রবিবার ● ৭ অক্টোবর ২০১৮
প্রথম পাতা » প্রধান সংবাদ » সিরাজগঞ্জের যমুনার ক্রসবার-৩ বাঁধে ৭০ মিটার ভাঙন
সিরাজগঞ্জের যমুনার ক্রসবার-৩ বাঁধে ৭০ মিটার ভাঙন
সিরাজগঞ্জ প্রতিনিধি :: (২২ আশ্বিন ১৪২৫ বাঙলা: বাংলাদেশ সময় সন্ধ্যা ৭.২৮মি.) সিরাজগঞ্জে যমুনা নদীর ক্রসবার-৩ বাঁধে ভাঙন দেখা দিয়েছে। মাত্র ৪ ঘণ্টার ব্যবধানে বাঁধের ৭০ মিটার অংশ ভেঙে গেছে।
আজ রবিবার সকাল ১০টা থেকে যমুনার ক্রসবার বাঁধ-৩ এর দক্ষিণ প্রান্তে ভাঙন শুরু হয়।
সিরাজগঞ্জ পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) উপ-সহকারী প্রকৌশলী রণজিৎ কুমার সরকার জানান, যমুনার পানি কমতে থাকায় বাঁধের নিচের অংশ থেকে মাটি সরে যাচ্ছে। এ কারণে ভাঙন শুরু হয়েছে। সকাল ১০টা থেকে দুপুর ২টা পর্যন্ত বাঁধের ৭০ মিটার অংশ ভেঙে গেছে।
বেলা ২টার সময় ভাঙণের ঘটনায় পানি উন্নয়ন বোর্ড বগুড়া জোনের তত্ত্বাবধায়ক প্রকৌশলী সৈয়দ হাসান ইমাম পরিদর্শন করেন।
এ ব্যাপারে পাউবোর নির্বাহী প্রকৌশলী আরিফুল ইসলাম সিএইচটি মিডিয়া প্রতিনিধিকে বলেন, ভাঙনরোধে এরইমধ্যে জিও ব্যাগ ডাম্পিং শুরু করা হয়েছে। পানি কমে গেলে বাঁধের ক্ষতিগ্রস্ত অংশগুলো পুণঃসংস্কার করা হবে।
সিরাজগঞ্জ শহর রক্ষায় পানি উন্নয়ন বোর্ড শহরের ৪টি পয়েন্টে ক্রস বাঁধ নির্মাণ করে। ৮০ কোটি টাকা ব্যয়ে সিরাজগঞ্জ ক্রসবাঁধ-৩ (১৭৮২ মিটার) নির্মাণ করা হয়। ২০১৭ সালের জুনে বাঁধের নির্মাণ কাজ শেষ হয়।





জেসিএক্স এর তিনদিন ব্যাপী আবাসন মেলা শুরু
পার্বত্য চট্টগ্রাম বড়ুয়া সংগঠনের মূখপাত্র নির্মল বড়ুয়া মিলনের জন্মদিনে বড়ুয়া নেতৃবৃন্দের শুভেচ্ছা
সাভারে স্মৃতিসৌধে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির শ্রদ্ধা জ্ঞাপন
রাঙামাটিতে শহীদ বীরশ্রেষ্ঠ মুন্সী আব্দুর রউফ এর সমাধিস্থলে বিজিবির শ্রদ্ধা
রাঙামাটিতে মহান বিজয় দিবসে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির শ্রদ্ধাঞ্জলী
আগামী নির্বাচনে টাকার খেলা বন্ধ করতে হবে
চট্টগ্রাম পুস্তক ব্যবসায়ী ঐক্য পরিযদ নির্বাচনে অধ্যাপক প্রদীপ কুমার দত্ত বিপুল ভোটে নির্বাচিত
রাঙামাটি ঘোষণার মাধ্যমে শেষ হলো পার্বত্য বড়ুয়া কনভেনশন-২০২৫