মঙ্গলবার ● ২৩ এপ্রিল ২০১৯
প্রথম পাতা » প্রধান সংবাদ » সবাই জাতীয় পরিচয়পত্রের আওতায় এলে অপরাধ কমবে : নির্বাচন কমিশন সচিব
সবাই জাতীয় পরিচয়পত্রের আওতায় এলে অপরাধ কমবে : নির্বাচন কমিশন সচিব
রাজশাহী প্রতিনিধি :: নির্বাচন কমিশন সচিবালয়ের সচিব হেলালুদ্দীন আহমদ বলেছেন, এখন দেশের ১০০টির মতো প্রতিষ্ঠান থেকে সেবা নিতে জাতীয় পরিচয়পত্র লাগছে। আগামীতে এর আওতা আরও বৃদ্ধি পাবে। জাতীয় পরিচয়পত্রের সঙ্গে শুধু ভোট প্রদানের বিষয়টি জড়িত নয়। নাগরিক নানা সেবা এবং সুযোগ-সুবিধাও জড়িত। তাই জাতীয় পরিচয়পত্র সবার প্রয়োজন। সবাই জাতীয় পরিচয়পত্রের আওতায় এলে দেশে দুর্নীতি ও অপরাধ কমে আসবে।
আজ মঙ্গলবার সকালে রাজশাহী অঞ্চলের ভোটার তালিকা হালনাগাদ কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। রাজশাহী কলেজ মিলনায়তনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে ফরম পুরন করে ভোটার তালিকা হালনাগাদ কার্যক্রমের উদ্বোধন করেন ইসি সচিব।
ইসি সচিব বলেন, এ বছরই ‘তৃতীয় লিঙ্গ’ হিসেবে হিজড়াদের জাতীয় পরিচয়পত্র দেওয়া হবে। হিজড়াদের জন্য আলাদা ভোটার তালিকা করা হবে।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিভাগীয় কমিশনার নূর-উর-রহমান। বিশেষ অতিথি ছিলেন জেলা প্রশাসক এসএম আবদুল কাদের, রাজশাহী সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা শাওগাতুল আলম, রাজশাহী কলেজের অধ্যক্ষ প্রফেসর হবিবুর রহমান ও আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা ফরিদুল ইসলাম।
রাজশাহীতে জননী নূরবানু হক স্মৃতি শিক্ষা পদক বিতরণ
রাজশাহী প্রতিনিধি :: রাজশাহীতে জননী গ্রন্থাগার ও সাংস্কৃতিক সংস্থা এবং সুবর্ণলতার সংগীত বিদ্যালয়ের যৌথ উদ্যোগে বর্ষবরণ-১৪২৬ উপলক্ষে জননী নূরবানু হক স্মৃতি শিক্ষা পদক-১৯ বিতরণ অনুষ্ঠিত।
সোমবার বেলা ১১ টার দিকে নগরীর বক্ষ ব্যাধি হাসপাতালের সহযোগিতায় “এসো মিলিত হই বাঙালির প্রাণের উৎসবে” এই স্লোগানকে সামনে রেখে চিকিৎসাধীন যক্ষা রুগীদের মানষিক শান্তির লক্ষে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে রাজশাহী আবাসিক মেডিকেল অফিসারস ডা: লাইলাতুল কাদিরের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন, রাজশাহী বক্ষ ব্যাধি হাসপাতালের মেডিকেল সুপারিনটেনডেন্ট ডা: আমীর হোসেন। বিশেষ অতিথির বক্তব্য রাখেন, বিশিষ্ট কবি ও কলামিস্ট মুকুল হোসেন।
এসময় জননী গ্রন্থাগার ও সাংস্কৃতিক সংস্থার প্রতিষ্ঠাতা বইবন্ধু আমিনুল হক রিন্টুর সঞ্চালনায় উপস্থিত ছিলেন, এসারুদ্দীন, হানিফ খন্দকার, শহিদুল ইসলাম ও সুবর্ণলতা সংগীত বিদ্যালয়ের সাধারণ সম্পাদক রনি শেখ, গ্রন্থাগার সম্পাদক মুহাম্মদ গোলাম আউলিয়া ।
বক্তারা বলেন, ছাত্র ছাত্রীদের শিক্ষায় উৎসাহিত করতে পদক প্রদান, চিকিৎসাধীন যক্ষা রুগীদের মানসিক সুস্থার জন্য সাংস্কৃতিক অনুষ্ঠান একটি ব্যাতিক্রম আয়োজন, কেন না রুগীগুলো ৩, ৬, ৯ মাস পর্যন্ত চিকিৎসায় থাকার কারণে তারা মানসিক ভাবে দুর্বল হয়ে পড়ে, আর জননী গ্রন্থাহার ও সাংস্কৃতিক সংস্থা এ ধরনের কর্মসুচী গ্রহণ করায় রুগীরা অনেকটায় মানসিক ভাবে সুস্থতা বোধ করবে এরং চিকিৎসা গ্রহনে আগ্রহ বাড়বে ও মনের জোর বাড়বে। বক্তাগণ জননীর ভূয়োসি প্রশংসা করেন।
বক্তব্য শেষে জি.পি.এ-৫ প্রাপ্ত শিক্ষার্থী আনিকা তাহ্সিন, রওনুক জাহান (অবন্তী), আতিয়া, এস. এম. ওহিদুল ইসলাম, নুসরাত করিম শান্তা, নুরে আলম নাফিজ, মল্লিকা সিদ্দিকা, তামিমা বিনতে তৌহিদ, মাহমুদ হাসানদের মাঝে জননী নূরবানু হক স্মৃতি শিক্ষা পদক -১৯, বই ও নাস্তা বিতরণ করেন প্রধান অতিথি।
পদক বিতরণীর পর সংগীত ও নৃত্য পরিবেশন করে, রিজিয়া, বিথী, সাথী, বাবুল, লাবণ্য মহন্ত, সুবর্ণ মহন্ত ও রোহান। সংগীত পরিবেশন করে, জননী কিশোরী ক্লাবের সদস্যবৃন্দ পুষ্প, চায়না, পূর্নিমা, শ্যামলী, বিকালী, সুমি ও শ্যাম প্রমুখ।