভুক্ত ১০ জনকে গ্রেফতার করেছে।
আজ ১২ এপ্রিল বৃহস্পতিবার সকালে গ্রেফতারকৃতদের আদালতের মাধ্যমে ময়মনসিংহ জেল হাজতে পাঠানো হয়েছে।
থানা সূত্রে জানা যায়, গফরগাঁও থানা পুলিশ বুধবার রাতে অভিযান চালিয়ে মাদক মামলার আসামি রাঘাইচটি গ্রামের নজরুল ইসলামের ছেলে রাজু আহমেদ (২৭), মৃত হাক্কু শেখের ছেলে মজিবর রহমার (৩২) ও জন্মেজয় গ্রামের মজিবর রহমানের ছেলে হাফিজুলকে (২৫) গ্রেফতার করে।
পৃথক অভিযানে পারিবারিক মারামারি মামলার ওয়ারেন্টভুক্ত আসামি উপজেলার ভরভরা গ্রামের মৃত আফাজ উদ্দিনের ছেলে হাফিজ উদ্দিন (৪৮), মইজুদ্দিন (৩৫), হাফিজ উদ্দিনের ছেলে নূর উদ্দিন (২৬), তার স্ত্রী সেলিনা খাতুন (৪০),ওয়াইজুদ্দিনের স্ত্রী মুর্শিদা খাতুনকে (৩০) গ্রেফতার করে পুলিশ।
গফরগাঁও থানার ওসি আবদুল আহাদ খানের নেতৃত্বে অপর এক অভিযানে উপজেলার রসুলপুর চৌধুরী কান্দা গ্রামের মৃত আফাজ উদ্দিনের ছেলে হাফিজুর রহমান(৬০) ও পারিবারিক মামলায় এক বছরের সাজাপ্রাপ্ত আসামি উত্তর নওপাড়া গ্রামের মৃত আশরাফ উদ্দিনের ছেলে এজাহার আলীকে (৪৮) গ্রেফতার করে। পরে গ্রেফতারকৃতদের আদালতের মাধ্যমে ময়মনসিংহ জেল হাজতে পাঠানো হয়েছে।
গফরগাঁও থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আবদুল আহাদ খান এ তথ্য নিশ্চিত করে জানান, গ্রেফতারকৃত আসামিদের আদালতের মাধ্যমে ময়মনসিংহ জেল হাজতে পাঠানো হয়েছে।





নবীগঞ্জে পিতা হাতে মেয়ে খুন
খাগড়াছড়ি আলুটিলা পর্যটন কেন্দ্রে অস্ত্রের মুখে শিক্ষিকা ধর্ষণের অভিযোগ
ঝালকাঠিতে চেক জালিয়াতি মামলায় অবসরপ্রাপ্ত শিক্ষক গ্রেফতার
মিরসরাইয়ে ইয়াবা সহ গ্রেফতার-২
আত্রাইয়ে বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ
নারায়ণগঞ্জে সাংবাদিকতার আড়ালে সমকামিতা, মাদক, দেহব্যবসা ও ব্ল্যাকমেইলিং
লংগদু এস টিভির প্রতিনিধি লিটনের বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ
মানিকছড়িতে দেশীয় মদসহ আটক-৪
খাগড়াছড়িতে সেনা অভিযানে অস্ত্র সহ এমএলপি এর দুই সন্ত্রাসী আটক
কুষ্টিয়ায় স্ত্রী হত্যার দায় স্বীকার করল আটককৃত স্বামী