রবিবার ● ২১ অক্টোবর ২০১৮
প্রথম পাতা » প্রধান সংবাদ » দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব আজ হুমকির সম্মুখীন : আল্লামা ক্বাসেমী
দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব আজ হুমকির সম্মুখীন : আল্লামা ক্বাসেমী
সিলেট প্রতিনিধি :: (৬ কার্তিক ১৪২৫ বাঙলা: বাংলাদেশ সময় সন্ধ্যা ৬.২৩মি) দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব আজ হুমকির সম্মুখীন। দেশে কোন আইন নেই, আইনের শাসন নেই। মানুষের জানমালের নিরাপত্তা নেই। জনগণ আজ তাদের নিরাপত্তা নিয়ে শঙ্কীত। সরকার যা ইচ্ছা তাই করছে। জনগণের ভোটাধিকার হরণ করছে। মানুষ এখন পরিবর্তনের অপেক্ষায়। দেশবাসী আর প্রহসনের নির্বাচন দেখতে চায়না। দেশে ইউনিয়ন-ওয়ার্ড থেকে শুরু কেন্দ্র পর্যন্ত শাসকদলের নেতাকর্মীরা দুর্নীতিতে ডুবে আছে। চুরি, ডাকাতি, সন্ত্রাসী, গুম, খুন, রাহাজানি দিন দিন বাড়ছে। এ সরকারের অধীনে মানুষ নিরাপদ নয়। সব সময় মৃত্যুর ঝুঁকি ও ভয় নিয়ে চলতে হচ্ছে জনগণকে। এ থেকে পরিত্রান পেতে হলে দেশ ও জাতির স্বার্থে ওলামায়ে কেরামগণকে মাঠে ময়দানে আন্দোলনে ঝাঁপিয়ে পড়তে হবে। সিলেটে এক সংক্ষিপ্ত সফরে আসলে ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে সংবর্ধনা প্রদানকালে উপরোক্ত কথাগুলো বলেন ২০দলীয় জোটের অন্যতম শরীক দল জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের মহাসচিব আল্লামা নুর হোসাইন ক্বাসেমী।
আল্লামা ক্বাসেমী আরো বলেন, আমরা বারবার বলে আসছি, বর্তমান সরকারের অধীনে কোন সুষ্ঠ নির্বাচন সম্ভব নয়। বিগত স্থানীয় নির্বাচন থেকে শুরু করে সিটি নির্বাচন সহ যতগুলো নির্বাচন হয়েছে। তা থেকে প্রমাণ হয়- বিতর্কিত নির্বাচন কমিশনের অধীনে সুষ্ঠ নির্বাচন সম্ভব নয়। সুষ্ঠ ও গ্রহণযোগ্য নির্বাচনের স্বার্থে নির্বাচন কমিশন পূণর্গঠন, ২০ দলীয় জোটের শীর্ষ নেত্রী সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া সহ বিরোধী দলীয় সকল রাজবন্ধিদের মুক্তি ও সংসদ ভেঙ্গে নিরপেক্ষ নির্দলীয় সরকারের অধীনে নির্বাচন দিতে হবে। জনগণ এবার ৫ জানুয়ারির মতো কোন তামাশার নির্বাচন মেনে নিবেনা।
এসময় উপস্থিত ছিলেন জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের প্রচার সম্পাদক মাওলানা জয়নুল আবেদীন, সিলেট মহানগর জমিয়তের সভাপতি মাওলানা খলিলুর রহমান, জেলার সাধারণ সম্পাদক মাওলানা আতাউর রহমান, ছাত্র জমিয়তের কেন্দ্রীয় সভাপতি এম. সাইফুর রহমান, মহানগর জমিয়তের সাংগঠনিক সম্পাদক মাওলানা সৈয়দ ছলিম ক্বাসেমী, সহ সাধারণ সম্পাদক মাওলানা শফিউল আলম, গোয়াইনঘাট উপজেলা জমিয়তের সভাপতি মাওলানা আব্দুল আজিজ, বিশ্বনাথ উপজেলা জমিয়তের সাধারণ সম্পাদক মাওলানা শিব্বির আহমদ, জেলা জমিয়তের প্রচার সম্পাদক মাওলানা সালেহ আহমদ শাহবাগী, মহানগর জমিয়তের সহ সাংগঠনিক সম্পাদক মাওলানা ছদরুল আমিন, জেলা যুব জমিয়তের সভাপতি মাওলানা মোহাম্মদ আলী প্রমুখ।
ওসমানী বিমাবন্দর থেকে জমিয়ত মহাসচিব আল্লামা ক্বাসেমীকে নিয়ে দলীয় নেতাকর্মীরা কাজীর বাজার মাদ্রাসায় বাংলাদেশ খেলাফত মজলিসের আমীর ও জামেয়া ইসলামিয়া কাজীর বাজার মাদ্রাসার প্রতিষ্ঠাতা প্রিন্সিপাল মাওলানা হাবিবুর রহমান (রহঃ)-এর মাজার জিয়ারত করেন।





রাউজানে আবারও হিন্দু সম্প্রদায়ের ঘরে আগুন
রাঙামাটিতে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সংসদ সদস্য পদপ্রার্থী জুঁই চাকমা রিটার্নিং অফিসারের নিকট মনোনয়ন জমা
দলীয় মনোনয়ন হাতে পেলেন রাঙামাটি-২৯৯ আসনের সংসদ সদস্য পদপ্রার্থী জুঁই চাকমা
জেসিএক্স এর তিনদিন ব্যাপী আবাসন মেলা শুরু
পার্বত্য চট্টগ্রাম বড়ুয়া সংগঠনের মূখপাত্র নির্মল বড়ুয়া মিলনের জন্মদিনে বড়ুয়া নেতৃবৃন্দের শুভেচ্ছা
সাভারে স্মৃতিসৌধে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির শ্রদ্ধা জ্ঞাপন
রাঙামাটিতে শহীদ বীরশ্রেষ্ঠ মুন্সী আব্দুর রউফ এর সমাধিস্থলে বিজিবির শ্রদ্ধা
রাঙামাটিতে মহান বিজয় দিবসে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির শ্রদ্ধাঞ্জলী
আগামী নির্বাচনে টাকার খেলা বন্ধ করতে হবে