মঙ্গলবার ● ৫ মার্চ ২০১৯
প্রথম পাতা » জাতীয় » অসুখে কষ্ট পাচ্ছি : বেগম জিয়া
অসুখে কষ্ট পাচ্ছি : বেগম জিয়া
সিএইচটি মিডিয়া অনলাইন ডেস্ক :: আমি অসুস্থ, অসুখে কষ্ট পাচ্ছি- বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া নিজের অসুখের কথা জানিয়েছেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে।
খালেদা বলেন, ‘আমি অসুস্থ, অসুখে কষ্ট পাচ্ছি’। পুরান ঢাকার নাজিমউদ্দিন রোডের ঢাকা কেন্দ্রীয় কারাগারে বন্দী খালেদা জিয়া গত রোববার একটি মামলার শুনানিতে আদালতে উপস্থিত হন।
এ সময় ফখরুলকে এ কথা জানান বিএনপি চেয়ারপারসন।
আজ (৫ মার্চ) মঙ্গলবার, জাতীয় প্রেসক্লাবে আলোচনা সভায় ফখরুল বলেন, ‘আমি গত পরশু কোর্টে গিয়েছিলাম, ম্যাডামের (খালেদা) সঙ্গে দেখা হয়েছে। আমি সেই দৃশ্য বলতে পারব না।’
ফখরুল বলেন, ‘যে নেত্রীকে আমরা দেখেছি তিনি হেঁটে সুন্দর ভাবে চলে গেলেন এবং আমাদের বলে গেলেন যে, তোমরা সংগ্রাম করবে, গণতন্ত্রের জন্য সংগ্রাম করবে, তোমরা ঐক্যবদ্ধ থাকবে। সেই নেতাকে হুইল চেয়ারে করে আদালতে নিয়ে আসা হয়েছে।’
উল্লেখ্য, জিয়া এতিমখানা ট্রাস্ট দুর্নীতি মামলায় পাঁচ বছরের সাজা হওয়ার পর গত বছরের ৮ ফেব্রুয়ারি খালেদা জিয়াকে কারাগারে নেওয়া হয়।
এরপর থেকে খালেদা জিয়ার স্বাস্থের উদ্বেগ জানিয়ে আসছেন বিএনপি নেতারা। তাদের অভিযোগ, কারাগারে তাদের নেত্রীর সু-চিকিৎসা হচ্ছে না।
সুত্র-বিডি ২৪ লাইভ





ফুসফুসের স্বাস্থ্য সুরক্ষায় শক্তিশালী তামাক নিয়ন্ত্রণ আইন জরুরি
প্রার্থীদের দলের প্রত্যয়নপত্র বাধ্যতামূলক : ভোটকেন্দ্র স্থাপনে ডিসি ও এসপিদের নেতৃত্বে জেলা কমিটি বাতিল : ইসি
বিভক্তি বিভাজনের পথে গণঅভ্যুত্থানের অর্জন বিসর্জন দেয়া যাবেনা- সাইফুল হক
পর্বতারোহী প্রকৌশলী কাওছার রূপক-কে জাতীয় পতাকা হস্তান্তর
জাতীয় সংসদ নির্বাচনকে অলাভজনক করতে পারলে নির্বাচনে ইদুর দৌড় অনেক খানি বন্ধ করা সম্ভব
স্বাধীতনার ৫৩ বছরে প্রথম বার জাতীয় রাজনীতিতে জায়গা পেলেন দলিত জনগোষ্ঠীর নেতা ভীম্পাল্লী ডেভিড রাজু
পাসপোর্ট করতে আর লাগবে না পুলিশ ভেরিফিকেশন
সেনাবাহিনী প্রধানের কুয়েত সফর
একুশে পদক পাচ্ছেন ১৪ বিশিষ্টজন ও নারী ফুটবল দল
নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের কাছে গণতান্ত্রিক রাষ্ট্র পরিষদের ১১টি নির্বাচন সংস্কার প্রস্তাবনা