বুধবার ● ১ আগস্ট ২০১৮
প্রথম পাতা » ঢাকা বিভাগ » শিশুদেরকে পরিচর্যা করলে দেশ উন্নতির শিখরে পৌঁছবেই : লিয়াকত আল লাকী
শিশুদেরকে পরিচর্যা করলে দেশ উন্নতির শিখরে পৌঁছবেই : লিয়াকত আল লাকী
নারায়ণগঞ্জ প্রতিনিধি :: (১৭ শ্রাবণ ১৪২৫ বাঙলা: বাংলাদেশ সময় রাত ১২.৩১মি.) বাংলাদেশ শিল্পকলা একাডেমীর মহা পরিচালক লিয়াকত আলী লাকী বলেছেন,দেশের ১৬কোটির ৪৫ ভাগই শিশু। কাজেই শিশুদেরকে পরিচর্যা করলে দেশ উন্নতির শিখরে পৌঁছবেই। শিশুদের নিয়ে ইউনিসেফের যে কনসেপ্ট তা নিঃসন্দেহে প্রশসংসার দাবীদার। আমরা ইউনিসেফের এ উদ্যোগকে স্বাগত জানাই। সোমবার রাতে বাংলাদেশ শর্টফিল্ম ফোরামের উদ্যোগে বাংলাদেশ শিল্পকলা একাডেমী ও ইউনিসেফ’র সহযোগিতায় আয়োজিত ৪দিন ব্যাপী ‘‘ শিশুদের জন্য ‘‘ওয়ান মিনিট জুনিয়র ভিডিও ওয়ার্কশপ’’এ অংশগ্রহণকারীদের মাঝে সনদপত্র বিতরণীতে সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন। লিয়াকত আলী লাকী আরো বলেন,শিশুদেরকে মাঝেই আমরা ভবিষ্যত দেখতে পাই। বিশে^র সাথে তাল মিলিয়ে আমাদেরকে এগিয়ে যেতে হবে।
ওয়ান মিনিট জুনিয়র ভিডিও প্রজেক্ট তারই বর্হিঃপ্রকাশ। ওয়ান মিনিট জুনিয়র ভিডিও প্রজেক্ট এর কো-অর্ডিনেটর মৃদুল মামুনের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে ছিলেন দেশ বরেণ সাংস্কৃতিক ব্যাক্তিত্ব,প্রযোজক পরিচালক বীরমুক্তিযোদ্ধা নাসিরউদ্দিন ইউসূফ বাচ্চু।
উল্লেখ্য,‘‘ওয়ান মিনিট জুনিয়র ভিডিও ওয়ার্কশপ’’-এ দেশের ৩৯টি জেলার কালচারাল অফিসার ও চলচ্চিত্র নির্মাতারা অংশ নেন। নারায়ণগঞ্জ জেলার পক্ষে সাব্বির আহমেদ সেন্টু প্রতিনিধিত্ব করেন।





দীপু দাসের লাশকে ঝুলিয়ে পোড়ানোর বিভৎসতা গণআতংক তৈরী করেছে
আক্রান্ত প্রথম আলো ও ডেইলি স্টার ভবন পরিদর্শনে গণতন্ত্র মঞ্চের শীর্ষ নেতৃবৃন্দ
জেসিএক্স এর তিনদিন ব্যাপী আবাসন মেলা শুরু
দৈনিক পথম আলো, ডেইলি স্টার ও ছায়ানটে অগ্নিসংযোগ ও ভাংচুর পরিকল্পিত সন্ত্রাসী ঘটনা
সাভারে স্মৃতিসৌধে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির শ্রদ্ধা জ্ঞাপন
গ্লোরি রেসিডেন্স হোটেল এর সফটওয়্যার লঞ্চিং এর উদ্বোধন
নির্বাচন ও গণভোট বানচালে নানা অপতৎপরতা চলছে
তামাক নিয়ন্ত্রণ : বৈশ্বিক প্রতিশ্রুতি পূরণে এগিয়ে বাংলাদেশ, আইন সংশোধনের দাবি
ঢাকায় পানাম গ্রুপের আনন্দ উৎসব