শুক্রবার ● ২৫ সেপ্টেম্বর ২০১৫
প্রথম পাতা » আন্তর্জাতিক » ৭১৭ জনে প্রাণহানি : দায় সৌদি বাদশাহর গাড়িবহরের !
৭১৭ জনে প্রাণহানি : দায় সৌদি বাদশাহর গাড়িবহরের !

অনলাইন ডেস্ক :: সৌদি বাদশাহ সালমান বিন আবদুল আজিজের গাড়ি বহরের কারণেই মিনায় পদদলিত হয়ে ৭১৭ জন মানুষের প্রাণহানির ঘটনা ঘটেছে বলে প্রতিবেদন প্রকাশ করেছে দৈনিক আল দিয়ার নামে একটি সংবাদ মাধ্যম।
লেবাননের আরবি ভাষার ওই গণমাধ্যমটি জানিয়েছে, হজের তৃতীয় দিনে এই মর্মান্তিক ঘটনা ঘটার পেছনে সৌদি প্রিন্সের বিশাল গাড়ি বহর প্রধান ভূমিকা পালন করেছে। মিনার পাঁচ কিলোমিটার দীর্ঘ উপত্যকায় সৌদি বাদশাহ যাচ্ছিলেন বিশাল হজ জমায়েতে যোগ দিতে। তার সঙ্গে ছিল ২০০ সেনাবাহিনী ও ১৫০ পুলিশ সদস্য।
প্রতিবেদনে বলা হয় সৌদি বাদশাহর উপস্থিতি মানুষের চলাচলের মধ্যে বিঘ্ন ঘটায় এবং হঠাৎ করে দিক পরিবর্তন করায় সেটা থেকে হুড়োহুড়ির সৃষ্টি হয় যা থেকে এই দুর্ঘটনা ঘটে।
দৈনিকটি আরো জানায়, ঘটনার সঙ্গে সঙ্গে দ্রুতই বাদশাহ সালমান ও তার বহর স্থান ত্যাগ করে এবং সৌদি বাদশাহর এই জায়গায় যাওয়ার ঘটনা গণমাধ্যমে ধামাচাপা দেওয়ার চেষ্টা করে।
তবে সৌদি কর্তৃপক্ষ এই প্রতিবেদনকে অসত্য উল্লেখ করে দায়টা হজ করতে আসা মানুষদের উপরেই চাপিয়েছেন।
সৌদি স্বাস্থ্যমন্ত্রী খালেদ আল ফালিহ বলেন, হজযাত্রীরা যদি কর্তৃপক্ষের দেওয়া সময় মেনে চলতেন তাহলে এই দুর্ঘটনা ঘটতো না। সূত্র ; প্রেসটিভি : আপলোড : ২৫ সেপ্টেম্বর ২০১৫ ; বাংলাদেশ : সময় : বিকাল ৫. ১৫ মিঃ





অনতিবিলম্বে ইরানে হামলা ও গাজায় গণহত্যা বন্ধে ইজরায়েলকে বাধ্য করার ডাক
বাংলাদেশ কোনভাবেই ভারত - পাকিস্তান যুদ্ধ উত্তেজনার অংশ হবেনা
পর্বতারোহী প্রকৌশলী কাওছার রূপক-কে জাতীয় পতাকা হস্তান্তর
মার্কিন মদদেই ইসরায়েল গাজায় গণহত্যা চালিয়ে যেতে পারছে
গাজার প্রতি বৈশ্বিক সংহতির অংশ হোন - ‘নো ওয়ার্ক, নো স্কুল কর্মসূচি সফল করুন : জুঁই চাকমা
রাঙামাটিতে অবৈধ অনুপ্রবেশের দায়ে দুই ভারতীয় আটক
নেপালের প্রধানমন্ত্রী গণঅভ্যুত্থানে বিজয়ী বাংলাদেশের জনগণকে অভিনন্দন জানিয়েছেন
ভয়েস অফ আমেরিকার সাংবাদিকদের বরখাস্ত করলেন ট্রাম্প
ভারতে ফিরে গেল আটকে পড়া মিতালী এক্সপ্রেস চার মাস পর
নির্বাচনে আওয়ামী লীগের অংশগ্রহণ নিয়ে ‘দ্য হিন্দু’কে ড. ইউনূস