সোমবার ● ২৫ মার্চ ২০১৯
প্রথম পাতা » চট্টগ্রাম বিভাগ » আলীকদম উপজেলা চেয়ারম্যান আমার ইচ্ছার বিরুদ্ধে কিছুই করেননি : রুম পাও ম্রো
আলীকদম উপজেলা চেয়ারম্যান আমার ইচ্ছার বিরুদ্ধে কিছুই করেননি : রুম পাও ম্রো
বান্দরবান প্রতিনিধি :: আলীকদম উপজেলা চেয়ারম্যান আবুল কালামকে গলায় ফুলের মালা পরিয়ে দেয়ার সময় তিনি আমাকে আনন্দে জড়িয়ে ধরেছেন। এতে তিনি কোন অন্যায় করেননি। আমি ১৮ মার্চ উপজেলা নির্বাচনে চেয়ারম্যান আবুল কালামের জন্য অনেক কষ্ট করেছি। তিনি চেয়ারম্যান নির্বাচিত হওয়ায় আমরা অনেক খুশি হয়েছি। আমার বড় ভাই তিনি আমাকে ছোট বোন হিসেবেই জড়িয়ে ধরেছেন। আমাদের এ ভাই বোনের সম্পর্কে অনেকে খুশি নন। তাই বড় ভাই উপজেলা চেয়ারম্যান আবুল কালামের প্রতিপক্ষরা আমাদের সম্পর্কে ফেইসবুক, ইন্টারনেট, অনলাইন ও টেলিভিশনের মাধ্যমে অপপ্রচার চালাচ্ছে। আমরা একই পরিবারের মত। তাই চেয়ারম্যানের বিরুদ্ধে আমরা কখনোই প্রতিবাদ করব না।
রুমপাও ম্রো বলেন, চেয়ারম্যানের বিরুদ্ধে এ ঘটনায় আমাদের পাড়ার কারোরই কোন অভিযোগ নেই। চেয়ারম্যানের প্রতি আমরা সবাই খুবই খুশি।
আজ সোমবার ২৫ মার্চ বিকাল ৫টায় চেয়ারম্যানের বাস ভবনের সামনে এক সংবাদ সম্মেলন করে ম্রো নারী রুমপাও ম্রো এসব কথা বলেন।
তিনি আরো বলেন, আবুল কালাম চেয়ারম্যান আমার ইচ্ছার বিরুদ্ধে কিছুই করেননি। তাই আমরাও এ ব্যাপারে তার বিরুদ্ধে কোন অভিযোগ করব না।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন রুমপাও ম্রোর বড় ভাই মেনরুং ম্রো ও এলাকাবাসী।





কাপ্তাইয়ে বিভিন্ন কার্যক্রম পরিদর্শনে বিভাগীয় কমিশনার জিয়াউদ্দিন
পার্বত্য চট্টগ্রাম বড়ুয়া সংগঠনের ১৫ সদস্য বিশিষ্ট রাঙামাটি পৌরসভার ০৮ নং ওয়ার্ড কমিটি পূর্ণগঠন
রাজাভুবন বিদ্যালয় পরিদর্শনে হুমাম কাদের চৌধুরী
মিরসরাইয়ে পারিবারিক কলহের জেরে বড় ভাইয়ের হাতে ছোট ভাই খুন
বেতবুনিয়া সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহীর মৃত্যু
বৃহত্তর বনরূপা ব্যবসায়ি কল্যাণ সমবায় সমিতি এর শুভেচ্ছা বিনিময়