মঙ্গলবার ● ২২ মে ২০১৮
প্রথম পাতা » প্রধান সংবাদ » ষড়যন্ত্রমুলক মামলা প্রত্যাহারের দাবিতে তৃনমূল ছাত্রলীগের বিক্ষোভ
ষড়যন্ত্রমুলক মামলা প্রত্যাহারের দাবিতে তৃনমূল ছাত্রলীগের বিক্ষোভ
সিলেট প্রতিনিধি :: (৮ জ্যৈষ্ঠ ১৪২৫ বাঙলা: বাংলাদেশ সময় রাত ১০.১২মি.) সিলেট জেলার গোয়াইনঘাটে মুক্তিযোদ্ধা সন্তান ও উপজেলা মুক্তিযোদ্ধা সন্তান কমান্ড সংসদের সাধারণ সম্পাদক গোলাম সরোওয়ার, গোলাম রেজওয়ান রাজিবকে একটি হত্যা মামলায় ষড়যন্ত্রমুলুক ভাবে অন্তর্ভুক্ত করা আজ বেলা ৩টায় গোয়াইনঘাট উপজেলা সদরে এক বিক্ষোভ মিছিল, মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্টিত হয়েছে।
উপজেলা মুক্তিযোদ্ধা সন্তান কমান্ড ও গোয়াইনঘাট উপজেলা তৃনমূল ছাত্রলীগের উদ্যোগে শহীদ মিনার চত্বর থেকে এক বিক্ষোভ মিছিল বের হয়ে উপজেলা সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় শহীদ মিনার চত্তরে এসে প্রতিবাদ সভায় মিলিত হয়।
মিছিল পরবর্তী প্রতিবাদ সমাবেশে উপজেলা মুক্তিযোদ্ধা সন্তান কমান্ড’র সভাপতি কামাল হোসেনের সভাপতিত্বে ও সেচ্ছাসেবকলীগ নেতা এম মহিউদ্দিন মহি ও ছাত্রলীগ নেতা সাফওয়ান আহমদের যৌথ পরিচালনায় অন্যান্যের মধ্যে উপস্থিত থেকে বক্ত্যব্য রাখেন আওয়ামীলীগ নেতা ফরিদ আহমদ শামীম, উপজেলা যুবলীগ’র আহবায়ক ফারুক আহমদ, সাহাব উদ্দিন, গোলাম কিবরিয়া রাসেল, আব্দুর রাজ্জাক, তাজ উদ্দিন, কামাল হোসেন মেম্বার, যুবলীগ নেতা ফয়সল আহমদ ও নুরুল মুমিন জাহেদ।
এসময় উপস্থিত ছিলেন তৃনমুল ছাত্রলীগের সহ-সভাপতি সদরুল ইসলাম, ইনশাদ হোসেন রাজীব, আবুল হোসেন, আনোয়ার হোসেন, আশফাকুল আলম সবুজ, ইমরান আহমদ,সাফওয়ান আহমদ, মাবুবুর রহমান সুমন, সাদ উদ্দিন, শামিম আহমদ,শাহীন আহমদ, শাহরিয়ার আহমদ, কলেজ ছাত্রলীগ আয়নুল হক, গোলাম আজাদ, জিয়া উর রহমান,নাজিম উদ্দিন ও শাকিল আহমদ প্রমূখ।
উল্লেখ্য, ফুটবল খেলাকে কেন্দ্র করে গত ১৫ মে সন্ধ্যারাতে গোয়াইন গ্রামের ছয়ফুল ইসলামের পুত্র নূরুল ইসলাম (২৫) র্দুবৃত্তদের হাতে নিহত হন। পরবর্তীতে এ ঘটনায় নিহতের ভাই ফখরুল ইসলাম বাদী হয়ে এজহারে ৩২জনের নাম উল্লেখ করে থানায় একটি হত্যা মামলা (নং-১২১(৫)১৮) দায়ের করেন।
মামলায় পবিত্র ওমরাহ হজ্ব পালনে থাকা গোয়াইনঘাট উপজেলা মুক্তিযোদ্ধা সন্তান কমান্ড’র সাধারণ সম্পাদক গোলাম সরোয়ার ও তারই ভাই গোলাম রেজওয়ান রাজিব এবং পুর্বজাফলং আওয়ামী লীগ’র ২নং ওয়ার্ড সভাপতি আতাউর রহমান আতাইকে আসামী করে মামলা দায়ের করা হয়েছে।
এ ঘটনায় গোটা উপজেলায় চাঞ্চল্য ও ক্ষোভ দেখা দেয়। সভায় বক্তারা এ ঘটনায় দ্রুত সুষ্ট তদন্ত স্বাপেক্ষ নিরপরাধ এসব ব্যক্তিবর্গকে অব্যাহতিদানে পুলিশ বিভাগের জোরদাবি জানান।





ডলুছড়া মহামুনি বৌদ্ধ বিহারে ১৮তম কঠিন চীবর দান ও স্থবির বরণোৎসব সম্পন্ন
শীলছড়ি অভায়রণ্য ধন্য কেন্দ্রে কঠিন চীবর দান উদযাপন
চলতি বছরে চট্টগ্রাম রিজিয়নে বিজিবির ১৯ কোটি টাকার চোরাচালান মালামাল উদ্ধার
দেশের গণতান্ত্রিক উত্তরণের এই মহেন্দ্রক্ষণে কারই হটকারিতার সুযোগ নেই
কাপ্তাইয়ে কর্ণফুলী নালন্দা বৌদ্ধ বিহারে ৩৮ কঠিন চীবর দান উদযাপন
আত্রাইয়ে জাতীয় নিরাপদ সড়ক দিবস উদযাপন
চুয়াডাঙ্গার শিক্ষা প্রকৌশলী কমিশন বাণিজ্যে গড়েছেন সম্পদের পাহাড়
নিরপেক্ষতার পরীক্ষায় সরকার এখনও পাশ করতে পারেনি
রাঙামাটি জেলা প্রশাসকের বড়ুয়া জনগোষ্ঠীর সাথে আলোচনা সভা অনুষ্ঠিত
আমি মেহনতি মানুষের রাজনীতি করি : জুঁই চাকমা