

বৃহস্পতিবার ● ১ মে ২০২৫
প্রথম পাতা » খুলনা বিভাগ » দেশকে কল্যাণমুখী রাষ্ট্র গড়তে দ্রুত জাতীয় নির্বাচন চায় বিএনপি : খায়রুজ্জামান
দেশকে কল্যাণমুখী রাষ্ট্র গড়তে দ্রুত জাতীয় নির্বাচন চায় বিএনপি : খায়রুজ্জামান
এস এম সাইফুল ইসলাম কবির, বাগেরহাট :: বাগেরহাটের মোরেলগঞ্জ উপজেলার ১৫ নং সদর ইউনিয়নের বিশারিঘাটা বাজার এলাকায় বুধবার ৩০ এপ্রিল বিকেলে এক পথসভা অনুষ্ঠিত হয়। সভার প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাগেরহাট-৪ (মোরেলগঞ্জ-শরণখোলা) আসনের ধানের শীষের মনোনয়ন প্রত্যাশী কাজী খায়রুজ্জামান শিপন।
তিনি বলেন, ‘দেশকে কল্যাণমুখী রাষ্ট্র গড়তে দ্রুত জাতীয় নির্বাচনের ব্যবস্থা করা।জাতির মধ্যে যে অস্থিরতা রয়েছে তা কাটাতে হলে এবং দেশকে স্থিতিশীল জায়গায় নিয়ে যেতে হলে দ্রুত জাতীয় নির্বাচন প্রয়োজন। যতো দিন যাচ্ছে গণতন্ত্র উত্তরণের পথ বাধাগ্রস্ত করার কূটকৌশল লক্ষ্য করা যাচ্ছে। তাই অন্তর্র্বতী সরকারের উচিত সুনির্দিষ্ট রোডম্যাপ প্রকাশ করে দ্রুতই নির্বাচনের ব্যবস্থা করা।যত দ্রুত জাতীয় নির্বাচন হবে, ততই রাজনীতি সহজ হবে, বাংলাদেশের মানুষ স্থিতিশীল অবস্থার মধ্যে আসবে। নির্বাচনটা হওয়া দ্রুত দরকার দুটি কারণে প্রধানত। একটি হচ্ছে, বাংলাদেশে স্থিতিশীলতা নিয়ে আসা, অন্যটি সুশাসন চালু করা।
মোরেলগঞ্জ সদর ইউনিয়ন বিএনপির উদ্যোগে আয়োজিত এই সভায় প্রধান আলোচ্য বিষয় ছিল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত ‘রাষ্ট্রকাঠামো মেরামতের ৩১ দফা’ কর্মসূচি।সংক্ষিপ্ত পথসভা সঞ্চালনা করেন ১৫ নং সদর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল মামুন এবং সভাপতিত্ব করেন আব্দুর রহিম তালুকদার।
সভায় বক্তারা দেশের চলমান রাজনৈতিক সংকট উত্তরণে দ্রুত একটি অবাধ, সুষ্ঠু ও অংশগ্রহণমূলক জাতীয় সংসদ নির্বাচন আয়োজনের দাবি জানান। একই সঙ্গে জনগণের মাঝে ৩১ দফার লিফলেট বিতরণ করে এর তাৎপর্য তুলে ধরা হয়।
সভায় আরও উপস্থিত ছিলেন মোরেলগঞ্জ উপজেলা বিএনপির আহ্বায়ক শহিদুল হক বাবুল, পৌর বিএনপির নবনির্বাচিত সভাপতি শিকদার ফরিদুল ইসলাম, উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আফজাল জোমাদ্দার ও ফকির রাসেল আল ইসলাম, নিশানবাড়ীয়া ইউনিয়ন বিএনপির নেতা মতিউর রহমান বাচ্চু, সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল মারুফ, অধ্যক্ষ সাবিনা ইয়াসমিন টুলু, বারইখালী ইউনিয়ন বিএনপির সভাপতি গোলাম রসুল বাবুলসহ অন্যান্য নেতৃবৃন্দ।বক্তারা আসন্ন মোরেলগঞ্জ উপজেলা বিএনপির দ্বিবার্ষিক কাউন্সিলে সভাপতি পদপ্রার্থী শহিদুল হক বাবুলকে সমর্থন দিয়ে বলেন, “দলকে সুসংগঠিত ও আন্দোলনমুখী করতে বাবুল একজন উপযুক্ত নেতৃত্ব।সভায় বক্তারা দেশের চলমান রাজনৈতিক সংকট উত্তরণে দ্রুত একটি অবাধ, সুষ্ঠু ও অংশগ্রহণমূলক জাতীয় সংসদ নির্বাচন আয়োজনের দাবি জানান। একই সঙ্গে জনগণের মাঝে ৩১ দফার লিফলেট বিতরণ করে এর তাৎপর্য তুলে ধরা হয়।”পথসভা শেষে এক বর্ণাঢ্য মিছিল বের হয়ে বিভিন্ন স্লোগানের মাধ্যমে ৩১ দফা প্রচার ও নির্বাচনের দাবিতে জনসচেতনতা তৈরির আহ্বান জানানো হয়।