শুক্রবার ● ১৯ অক্টোবর ২০১৮
প্রথম পাতা » ঢাকা » ভেঙে গেল বি. চৌধুরীর বিকল্পধারা
ভেঙে গেল বি. চৌধুরীর বিকল্পধারা
অনলাইন ডেস্ক :: (৪ কার্তিক ১৪২৫ বাঙলা: বাংলাদেশ সময় বিকাল ৫.০১মি) ড. কামাল হোসেনের নেতৃত্বাধীন জাতীয় ঐক্যফ্রন্টে যোগ দেয়া আর না দেয়া নিয়ে ভাঙন দেখা দেয় বিকল্পধারায়। এ কারণে দল থেকে বেরিয়ে গেছেন কয়েক জন নেতা। গত শনিবার এডভোকেট শাহ আহম্মেদ বাদল ও জানে আলমকে বিকল্পধারা থেকে বহিষ্কার করেন বি. চৌধুরী।
আজ শুক্রবার জাতীয় প্রেসক্লাবে দল থেকে এ কিউ এম বদরুদ্দোজা চৌধুরী, আবদুল মান্নান ও মাহি বি চৌধুরীকে অব্যাহতি দিয়ে নতুন কমিটি করেছে একটি অংশ। তারা নিজেদের মূল বিকল্পধারা বলে দাবি করেছেন।
এ অংশের সভাপতি করা হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক অধ্যাপক নুরুল আলম ব্যাপারী এবং মহাসচিব হয়েছেন এডভোকেট শাহ আহম্মেদ বাদল। এই অংশটি জাতীয় ঐক্যফ্রন্টের সঙ্গে থাকছে।
ফলে বি. চৌধুরীর বিকল্পধারা যুক্তফ্রন্টে আর নুরুল আলমের বিকল্পধারা ঐক্যফ্রন্টে থাকবে।
বিএনপিকে নিয়ে গঠিত কামালের নেতৃত্বে জাতীয় ঐক্যফ্রন্টে যোগ না দেওয়ার পর তার বিরোধিতা করেছিলেন বিকল্প ধারার নেতা বাদল।
এডভোকেট শাহ আহমেদ বাদল জানান, গত বৃহস্পতিবার জাতীয় প্রেসক্লাবের ভিআইপি লাউঞ্জে সংবাদ সম্মেলন করার জন্য বরাদ্দ নেন। একটি অদৃশ্য শক্তির হস্তক্ষেপে তাদের বরাদ্দ বাতিল করা হয়। আর সে কারণে তারা প্রেসক্লাব চত্বরে সংবাদ কর্মীদের ডেকে এই ভাঙনের কথা জানিয়ে দেন।
তিনি বলেন, গঠনতন্ত্রের ৫/২ ধারা অনুযায়ী দলীয় শৃঙ্খলা ভঙ্গের কারণে এ কিউ এম বদরুদ্দোজা চৌধুরী (সভাপতি), আবদুল মান্নান (মহাসচিব) ও মাহি বি চৌধুরীকে (যুগ্ম মহাসচিব) দল থেকে অব্যাহতি দেয়া হয়েছে।
নতুন কমিটির সভাপতি অধ্যাপক নুরুল আমিন বলেন, বর্তমান কমিটির মহাসচিব আব্দুল মান্নানকে দুদক তলব করেছে যা পত্রপত্রিকার মাধ্যমে জেনেছি। কোনও দুর্নীতিগ্রস্ত ব্যক্তি বিকল্পধারার সাংগঠনিক পদে থাকতে পারবেন না। সূত্র :আরটিভি





গ্লোরি রেসিডেন্স হোটেল এর সফটওয়্যার লঞ্চিং এর উদ্বোধন
নির্বাচন ও গণভোট বানচালে নানা অপতৎপরতা চলছে
তামাক নিয়ন্ত্রণ : বৈশ্বিক প্রতিশ্রুতি পূরণে এগিয়ে বাংলাদেশ, আইন সংশোধনের দাবি
১২ ডিসেম্বর থেকে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির নির্বাচনের মনোনয়ন ফর্ম সংগ্রহ করা যাবে
আগামী নির্বাচনে টাকার খেলা বন্ধ করতে হবে
গণতন্ত্র মঞ্চের নতুন সমন্বয়কের দায়িত্বে সাইফুল হক
বিএনপি আন্দোলন-সংগ্রামের শরিকদের সাথে বেঈমানী করেছে : লেবার পার্টির চেয়ারম্যান
আগামী ফেব্রুয়ারীতে জাতীয় নির্বাচনের কোন বিকল্প নেই
যমুনা অভিমুখী বামপন্থীদের মিছিলে পুলিশী হামলা ঘটনায় বিপ্লবী ওয়ার্কার্স পার্টির তীব্র নিন্দা
ডিসি ও ইউএনওকে রিটার্নি কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তা হিসেবে দায়িত্ব দেওয়ার সিদ্ধান্ত কেন অবৈধ হবে না