বুধবার ● ১ মে ২০১৯
প্রথম পাতা » ঢাকা » শরীয়ত বিরোধী মন্তব্য করায় জাফর ইকবালকে নোটিশ
শরীয়ত বিরোধী মন্তব্য করায় জাফর ইকবালকে নোটিশ
প্রেস বিজ্ঞপ্তি :: গত ২৬ এপ্রিল বিডি নিউজ ব্লগের মতামত বিভাগে প্রকাশিত জাফর ইকবালের লিখিত “প্রিয় নুসরাত” প্রবন্ধে সম্মানিত শরীয়ত বিরোধী মন্তব্য করায় আজ মঙ্গলবার রেজিষ্ট্রী ডাকে একটি লিগ্যাল নোটিশ পাঠানো হয়েছে। নোটিশটি পাঠান দৈনিক আল ইহসান ও মাসিক আল বাইয়্যিনাত পত্রিকার সম্পাদক আল্লামা মাহবুব আলমের পক্ষে সুপ্রীম কোর্টের আইনজীবি ব্যারিষ্টার এডভোকেট এবিএম গোলাম মোস্তফা তাজ।
নোটিশে বলা হয়, অধ্যাপক জাফর ইকবালের লিখিত ‘প্রিয় নুসরাত’ প্রবন্ধের এক পর্যায়ে সে তার নিজ জীবনের কটি ঘটনা উল্লেখ করে এবং নিজস্ব মন্তব্য প্রকাশ করে, যাহা সম্পূর্নভাবে শরীয়ত বিরোধী এবং নোটিশদাতাসহ অপরাপর দ্বীনদার মুসলমানগণের দ্বীনি অনুভূতিতে আঘাত হেনেছে।
আগামী তিন দিনের মধ্যে জাফর ইকবালকে তার শরীয়ত বিরোধী বক্ত্যেব প্রত্যাহার করে উক্ত ব্লগেই পুনরায় সঠিকভাবে তার লেখা প্রকাশ করার এবং ভবিষ্যতেও এ ধরণের মন্তব্য করা থেকে বিরত থাকার আহ্বান জানানো হয়েছে। অন্যথায় তার বিরুদ্ধে দেশের প্রচলিত আইন অনুযায়ী শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হবে বলে নোটিশে জানানো হয়।
জাফর ইকবালের করা মন্তব্যটি হলো, “বেশ কয়েক বছর আগে একবার একটি ঈদে ও জামাতে লক্ষ্য করেছি। নামাজ শেষে দোয়া করার সময় ইমাম সাহেব খোদার কাছে প্রার্থনা করলেন- খোদা যেন উপস্থিত সবার সব গুনাহ মাফ করে দেন। একজন মানুষ অনেক বড় একটি অপরাধ করার পর তার যদি সব গুনাহ মাফ হয়ে যায়, তার নিশ্চয়ই বিবেকের যন্ত্রাণা থাকে না। শুধু তাই নয় পরকালে নরক যন্ত্রণা নিয়েও তার কোনো ভয় থাকে না। তবে আমি শুধু গুনাহ্ মাফ করে দেওয়ার প্রার্থনার কথা লিখতে বসিনি। এরপর তিনি খোদার কাছে যে প্রার্থনা করলেন সেই কথাটি শুনে আমি রীতিমত চমকে উঠলাম। তিনি খোদা কাছে প্রার্থনা করলেন, খোদা যেন সেখানে উপস্থিত সবার গুনাহ্কে সওয়াবে পরির্বতন করে দেন। আমি নিশ্চিত সেখানে উপস্থিত যারা ছিল তাদের ভেতর যে যত বড় অপরাধী তার মুখে তত বড় আনন্দের হাসি ফুটে উঠেছিল? শুধু যে তাদের অপরাধের কোনো দায়-দায়িত্ব নেই তা নয়, যে যত বড় অপরাধ করেছে সে পরকালে তত বড় সৌভাগ্যের অধিকারী হবে। কী আনন্দ! আমি নিশ্চিত এগুলো ধর্মের সঠিক ব্যাখ্যা নয়, যারা সত্যিকারের ধর্ম পালন করেন, ধর্মকে মানুষের কল্যাণে ব্যবহার করেন তারা এই বিষয়গুলো ঠিকভাবে ব্যাখ্যা করতে পারবেন।”





আগামীকাল ৪ নভেম্বর নির্বাচন কমিশনের সাথে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির ৫ সদস্যের প্রতিনিধিদলের সাক্ষাৎকার
বাজুস এর নতুন সভাপতি নির্বাচিত হলেন এনামুল খান দোলন
বাজুস এর নতুন সহ-সভাপতি হলেন ইকবাল হোসেন চৌধুরী
তীরে এসে তরি ডোবাবেন না : সাইফুল হক
দ্রুত নির্বাচনের গণতান্ত্রিক পরিবেশ তৈরি করুন
ভিটামিনসমৃদ্ধ নিরাপদ ভোজ্যতেলের প্রাপ্যতা নিশ্চিতের তাগিদ
ফেব্রুয়ারীর জাতীয় নির্বাচনকে কোনভাবে ঝুঁকিতে নিক্ষেপ করা যাবেনা
চিকিৎসাহীনতার কারণেই মৃত্যু হয়েছে জুলাই যোদ্ধা গাজী সালাউদ্দিনের : আবু হাসান টিপু
উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণে সাফল্য আশাব্যঞ্জক, তবে যথেষ্ট নয়
দেশের গণতান্ত্রিক উত্তরণের এই মহেন্দ্রক্ষণে কারই হটকারিতার সুযোগ নেই