বৃহস্পতিবার ● ২৫ এপ্রিল ২০১৯
প্রথম পাতা » গাইবান্ধা » গাইবান্ধায় সাংস্কৃতিক জোটের মানববন্ধন
গাইবান্ধায় সাংস্কৃতিক জোটের মানববন্ধন
গাইবান্ধা প্রতিনিধি :: ফেনীর মাদ্রাসা ছাত্রী নুশরাত জাহান রাফি হত্যার বিচার ও সারাদেশে নারী-শিশু ধর্ষণ ও নির্যাতনের প্রতিবাদে গাইবান্ধা সদর উপজেলার দারিয়াপুর বন্দরে আজ বৃহস্পতিবার এক মানববন্ধন কর্মসূচি পালিত হয়। সাংস্কৃতিক জোট জেলা শাখা এই মানববন্ধন কর্মসূচির আয়োজন করে। মানববন্ধনে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্রছাত্রী, সাংস্কৃতিক সংগঠন ও সিপিবির নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
সংগঠনের সভাপতি প্রভাষক আব্দুর রাজ্জাক রেজার সভাপতিত্বে বক্তব্য রাখেন সিপিবির জেলা সম্পাদক মোস্তাফিজুর রহমান মুকুল, শিক্ষক তৌহিদুল ইসলাম খসরু, মাজেদুল হাসান প্লাবন, উদীচীর প্রভাষক তপন কুমার বর্মণ, আব্দুর রউফ মিয়া, সুমন কুমার বর্মণ, নয়ন কুমার সরকার প্রমুখ। বক্তারা অবিলম্বে নুশরাত জাহান রাফি হত্যাকারিদের দৃষ্টান্তমূলক বিচারসহ সকল যৌন নিপীড়ন ও হত্যার বিচারের দাবী জানান।
গাইবান্ধায় জেলা ইজতেমা শুরু
গাইবান্ধা :: গাইবান্ধা পলাশবাড়ী উপজেলার বেতকাপা ইউনিয়নের মাঠের হাট বাজারের এবিএম ইটভাটা চত্বরে ২৫ এপ্রিল বৃহস্পতিবার থেকে তিনদিনব্যাপী গাইবান্ধা জেলা ইজতেমা শুরু হয়েছে। তাবলীগ জামাতের (সাদ পন্থী গ্র“পের) উদ্যোগে এই জেলা ইজতেমার আয়োজন করা হয়।
তাবলীগ জামাত সুত্রে জানা গেছে, বৃহস্পতিবার আছরের নামাজ আদায়ের পর আম বয়ানের মধ্য দিয়ে ইজতেমার আনুষ্ঠানিকতা শুরু করেছেন ঢাকা থেকে তাবলীগ জামাতের মুরুব্বিরা। ইজতেমা ময়দানে প্রায় ১৪ হাজার মুসুল্লির থাকার ব্যবস্থা করা হয়েছে। আগামী ২৭ এপ্রিল শনিবার আখেরি মোনাজাতের মধ্য দিয়ে এই জেলা ইজতেমা শেষ হবে। এ উপলক্ষে ইজতেমা এলাকাসহ আশেপাশে এলাকায় জেলা ও উপজেলা প্রশাসন ও পলাশবাড়ী থানা পুলিশ ব্যাপক আইন শৃংখলা বাহিনী নিরাপত্তায় রয়েছে। ইজতেমায় গাইবান্ধার সাত উপজেলা ছাড়াও অন্যান্য জেলা থেকে তাবলীগ জামাতের মুসল্লিরা দুইদিন আগে থেকেই আসতে শুরু করেছে।
পলাশবাড়ী থানার ওসি সুত্রে জানা গেছে, ইজতেমা উপলক্ষে সর্বোচ্চ নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। ইজতেমা ময়দানে মোতায়েন করা হয়েছে ৩শ’ পুলিশ সদস্য, ৫ শতাধিক স্বেচ্ছাসেবক এবং সাদা পোষাকে বিভিন্ন আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা। ইজতেমায় পুলিশের একটি কন্টোল রুম রয়েছে ২৪ ঘন্টা পুলিশী সহায়তা পাবেন ইজতেমার মুসল্লিরা।





পরিস্থিতি সামাল দিতে জাতীয় সমঝোতা প্রতিষ্ঠার উদ্যোগ নিন
সংবিধান বাতিল বা পরিবর্তন করা অন্তর্বর্তী সরকারের কাজ নয়
দেশের জনগণ এই সরকারের কাছ থেকে মুখ ফিরিয়ে নিয়েছে : সাইফুল হক
ষষ্ঠ ধাপের ইউপি নির্বাচন গাইবান্ধার সাদুল্লাপুরে চলেছে ভোট গ্রহণ
হোটেল ব্যবসায়ী পিতার হত্যাকারী পুত্র
গাইবান্ধায় ১৫ পরিবারকে স্বাবলম্বী গড়ে তোলার উদ্যোগ
৮০ বছরের পুরোনো ক্লাবের লীজ বাতিল, হতাশায় গাইবান্ধার ক্রীড়াঙ্গন
গাইবান্ধায় প্রার্থীর সমর্থককে হত্যার অভিযোগ
আদিবাসী পল্লী থেকে স্বামী-স্ত্রীর মরদেহ উদ্ধার
গাইবান্ধায় ইপিজেড ও বালাসী-বাহাদুরাবাদ টার্নেল নির্মানের দাবিতে বিক্ষোভ সমাবেশ