শনিবার ● ৩ নভেম্বর ২০১৮
প্রথম পাতা » ঢাকা » কাল রবিবার প্রধানমন্ত্রী হাসিনাকে সংবর্ধনা দেবে হেফাজতে ইসলাম
কাল রবিবার প্রধানমন্ত্রী হাসিনাকে সংবর্ধনা দেবে হেফাজতে ইসলাম
সিএইচটি মিডিয়া ডেস্ক :: (১৯ কার্তিক ১৪২৫ বাঙলা: বাংলাদেশ সময় রাত ১০.২৪মি) দেশের কওমি সনদের সরকারি স্বীকৃতি বিল জাতীয় সংসদে পাস হওয়ায় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে সংবর্ধনা দেবে কওমিপন্থি ৬টি বোর্ড নিয়ে গঠিত আল-হাইয়াতুল উলইয়া লিল জামিয়াতিল কাওমিয়া বাংলাদেশ (হাইয়াতুল উলইয়া)।
আগামীকাল রবিবার ৪ নভেম্বর সোহরাওয়ার্দী উদ্যানে শুকরিয়া মাহফিলের মাধ্যমে শেখ হাসিনাকে এ সংবর্ধনা দেওয়া হবে। মাহফিলের সভাপতিত্ব করবেন হেফাজত ইসলামের আমির ও হাইয়াতুল উলইয়ার চেয়ারম্যান আল্লামা শাহ আহমদ শফি।
রবিবার সকাল ১১টায় সংবর্ধনা অনুষ্ঠান শুরুর কথা রয়েছে। এতে প্রধান অতিথি হিসেবে প্রধানমন্ত্রী শেখ হাসিনার বেলা ১১টায় মাহফিলস্থলে উপস্থিত হওয়ার কথা।
এর আগে সকাল ৯টায় হেফাজত আমির আল্লামা শাহ আহমদ শফি তার নিজ কর্মস্থল হাটহাজারী মাদ্রাসা থেকে হেলিকপ্টারযোগে ঢাকার সোহরাওয়ার্দী উদ্যানে পৌঁছবেন।
এ ছাড়া ঢাকার বাইরে দায়িত্বপ্রাপ্ত হাইয়াতুল উলইয়া ও ৬টি বোর্ডের কর্মকর্তারা ইতোমধ্যে রাজধানীর বিভিন্ন মাদ্রাসায় অবস্থান করছেন।
গত ১৮ সেপ্টেম্বর জাতীয় সংসদে ‘কওমি মাদ্রাসাসমূহের দাওরায়ে হাদিসের (তাকমীল) সনদকে মাস্টার্স ডিগ্রি (ইসলামিক স্টাডিজ ও আরবি) সমমান প্রদান আইন, ২০১৮’ পাস হয়।
২২ অক্টোবর সন্ধ্যায় গণভবনে আহমদ শফীর নেতৃত্বে একটি প্রতিনিধি দল প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সাক্ষাৎ করে। সেখানে সংবর্ধনার বিষয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে প্রতিনিধি দলের সদস্যরা আলাপ করেন এবং এ বিষয়ে সিদ্ধান্ত চূড়ান্ত করেন।
এ ব্যাপারে জানতে চাইলে হেফাজতে ইসলাম বাংলাদেশের যুগ্ম মহাসচিব মাওলানা মঈনুদ্দীন রুহি বলেন, কওমি সনদের সরকারি স্বীকৃতি বিল জাতীয় সংসদে পাস হওয়ায় সোহরাওয়ার্দী উদ্যানে রবিবার প্রধানমন্ত্রীকে সংবর্ধনার দেয়া হবে। এটি শোকরিয়া মাহফিল।
মাওলানা রুহি বলেন, ‘সারা দেশ থেকে ওলামায়ে কেরামরা ৪ নভেম্বর প্রধানমন্ত্রীর সংবর্ধনায় আসবেন।





গ্লোরি রেসিডেন্স হোটেল এর সফটওয়্যার লঞ্চিং এর উদ্বোধন
নির্বাচন ও গণভোট বানচালে নানা অপতৎপরতা চলছে
তামাক নিয়ন্ত্রণ : বৈশ্বিক প্রতিশ্রুতি পূরণে এগিয়ে বাংলাদেশ, আইন সংশোধনের দাবি
১২ ডিসেম্বর থেকে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির নির্বাচনের মনোনয়ন ফর্ম সংগ্রহ করা যাবে
আগামী নির্বাচনে টাকার খেলা বন্ধ করতে হবে
গণতন্ত্র মঞ্চের নতুন সমন্বয়কের দায়িত্বে সাইফুল হক
বিএনপি আন্দোলন-সংগ্রামের শরিকদের সাথে বেঈমানী করেছে : লেবার পার্টির চেয়ারম্যান
আগামী ফেব্রুয়ারীতে জাতীয় নির্বাচনের কোন বিকল্প নেই
যমুনা অভিমুখী বামপন্থীদের মিছিলে পুলিশী হামলা ঘটনায় বিপ্লবী ওয়ার্কার্স পার্টির তীব্র নিন্দা
ডিসি ও ইউএনওকে রিটার্নি কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তা হিসেবে দায়িত্ব দেওয়ার সিদ্ধান্ত কেন অবৈধ হবে না