রবিবার ● ২০ জানুয়ারী ২০১৯
প্রথম পাতা » চট্টগ্রাম বিভাগ » বান্দরবানে ইভটিজিংয়ের অভিযোগে যুবক আটক
বান্দরবানে ইভটিজিংয়ের অভিযোগে যুবক আটক
বান্দরবান প্রতিনিধি :: বান্দরবানে ইভটিজিংয়ের অভিযোগে এক যুবককে আটক করেছে সদর থানা পুলিশ। আটককৃত ব্যক্তি মো. ইউসুপ বান্দরবান পৌর এলাকার কালাঘাটা ফানছি ঘোনার মৃত. মাহফুজ মিয়ার ছেলে।
স্থানীয়রা ও পুলিশ সূত্রে জানাগেছে, আজ রবিবার (২০ জানুয়ারি) দুপুরে বান্দরবান ইসলামিয়া সিনিয়র মাদ্রাসা ছুটি হলে সপ্তম শ্রেণির এক শিক্ষার্থীকে মাদ্রাসা গেটের বাইরে থেকে জোর করে টেনে নিয়ে যাওয়ার চেষ্টা করে মো.ইউসুপ। এসময় স্থানীয়রা গিয়ে ওই শিক্ষার্থীকে উদ্ধার করে। পরে পুলিশ এসে ঘটনাস্থল থেকে মো.ইউসুপকে আটক করে থানায় নিয়ে যায়। বান্দরবান সদর থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) মো. রফিক জানান, সপ্তম শ্রেণির ওই মাদ্রাসা শিক্ষার্থীকে ইভটিজিং করার খবর পেয়ে ঘটনাস্থল গিয়ে মো. ইউসুপকে আটক করা হয়েছে এবং আটকের পর তার পকেট থেকে এক পুরিয়া গাঁজা পাওয়া গেছে। ইভটিজিংয়ের অপরাধে তার বিরুদ্ধে মামলারসহ আইনগত ব্যবস্থা নেওয়া হবে।





চাঁদাবাজ ও সন্ত্রাসীর বিরুদ্ধে অবস্থানকারীদের সাথে কোনো জোট নয় রাঙামাটিতে হাসনাত আব্দুল্লাহ
বয়স ভিত্তিক ক্রিকেটার তৈরিতে কাজ শুরুর কথা জানালেন আসিফ আকবর
আগামী কাল বিপ্লবী যুব সংহতির রাঙামাটি জেলা কাউন্সিল
মিরসরাই আসনে বিএনপির মনোনয়ন পেয়েছেন নুরুল আমিন
চিৎমরম বৌদ্ধবিহারে কঠিন চীবর দানোৎসব সম্পন্ন
বেণুবন উওমানন্দ ধর্মবন বৌদ্ধ বিহারে কঠিন চীবর দানোৎসব ও সংবর্ধনা