সোমবার ● ৬ মে ২০১৯
প্রথম পাতা » চট্টগ্রাম বিভাগ » ইউপি চেয়ারম্যান উ থোয়াইচিং মারমার অপসারণের দাবিতে বান্দরবানে মানববন্ধন
ইউপি চেয়ারম্যান উ থোয়াইচিং মারমার অপসারণের দাবিতে বান্দরবানে মানববন্ধন
বান্দরবান প্রতিনিধি :: উন্নয়ন প্রকল্পের নামে খাদ্যশস্য আত্মসাত কারি রোয়াংছড়ি উপজেলার ২নং তারাছা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান উ থোয়াইচিং মারমার অপসারনের দাবীতে মানববন্ধন করেছে তারাছা ইউনিয়নের সাধারন জনগণ।
আজ রবিবার ৫ মে দুপুরে বান্দরবান প্রেস ক্লাবের সামনে মানববন্ধন অনুষ্ঠিত হয়।
জানা যায়, ২০১৭-১৮ অর্থবছরে ভিজিডি কর্মসূচীর উপকারভোগী দু:স্থ মহিলাদের সঞ্চয়ী টাকা ও উন্নয়ন প্রকল্পের নামে বরাদ্দকৃত খাদ্য শস্য আত্মসাতের অভিযোগে এ মানববন্ধন করেন। ২নং তারাছা ইউনিয়নের ২শতাধিক নারী ও পুরুষ মানববন্ধনে অংশ নেন।
মানববন্ধনে অংশ গ্রহণকারী বক্তারা বলেন, রোয়াংছড়ি উপজেলার ২নং ইউনিয়নের চেয়ারম্যান সোলার বিতরনের সময় মেম্বারের মাধ্যমে প্রত্যেক উপকারভোগীদের কাছ থেকে ১হাজার থেকে ২হাজার ও ২বছর মেয়াদী ভিজিডির জন্য ১৫ শ থেকে ৩ হাজার টাকা আত্মসাৎসহ নামে-বেনামে বিভিন্ন ভুয়া প্রকল্প দেখিয়ে অর্থ হাতিয়ে নিয়েছে। মানববন্ধন শেষে বান্দরবানের জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবরে স্বারকলিপি প্রদান করেন।





রাউজানে আবারও হিন্দু সম্প্রদায়ের ঘরে আগুন
বেতবুনিয়ায় ইউএনডিপি এলভিএমএফের ২ দিনের ইয়ুথ ক্যাম্প সম্পন্ন
মিরসরাই আসনে বিএনপি ও জামায়াতের প্রার্থীর মনোনয়ন সংগ্রহ
রাঙামাটিতে দৈনিক ইত্তেফাক-এর ৭৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন
রাঙামাটিতে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সংসদ সদস্য পদপ্রার্থী জুঁই চাকমা রিটার্নিং অফিসারের নিকট মনোনয়ন জমা
দলীয় মনোনয়ন হাতে পেলেন রাঙামাটি-২৯৯ আসনের সংসদ সদস্য পদপ্রার্থী জুঁই চাকমা