বৃহস্পতিবার ● ১৭ ডিসেম্বর ২০১৫
প্রথম পাতা » কৃষি » রাঙামাটিতে মুক্তিযুদ্ধের চেতনায় গনসঙ্গীত
রাঙামাটিতে মুক্তিযুদ্ধের চেতনায় গনসঙ্গীত

ষ্টাফ রিপোর্টার :: “সাংস্কৃতিক আন্দোলন-ই পারে মুক্তিযুদ্ধের চেতনা বাস্তবায়ন করতে”এ শ্লোগানকে বুকে ধারণ করে মঙ্গলবার সন্ধ্যায় রাঙামাটি পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ড কার্য্যালয় প্রাঙ্গণে রাঙামাটির “মুক্তিযুদ্ধের চেতনা বিকাশ শিল্পী গোষ্টি” গনসঙ্গীতের আয়োজন করে৷
৭১’র মুক্তিযুদ্ধে বীর মুক্তিযোদ্ধা এবং সাধারন জনগনের মনে, সাহস ও অনুপ্রেরণা যোগানোর ক্ষেত্রে সঙ্গীত শিল্পীরাও অপরিসীম ভূমিকা পালন করেছে ৷ এমন কিছু গান তারা সে সময়ে পরিবেশন করেছিলেন যা আজও অমর হয়ে আছে ৷ এমনি কিছু গান নিয়ে মহান বিজয় দিবস উপলক্ষে রাঙামাটির “মুক্তিযুদ্ধের চেতনা বিকাশ শিল্পী গোষ্টি” গনসঙ্গীতের মাধ্যমে সেই গানগুলো পরিবেশন করে ৷
“মুক্তিযুদ্ধের চেতনা বিকাশ শিল্পী গোষ্টি”র প্রধান উপদেষ্ঠা প্রবীন সাংবাদিক সুনীল কান্তি দে তাঁর স্বাগত বক্তব্যে গনসঙ্গীতের বিষয়ে সংক্ষিপ্ত বিবরণ তুলে ধরেন উপস্থিত দর্শকদের মাঝে৷ এরপর জাতীয় সঙ্গীতের মধ্য দিয়ে শুরু হয়ে মুক্তিরও মন্দির, কারার ঐ লৌহ কপাট, মাঝি নাও ছাইড়া দে, গোরিলা, মাগো ভাবনা কেন, ধনধান্য পুষ্পেভরা’সহ একে একে সব দেশের গান পরিবেশন করে শিল্পীরা৷
অনুষ্ঠানে গান পরিবেশন করে রাঙামাটির সঙ্গীত শিল্পী রিপন, স্বপন, মিলন, স্নেহাশিষ, রেজাউল, লিটন, প্রিয়া, এ্যানি, সুস্মিতা, উর্মি, প্রসেনজিত্, রুপেশ, দ্বীপানিতা, অমৃতা, শিখাসহ অন্যান শিল্পীরা৷
অনুষ্ঠানে উপস্থিত সরকারী বেসরকারী কর্মকর্তা কর্মচারী, সাংবাদিক, সামাজিক, সাংস্কৃতিক, শিক্ষার্থী’সহ বিভিন্ন শ্রেণী পেশার শ্রোতাদের গানে মূর্ছনায় “মুক্তিযুদ্ধের চেতনা বিকাশ শিল্পী গোষ্টি”র রাত ১০টা পর্যন্ত মাতিয়ে রাখে শিল্পীরা ৷





আত্রাইয়ে পাট চাষে দিন দিন আগ্রহ হারাচ্ছেন কৃষকরা
কাউখালীতে কৃষি অধিদপ্তরের পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস অনুষ্ঠিত
কাউখালীতে জাতীয় ফল মেলা অনুষ্ঠিত
ঝালকাঠিতে আম বাগান হয়ে উঠেছে সম্ভাবনার নতুন দিগন্ত
বাগেরহাটে লবণাক্ত পতিত জমিতে মাঠজুড়ে সূর্যমূখীর হাঁসি ঝিলিক
আত্রাইয়ে বেড়েছে পেঁয়াজের বীজ চাষ
শরীরের জন্য পুষ্টি, তাপ ও শক্তি যোগাতে পুষ্টিকর খাবারে কোনো বিকল্প নেই : মনিরুজ্জামান খান
ফটিকছড়িতে বোরো চাষে নারী শ্রমিকরা
রাউজানে সরিষা ক্ষেতে হলুদের হাতছানি
সুরাইয়া বিলকিসের বিষমুক্ত ছাদ বাগান