শনিবার ● ২৪ নভেম্বর ২০১৮
প্রথম পাতা » চট্টগ্রাম বিভাগ » বান্দরবানে পরিবার পরিকল্পনা সেবা সপ্তাহ শুরু
বান্দরবানে পরিবার পরিকল্পনা সেবা সপ্তাহ শুরু
বান্দরবান প্রতিনিধি :: (১০ অগ্রহায়ন ১৪২৫ বাঙলা: বাংলাদেশ সময় রাত ৮.৩০মি.) বান্দরবানে পরিবার পরিকল্পনা সেবা সপ্তাহ শুরু হয়েছে।“প্রাতিষ্ঠানিক ডেলিভারি বৃদ্ধি করি, প্রসব পরবর্তী পরিবার পরিকল্পনা পদ্ধতি নিশ্চিত করি” এই প্রতিপাদ্যেকে সামনে রেখে বান্দরবানে পরিবার পরিকল্পনা সেবা ও প্রচার সপ্তাহের উদ্বোধন করা হয়েছে। আজ শনিবার (২৪ নভেম্বর) সকালে বান্দরবান পরিবার পরিকল্পনা বিভাগের আয়োজনে মা ও শিশুকল্যাণ কেন্দ্রের সভাকক্ষে এই সেবা ও প্রচার সপ্তাহের উদ্বোধন করেন বান্দরবান পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান ক্য শৈ হ্লা।
অনুষ্ঠানের প্রধান অতিথি ক্য শৈ হ্লা বলেন, ‘প্রযুক্তির ব্যবহারের মাধ্যমে দেশের জনসাধারণের দোরগোড়ায় সেবা পৌঁছে দিতে নিরলসভাবে কাজ করে যাচ্ছে সরকার। এ চিকিৎসাসেবা আরও প্রসারিত করার লক্ষ্যে আজ ২৪ নভেম্বর থেকে ২৯ নভেম্বর পর্যন্ত বান্দরবানে পরিবার পরিকল্পনা সেবা ও প্রচার সপ্তাহ চালু করা হলো। আর এই সেবা ও প্রচার সপ্তাহে জনগণকে পরিবার পরিকল্পনা, মা ও শিশুস্বাস্থ্য বিষয়ে সময়োপযোগী তথ্য ও সেবা দেওয়া হবে।
পরে বান্দরবানের চিকিৎসা সেবাকে আরও এগিয়ে নেওয়ার লক্ষ্যে মা ও শিশুকল্যাণ কেন্দ্রের জন্য স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে বরাদ্দকৃত একটি গাড়ি দেওয়া হয়।
এসময় আরও উপস্থিত ছিলেন— সিভিল সার্জন ডা. অং সুই প্রু মারমা। পরিবার পরিকল্পনা বিভাগের উপপরিচালক ডা. অং চালু, জেলা কনসালটেন্ট ডা. নুরুস সাফা চৌধুরী, সুয়ালক ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান উক্যনু মার্মাসহ পরিবার পরিকল্পনা বিভাগের কর্মকর্তা ও কর্মচারীরা।





মিরসরাই আসনে বিএনপির মনোনয়ন পেয়েছেন নুরুল আমিন
চিৎমরম বৌদ্ধবিহারে কঠিন চীবর দানোৎসব সম্পন্ন
বেণুবন উওমানন্দ ধর্মবন বৌদ্ধ বিহারে কঠিন চীবর দানোৎসব ও সংবর্ধনা
বনরূপা ব্যবসায়ী সমিতির নতুন কমিটির দায়িত্ব গ্রহণ
কাপ্তাইয়ে বিভিন্ন কার্যক্রম পরিদর্শনে বিভাগীয় কমিশনার জিয়াউদ্দিন
পার্বত্য চট্টগ্রাম বড়ুয়া সংগঠনের ১৫ সদস্য বিশিষ্ট রাঙামাটি পৌরসভার ০৮ নং ওয়ার্ড কমিটি পূর্ণগঠন