বৃহস্পতিবার ● ৯ মে ২০১৯
প্রথম পাতা » চট্টগ্রাম বিভাগ » আলীকদমে সেবানাহিনীর অভিযানে অস্ত্র ও গোলা বারুদ উদ্ধার
আলীকদমে সেবানাহিনীর অভিযানে অস্ত্র ও গোলা বারুদ উদ্ধার
আলীকদম (বান্দরবান) প্রতিনিধি :: বান্দরবানের আলীকদম উপজেলায় আলীকদম সেনা জোন গোপন সংবাদের ভিত্তিতে অভিযানে অস্ত্র ও গোলা বারুদ্ধ উদ্ধার করেছে। গতকাল বুধবার (৮ মে) দিবাগত রাত আনুমানিক ১২ টা ৩০ মিনিটে আলীকদম সেনা জোনের জোন কামন্ডার লেঃ কর্ণেল সাইফ শামীম, পিএসসি আলীকদম জোন নিয়ন্ত্রনাধীন কানামাঝি আর্মি ক্যাম্প হতে প্রায় ৩০ কিলোমিটার দক্ষিন-পশ্চিমে বাঘের ঝিরি এলাকায় এ অভিযান পরিচালনা করেন।
এসময় একটি পহাড়ি জুম ঘর থেকে পরিত্যাক্ত বস্তার মধ্যে কম্বল পেঁচানো অবস্থায় একটি ৯ এম এম পিস্তল, ২ রাউন্ড গুলি ও দুটি উদ্ধার করা হয়। পরবর্তী জুম ঘরের মাটি খুড়ে তিনটি গ্রেনেড উদ্ধার করা হয়। পাহাড়ে সেনাবাহিনীর উপস্থিতি টের পেয়ে সন্ত্রাসীরা পাহাড়ি ঢাল বেয়ে পালিয়ে যাওয়ায় কাউকে আটক করতে পারেনি সেনাবাহিনী।
এ সংক্রান্ত আলীকদম সেনাজোনের এক প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, উপজাতীয় রাজনৈতিক দলসমূহের সশস্ত্র দৃষ্কৃতকারী কর্মকান্ড, চাঁদাবাজি এবং অন্যান্য আইন শৃঙ্খলা ও শান্তি বিনষ্টকারী কর্মকান্ডকে সামরিক ও বেসামরিক প্রশাসনের সমন্বিত পদক্ষেপ গ্রহণের ফলে বর্তমানে অত্র জোনের আওতাধিন এলাকায় শান্তি শৃঙ্খলা পরিস্থিতি উন্নতি হয়েছে। তবে কিছু কিছু আঞ্চলিক রাজনৈতিক দল এলাকায় অস্থিতিশীল পরিবেশ তৈরী করতে এবং তাদের আধিপত্য বিস্তার এর মাধ্যমে তাদের সশস্ত্র শক্তি বৃদ্ধি অব্যহত রেখেছে বলে আমাদের কাছে সংবাদ আছে। আমাদের অভিযান অব্যহত থাকবে।





মিরসরাই আসনে বিএনপির মনোনয়ন পেয়েছেন নুরুল আমিন
চিৎমরম বৌদ্ধবিহারে কঠিন চীবর দানোৎসব সম্পন্ন
বেণুবন উওমানন্দ ধর্মবন বৌদ্ধ বিহারে কঠিন চীবর দানোৎসব ও সংবর্ধনা
বনরূপা ব্যবসায়ী সমিতির নতুন কমিটির দায়িত্ব গ্রহণ
কাপ্তাইয়ে বিভিন্ন কার্যক্রম পরিদর্শনে বিভাগীয় কমিশনার জিয়াউদ্দিন
পার্বত্য চট্টগ্রাম বড়ুয়া সংগঠনের ১৫ সদস্য বিশিষ্ট রাঙামাটি পৌরসভার ০৮ নং ওয়ার্ড কমিটি পূর্ণগঠন