বৃহস্পতিবার ● ২৫ এপ্রিল ২০১৯
প্রথম পাতা » চট্টগ্রাম বিভাগ » মাতামুহুরী নদীতে কৃত্রিম বাঁধ : লাখ লাখ মানুষ পানি সংকটে
মাতামুহুরী নদীতে কৃত্রিম বাঁধ : লাখ লাখ মানুষ পানি সংকটে
হাসান মাহমুদ, আলীকদম (বান্দরবান) প্রতিনিধি :: বান্দরবানের আলীকদমে মাতামুহুরী নদীতে কৃত্রিম দিয়ে পানি সংকট তৈরী করেছে চকরিয়া বাঁশ ব্যবসায়ী সমিতির লোকজন। মঙ্গলবার বিকেলে আলীকদম উপজেলার বাবুপাড়া ফরেষ্ট অফিস সংলগ্ন মাতামুহুরী নদীতে বাঁধ দিয়ে কৃত্রিম এ সংকট তৈরী করা হয়েছে। ফলে আলীকদম হইতে চকরিয়ার কিছু অংশ নদীতে পানি শুকিয়ে গেছে। এতে মাতামুহুরী নদীর উপর নির্ভরশীল এমন লাখ লাখ লোক কৃত্রিম পানি সংকটে ভূগছে। তবে বিশ^স্থ সূত্র থেকে জানা যায় এই উপজেলার কুরুক পাতা ও পোয়ামুহুরী এলাকায় আরো দুটি বাঁধ দেওয়া হয়েছে। এলাকাটি দুর্গমতার কারণে ওই এলাকায় দেওয়া বাঁধের ছবি সংগ্রহ করা যায়নি।
সরেজমিনে দেখা যায়, মায়ানমার সংলগ্ন বাংলাদেশের সীমান্তবর্তী এলাকায় উৎপত্তি হওয়া মাতামুহুরী নদী দক্ষিন-পূর্ব থেকে উত্তর পশ্চিমে প্রবাহিত মাতামুহুরী নদী। বর্ষা মৌসুমকে বাদ দিলে এই নদীটি প্রায়ই মৃত। পাহাড়ি বিভিন্ন ঝিরি খাল থেকে যৎসামান্য পানি আসে তা দিয়ে কোন রকম চলে যায় মাতামুহুরী বিদৌত দুধারের সাধারণ মানুষের জীবন যাপন। সম্প্রতি জুম চাষ, বন নিধন ও কৃত্রিম সৃষ্ঠ বিভিন্ন কারণে পাহাড় থেকে ধুয়ে আসা পাহাড়ি পলি জমে দারুণ নাব্যতা সংকটে পড়েছে এ নদী। শুকনো মৌসুমে কোথাও হাঁটু পানি আবার কোথাও আরো কম। অপরদিকে গ্রীষ্ম মৌসুমে এলাকার নলকুপ এবং রিংওয়েলগুলোতে দেখা দেয় তীব্র পানি সংকট। এসময় এলাকার লোকজন একমাত্র পানির উৎস্য মাতামুহুরী নদীকেই ব্যবহার করে থাকে।
এবিষয়ে জানতে চাইলে চকরিয়া বাঁশ ব্যবসায়ী সমিতির সভাপতি মজিবুর রহমান বলেন, আমরা বাঁশ মহাল নিলাম গ্রহণ করলেও চালানদাররা মাতামুহুরী নদীতে ভাসিয়ে এসব বাঁশ দেশের বিভিন্ন স্থানে চালান করে। নদীতে পানি কম থাকায় দীর্ঘ পথ বাঁশ নিয়ে যাওয়া সম্ভব নয়। যার কারণে চালানদাররা নদীর বিভিন্ন পয়েন্টে বাঁধ দিয়ে এসব বাঁশ সরবরাহ করে।
এবিষয়ে আলীকদম থানার অফিসার্স ইনচার্জ রফিক উল্লাহ সিএইচটি মিডিয়া প্রতিনিধিকে বলেন, নদীতে এভাবে বাঁধ দেওয়া সম্পুর্ণ বেআইনি। আমরা পুলিশ ফোর্স পাঠিয়ে দ্রুত এর ব্যবস্থা নিচ্ছি।
আলীকদমে গাড়ি চাপা পড়ে নির্মান শ্রমিক নিহত, গাড়ি জব্দ
আলীকদম (বান্দরবান) প্রতিনিধি :: বান্দরবানের আলীকদমে গাড়ি চাপা পড়ে মোঃ শাহেদ (২৮) নামে এক সড়ক নির্মান শ্রকি নিহত হয়েছে। বৃহস্পতিবার সকাল আনুমানিক ৭ টা ৩০ মিনিটে উপজেলার কলার ঝিরি জবিরাম পাড়া এলাকায় সড়ক নির্মানের কাজ চলাকালীন সময়ে এঘটনা ঘটে। এসময় নির্মান শ্রমিক শাহেদ ঘটনাস্থলে মারা যান। পরে তাকে আলীকদম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসা হয়। এসয় পুলিশ টয়োটা ল্যান্ড ক্রোসার মেহেরপুর খ ০০-০১ গাড়িটি জব্দ করে থানায় নিয়ে আসে। মৃত দেহ ময়না তদন্তের জন্য বান্দরবান সদর হাসপাতালে প্রেরণ করা হয়। মৃত মোঃ শাহেদ লামা উপজেলার ফাইতং ইউনিয়নের বুড়ির চিকন ঘোনা এলাকার লেদু মিয়ার ছেলে।
রাস্তার ঠিকাদার কফিল উদ্দিন জানান, ঘটনার স্থানটি খুব ঢালু। আমার শ্রমিকরা গাড়ি চালককে ওই পথে যাওয়ার জন্য নিষেধ করার পর গাড়ি চালক শ্রমিকদের কথা না শুনে গাড়ি চালিয়ে দেয়। পরে শ্রমিক শাহেদ রাস্তা থেকে লাফিয়ে বাইরে পড়ে যায়। আর তখনই গাড়িটি গিয়ে শাহেদের গায়ের উপর চাপা পড়ে।
ঘটনার বিষয়ে নিশ্চিত করে আলীকদম থানার ওসি (তদন্ত) কানন চৌধুরী বলেন, শ্রমিকরা পাহাড়ি ঢালু রাস্তার কাজ করা অবস্থায় গাড়িটি ওই পথে যাচ্ছিল। এসময় গাড়িটির নিয়ন্ত্রন হারিয়ে এ দুর্ঘটনা ঘটে। মামলা প্রকৃয়াধিন আছে।





মিরসরাইয়ে এসএসসি ৯৭ ব্যাচের ৩য় পুনর্মিলনী পালিত
রাঙামাটিতে ট্যুরিস্ট বাস ডিজিটাল নিবন্ধন পদ্ধতি চালু
কাউখালীতে শহীদ হালিম- লিয়াকত স্মৃতি বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত
রাঙামাটিতে অতি নিন্মমানের ইন্টারনেট গ্রাহক সেবা
এসএসসি’৯৭ মিরসরাই উপজেলা তৃতীয় পুনর্মিলনী বৃহস্পতিবার
রাউজানে আবারও হিন্দু সম্প্রদায়ের ঘরে আগুন