মঙ্গলবার ● ২২ ডিসেম্বর ২০১৫
প্রথম পাতা » জাতীয় » মুজিব হত্যার পর জিয়া ক্ষমতায় এসে দালাল আইন বাতিল করেন: কে এম সফি উল্লাহ
মুজিব হত্যার পর জিয়া ক্ষমতায় এসে দালাল আইন বাতিল করেন: কে এম সফি উল্লাহ

গাজীপুর জেলা প্রতিনিধি::সেক্টর কমান্ডার ফোরাম মুক্তিযুদ্ধ ‘৭১এর কেন্দ্রিয় কমিটির চেয়ারম্যান এবং সাবেক সেনা প্রধান ও সংসদ সদস্য লেফটেন্যান্ট জেনারেল (অবঃ) কে এম সফি উল্লাহ বীর উত্তম বলেছেন, ‘৭১ এর মুক্তিযুদ্ধের পর শেখ মুজিবুর রহমান ক্ষমতায় এসে দালাল আইন তৈরী করেন৷ সে সময় সাড়ে ৩৭ হাজার দালালকে ধরা হয় বিচারের জন্য ৷ তদন্ত শেষে এদের মধ্যে ২৬ হাজার জনের বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত না হওয়ায় শর্ত সাপেক্ষে ছেড়ে দেওয়া হয়৷ বাকী সাড়ে ১১ হাজার দালালের বিচার কাজ চলছিল৷ এর মধ্যে ২২ জনের ফাঁসির রায় হয়েছিল৷ চিকন আলী নামের একজনের ফাঁসির রায়ও কার্যকর করা হয়৷ কিন্তু ‘৭৫ এর ১৫ আগস্ট শেখ মুজিবুর রহমানকে হত্যার পর জিয়াউর রহমান ক্ষমতায় এসে ওই দালাল আইন বাতিল করে মুক্তিযুদ্ধ বিরোধীতাকারীদের রক্ষা করে৷ এখন আমাদের একটিই দাবী সকল যুদ্ধাপরাধী ও দালালদের বিচার কাজ সম্পন্ন করে বিচারের রায় কার্যকর করতে হবে৷ যতোদিন পর্যন্ত তাদের বিচার না হবে ততোদিন পর্যন্ত আমরা আন্দোলন চালিয়ে যাব৷
তিনি ২১ ডিসেম্বর সোমবার সন্ধ্যায় গাজীপুর জেলা শহরের ঊনিশ চত্বর মুক্ত মঞ্চে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দানকালে এসব কথা বলেন৷
সেক্টর কমান্ডার ফোরাম মুক্তিযুদ্ধ ‘৭১, গাজীপুর জেলা শাখা আয়োজিত জেলা কমিটি ঘোষণা উপলক্ষে আলোচনা সভায় অনুষ্ঠিত এ আলোচনা সভায় সভাপতিত্ব করেন মুক্তিযোদ্ধা আব্দুস সাত্তার মিয়া৷ সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন সেক্টর কমান্ডার ফোরাম মুক্তিযুদ্ধ ‘৭১এর কেন্দ্রিয় কমিটির যুগ্ম মহাসচিব মুক্তিযোদ্ধা অধ্যাপক আবুল কালাম আজাদ, ঢাকা বিভাগীয় কমিটির সহ-সভাপতি আবুল হাশেম ভুইয়া প্রমূখ৷ আলোচনা সভা শেষে সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়৷





ফুসফুসের স্বাস্থ্য সুরক্ষায় শক্তিশালী তামাক নিয়ন্ত্রণ আইন জরুরি
প্রার্থীদের দলের প্রত্যয়নপত্র বাধ্যতামূলক : ভোটকেন্দ্র স্থাপনে ডিসি ও এসপিদের নেতৃত্বে জেলা কমিটি বাতিল : ইসি
বিভক্তি বিভাজনের পথে গণঅভ্যুত্থানের অর্জন বিসর্জন দেয়া যাবেনা- সাইফুল হক
পর্বতারোহী প্রকৌশলী কাওছার রূপক-কে জাতীয় পতাকা হস্তান্তর
জাতীয় সংসদ নির্বাচনকে অলাভজনক করতে পারলে নির্বাচনে ইদুর দৌড় অনেক খানি বন্ধ করা সম্ভব
স্বাধীতনার ৫৩ বছরে প্রথম বার জাতীয় রাজনীতিতে জায়গা পেলেন দলিত জনগোষ্ঠীর নেতা ভীম্পাল্লী ডেভিড রাজু
পাসপোর্ট করতে আর লাগবে না পুলিশ ভেরিফিকেশন
সেনাবাহিনী প্রধানের কুয়েত সফর
একুশে পদক পাচ্ছেন ১৪ বিশিষ্টজন ও নারী ফুটবল দল
নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের কাছে গণতান্ত্রিক রাষ্ট্র পরিষদের ১১টি নির্বাচন সংস্কার প্রস্তাবনা