বুধবার ● ৩০ ডিসেম্বর ২০১৫
প্রথম পাতা » কৃষি » কাউখালীতে জাতীয় স্কুল,মাদ্রাসার ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত
কাউখালীতে জাতীয় স্কুল,মাদ্রাসার ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত
কাউখালী (রাঙামাটি)প্রতিনিধি :: পার্বত্য জেলা রাঙামাটির কাউখালী উপজেলায় ৪৫ তম বাংলাদেশ
জাতীয় স্কুল ও মাদ্রাসার শীতকালীন ক্রীড়া প্রতিযোগিতা ও পুরম্নস্কার বিতরনী - ২০১৫ইং ৩০ ডিসেম্বর কাউখালী উপজেলা জাতীয় স্কুল ও মাদ্রাসা ক্রীড়া সমিতির আয়োজনে উপজেলা মাঠে অনুষ্ঠিত হয়৷
জাতীয় স্কুল ও মাদ্রাসার ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরনী উপলক্ষে উপজেলা মাঠে এক আলোচনা সভার আয়োজন করা হয়৷
আলোচনা সভায় সভাপতিত্ব করেন জাতীয় স্কুল ও মাদ্রাসা ক্রীড়া সমিতি সভাপতি ও কাউখালী উপজেলা পরিষদ চেয়ারম্যান চৌচা মং চৌধুরী (এস এম চৌধুরী) ৷ অনুষ্টানে অন্যানের মধ্যে বক্তব্য রাখেন কাউখালী উপজেলা পরিষদ ভাইচ-চেয়ারম্যান মংসুইউ চৌধুরী (দুমং)৷ কাউখালী প্রেস ক্লাবের সহ-সভাপতি মোঃ ওমর ফারম্নক৷ পোয়া পাড়া পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিৰক করম্ননা ময় চাকমা৷ বেতবুনিয়া উচ্বিদ্যালয়ের প্রধান শিৰক মোঃ খুরশেদ আলম৷ কাউখালী বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিৰক মোঃ আব্দুল কাদের৷ছিদ্দিক-ই- আকবর মাদ্রাসা সুপার মোঃ আব্দুর রাজ্জাক৷ বেতবুনিয়া রেজভীয়া দাখিল মাদ্রসা সুপার মোঃ মন্জুরম্নল আলম৷ অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন কাউখালী উপজেলা মাধ্যমিক শিৰা অফিসার মোঃ নাজমুল হক৷ সন্চালনায় ছিলেন মাষ্ঠার প্রকাশ চন্দ্র দাশ্৷ পরে আলোচনা সভা শেষে কাউখালী উপজেলার বিভিন্ন স্কুল ও মাদ্রাসার বিজয়ী ছাত্র, ছাত্রীদের মাঝে পুরম্নস্কার ও সনদ পত্র বিতরন করা হয়৷