মঙ্গলবার ● ১৫ ডিসেম্বর ২০১৫
প্রথম পাতা » প্রকৃতি ও পরিবেশ » বিশ্বনাথে বিরল প্রজাতির ৪টি পেঁচা উদ্ধার
বিশ্বনাথে বিরল প্রজাতির ৪টি পেঁচা উদ্ধার

বিশ্বনাথ (সিলেট) প্রতিনিধি::সিলেটের বিশ্বনাথে মঙ্গলবার বিরল প্রজাতির (বিলুপ্ত) ৪টি পেঁচা উদ্ধার করা হয়েছে৷ উপজেলার পশ্চিম শ্বাসরাম জামে মসজিদ থেকে ওই পেঁচাগুলো উদ্ধার করেন গ্রামবাসি৷ পেঁচা উদ্ধারের খবরে উত্সুক জনতা ভীড় করেন জামে মসজিদে৷ বিষয়টি উপজেলা নির্বাহী অফিসার ও মত্স্য অফিসারকে জানানো হয়েছে৷
পশ্চিম শ্বাসরাম জামে মসজিদের মোতায়াল্লি মো. জিলু মিয়া জানান, ওয়াজ মাহফিলের মাইক বসাতে গিয়ে দেখা যায় মসজিদের (মিনারায়) মাইকের স্থানে বসা ৪টি বিরল প্রজাতির পেঁচা৷ পরে এগুলো বের করে নিয়ে আসা হয়৷
নেছার আহমদ মুজিব জানান, পেঁচা উদ্ধারেরখবরে মসজিদে ভীড় করেন উত্সুক জনতা৷ পরে পেঁচাগুলোকে স্থানীয় সাংবাদিক তজম্মুল আলী রাজুর জিম্মায় দেয়া হয়েছে৷
সামাজিক বনায়ন নার্সারী কেন্দ্র বিশ্বনাথ এর ভারপ্রাপ্ত কর্মকর্তা মনজুর হাসান পাটান বলেন, পেঁচা গুলো আমার কাছে হস্তান্তর করা হয়েছে৷ তিনি বলেণ ওই পেঁচাগুলো বিলুপ্ত হয়ে গেছে৷ এগুলো সিলেটের খাদিম বন ভুমিতে অবমুক্ত করা হবে৷
উপজেলা নির্বাহী অফিসার মুহাম্মদ আসাদুল হক বলেন, পেঁচাগুলো বন বিভাগের কর্মকর্তারা নিয়ে গেছেন৷ এগুলো খাদিম বন ভুমিতে অবমুক্ত করা হবে৷





তামাক চাষের জন্য বন ও পাহাড় উজাড় করা হচ্ছে
শব্দ ও বায়ুদূষণ নিয়ন্ত্রণে নিষিদ্ধ পলিথিন জব্দের জরিমানা আদায় : দেশব্যাপী অভিযান
ভালো কাজের স্বীকৃতি পেলেন রাঙামাটি সওজ এর নির্বাহী প্রকৌশলী সবুজ চাকমা
ঈশ্বরগঞ্জে ঝড়ে ঘরবাড়ি লণ্ডভণ্ড ব্যাপক ক্ষয়ক্ষতি
রাঙামাটিতে সরকার রাজনীতিক দলগুলোর ভিতর বিভাজনের রাজনীতি করছে
সুন্দরবনে আগুন ২৩ বছরে ৩৪ বার
রাঙামাটির রাজস্থলীতে অবৈধ ইটভাটার বিরুদ্ধে প্রশাসনের অভিযান
আত্রাই ছোট যমুনা নদীর দু’তীরে সবুজের সমারোহ
রাঙামাটির লংগদুতে অবৈধ ইটভাটা বন্ধে অভিযান
রাঙামাটির কাউখালিতে তিনটি অবৈধ ইটভাটা বন্ধের অভিযান