বৃহস্পতিবার ● ১৪ ফেব্রুয়ারী ২০১৯
প্রথম পাতা » প্রধান সংবাদ » বাঘার ইউএনওর ফোন নাম্বর ক্লোন করে চাঁদা দাবি
বাঘার ইউএনওর ফোন নাম্বর ক্লোন করে চাঁদা দাবি
রাজশাহী প্রতিনিধি :: রাজশাহীর বাঘা উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) সরকারি মোবাইল ফোন নাম্বর ফের ক্লোন করে বিভিন্ন প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও শিক্ষা কর্মকর্তার কাছে চাঁদা দাবির অভিযোগ উঠেছে। আজ বৃহস্পতিবার ইউএনও পরিচালিত ‘উপজেলা প্রশাসন’ বাঘা, রাজশাহীর নামে ফেসবুকে একটি সতর্কমূলক জরুরি বিজ্ঞপ্তি শিরোনামে পোস্ট দেয়া হয়েছে।
এতে তিনি তার ব্যবহৃত সরকারি নাম্বরটি উল্লেখ করে লিখেন, ‘আমার সরকারি নাম্বরটি ক্লোন করে কে বা কারা নারায়নপুর সরকারি প্রাথমিক বিদ্যাললের প্রধান শিক্ষক, মনিগ্রাম সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক, উপজেলা সহকারী শিক্ষা কর্মকর্তা কাছ থেকে ল্যাপটপ দেয়া হবে বলে টাকা দাবি করছেন।’ বিষয়টিতে সবাইকে সতর্ক হওয়ার আহ্বান জানানো হয়েছে।
নারায়নপুর সরকারি প্রাথমিক বিদ্যাললের প্রধান শিক্ষক পাপিয়া সুলতানা, মনিগ্রাম সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শহিদুল ইসলাম, উপজেলা সহকারি শিক্ষা কর্মকর্তা শাজাহান হোসেন, দিলরুবা ইয়াসমিন বলেন, ইউএনওর সরকারি নম্বর থেকে আজ বৃস্পতিবার বেলা ১১টা থেকে বেলা সাড়ে ১২টা পর্যন্ত ফোন দিয়ে বলা হয়, আপনার প্রতিষ্ঠানে ল্যাপটপ বরাদ্দ হয়েছে। কিছু টাকার দরকার। এ কথা শুনে আশ্চর্য হয়েছি। স্যার তো এভাবে কথা বলে না। এতে সন্দেহ হয়। তার পরই ফোন কেটে দেন। বিষযটি নিয়ে ইউএনও স্যারকে ফোন দিলে তিনি কোন ফোন করেনি বলে জানান।
বাঘা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শাহিন রেজা সিএইচটি মিডিয়া প্রতিনিধিকে বলেন, নারায়নপুর সরকারি প্রাথমিক বিদ্যাললের প্রধান শিক্ষক, মনিগ্রাম সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক, উপজেলা সহকারি শিক্ষা কর্মকর্তারসহ কয়েকটি ফোন আসে আমার কাছে। তাদেরকে বিভিন্ন কাজের কথা বলে টাকা চাওয়া হয়েছে। বিষয়টি জানার পর প্রাথমিকভাবে সবাইকে সতর্ক করে দেয়া হয়েছে। এ বিষয়ে থানায় সাধারণ ডায়েরি করা হবে বলেও তিনি জানান।
বাঘা থানার অফিসার ইনচার্জ (ওসি) মহসীন আলী সিএইচটি মিডিয়া প্রতিনিধিকে বলেন, এ বিষয়ে অভিযোগ পেলে ব্যবস্থা নেয়া হবে। এছাড়া গত ২০১৮ সালের ৮ আগস্ট ইউএনওর ফোন ক্লোন করে আড়ানী ইউনিয়ন সচিব হাসানুজ্জামান, গড়গড়ি ইউনিয়ন সচিব উজ্জল হোসেন, বাউসা ইউনিয়ন সচিব রফি আহম্মেদের কাছে চাঁদা দাবি করা হয়েছিল।





আগামী নির্বাচনে টাকার খেলা বন্ধ করতে হবে
চট্টগ্রাম পুস্তক ব্যবসায়ী ঐক্য পরিযদ নির্বাচনে অধ্যাপক প্রদীপ কুমার দত্ত বিপুল ভোটে নির্বাচিত
রাঙামাটি ঘোষণার মাধ্যমে শেষ হলো পার্বত্য বড়ুয়া কনভেনশন-২০২৫
পার্বত্য চট্টগ্রাম চুক্তি-৯৭ আদ্যোপান্ত শীর্ষক আলোচনা : চুক্তিতে অসংগতি থাকায় শান্তির বদলে অশান্তি বেড়েছে
মেহেরপুর শিক্ষা প্রকৌশলীর বিরুদ্ধে টেন্ডার বাণিজ্যের অভিযোগ
অবিলম্বে জাতীয় স্বার্থের পরিপন্থী টার্মিনাল চুক্তি থেকে সরে আসুন
সংকট নিরসনে জেলা পরিষদকে উদ্যোগ নেয়ার আহবান নাগরিক পরিষদের, হরতালে সমর্থন
প্রধান উপদেষ্টার ভাষণে সংকট উত্তরণের প্রচেষ্টা থাকলেও তা গুরুতর সাংবিধানিক প্রশ্নের জন্ম দিয়েছে
অবশেষে নানা মহলের আপত্তিতে রাঙামাটি জেলা পরিষদের সহকারি শিক্ষক নিয়োগ স্থগিত
শিক্ষকদের উপর পুলিশি হামলার প্রতিবাদে পার্বতীপুরে বিক্ষোভ