মঙ্গলবার ● ২ এপ্রিল ২০১৯
প্রথম পাতা » চট্টগ্রাম বিভাগ » বান্দরবানে বিশ্ব অটিজম সচেতনতা দিবস পালিত
বান্দরবানে বিশ্ব অটিজম সচেতনতা দিবস পালিত
বান্দরবান প্রতিনিধি :: “সহায়ক প্রযুক্তির ব্যবহার, অটিজম বৈশিষ্ট্য সম্পন্ন ব্যক্তির অধিকার” এ প্রতিপাদ্যকে সামনে রেখে বান্দরবানে বিশ্ব অটিজম সচেতনতা দিবস পলিত হয়েছে। এঅটিজম দিবস উপলক্ষে ব্যানার ও প্ল্যাকার্ড হাতে নিয়ে বিভিন্ন অটিজম শিশু কিশোরদের সাথে তাদের অভিভাবকরাও র্যালিতে অংশ নেন।
আজ মঙ্গলবার ২ এপ্রিল সকালে বান্দরবান পার্বত্য জেলা পরিষদ, জেলা প্রশাসন ও সমাজসেবা অধিদপ্তরের আয়োজনে পার্বত্য জেলা পরিষদ ভবন হতে একটি বর্ণাঢ্য র্যালি বের হয়ে পরিষদ চত্বর প্রদক্ষিণ করে পরিষদের সম্মেলন কক্ষের সামনে র্যালিটি শেষ হয়। পরে জেলা পরিষদ সম্মেলন কক্ষে একটি সভা অনুষ্ঠিত হয়।
জেলা প্রশাসক মো. দাউদুল ইসলামের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলা পরিষদের চেয়ারম্যান ক্য শৈ হ্লা।
সভায় প্রধান অতিথির বক্তব্যে চেয়ারম্যান ক্য শৈ হ্লা বলেন, অটিজম শিশুদের প্রতি বিশেষ নজর দিতে হবে এবং সহায়ক প্রযুক্তির ব্যবহার, অটিজম বৈশিষ্ট্য সম্পন্ন ব্যক্তির অধিকার এই প্রতিপাদ্যকে বাস্তবায়নে লক্ষে সবাইকে এগিয়ে আসার আহ্বান জানান।
অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, সিনিয়র সহকারী পুলিশ সুপার মো. রেজওয়ানুল ইসলাম, পার্বত্য জেলা পরিষদের সদস্য কাঞ্চনজয় তংচঙ্গ্যা, সমাজসেবা অধিদপ্তরের উপ-পরিচালক মিল্টন মহুরী প্রমুখ।





রাঙামাটিতে শহীদ বীরশ্রেষ্ঠ মুন্সী আব্দুর রউফ এর সমাধিস্থলে বিজিবির শ্রদ্ধা
রাবিপ্রবি’তে যথাযোগ্য মর্যাদায় ‘মহান বিজয় দিবস উদযাপন
রাঙামাটিতে মহান বিজয় দিবসে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির শ্রদ্ধাঞ্জলী
ছাত্রদলের শাওন এর নেতৃত্বে রুফটপ রেস্টুরেন্টে ম্যানেজার গিরি দত্ত চাকমা’র ওপর হামলা
মাদ্রাসার এতিম ছাত্রদের মাঝে রাঙামাটি সদর জোন এর শীতবস্ত্র বিতরণ
স্কাউট জাম্বুরী’তে যোগ দিতে ফিলিপাইন গমন করলো মিরসরাইয়ের রাহিম