বুধবার ● ৩ জুলাই ২০১৯
প্রথম পাতা » প্রধান সংবাদ » রাজশাহীতে ক্ষুদ্র উদ্যোক্তাদের মধ্যে সহায়তা প্রদান
রাজশাহীতে ক্ষুদ্র উদ্যোক্তাদের মধ্যে সহায়তা প্রদান
রাজশাহী প্রতিনিধি :: জীবনমান উন্নয়নের লক্ষ্যে ক্ষুদ্র উদ্যোক্তাদের সহায়তা ও গাছের চারা বিতরণ করেছেন রাজশাহী সিটি কর্পোরেশনের মাননীয় মেয়র এ.এইচ.এম খায়রুজ্জামান লিটন। আজ বুধবার দুপুরে ভবনের সরিৎ দত্তগুপ্ত নগর সভাকক্ষে রাজশাহী সিটি কর্পোরেশন ও ব্র্যাক আরবান ডেভেলপমেন্ট প্রোগ্রাম যৌথভাবে আয়োজিত অনুষ্ঠানে এসব বিতরণ করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মেয়র বলেন, মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা দেশের প্রান্তিক জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে ২০২৩ সালের জন্য প্রকল্প অনুমোদন দিয়েছেন। এরই অংশ হিসেবে বিভিন্ন কার্যক্রম সহায়তা করছে ব্র্যাক। ইতোমধ্যে আবর্জনা অপসারণ কার্যক্রমের সহায়তার জন্য রাজশাহী সিটি কর্পোরেশনকে ১১৫টি ভ্যান গাড়ী প্রদান করেছে ব্র্যাক। দারিদ্রের দুষ্টচক্র থেকে বের করতে আমাদের নিজেদের প্রচেষ্টা আরও বাড়াতে হবে।
মেয়র আরো বলেন, আর্থিকভাবে পিছিয়ে পড়া এ এলাকার উন্নয়নে আমাদের আরও অনেক কাজ করতে হবে। নতুন শিল্প কারখানা স্থাপন করে বেকার সমস্যার সমাধান করতে হবে। সন্তানদের সুশিক্ষায় শিক্ষিত করে তাদের সেভাবে গড়ে তুলতে হবে। যেন তারা নিজেরা নিজেদের ভাগ্যের পরিবর্তন ঘটাতে পারে। টিউবওয়েল স্থাপন, পাবলিক টয়লেট নির্মাণ, স্বল্প মূল্যে বাড়ি নির্মাণসহ কর্মসংস্থানমূলক ব্র্যাকের এ কার্যক্রমকে স্বাগত জানান মেয়র।
সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা শওগাতুল আলমের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্যানেল মেয়র-১ ও সম্মানিত ১২নং ওয়ার্ড কাউন্সিলর মোঃ সরিফুল ইসলাম বাবু।
অনুষ্ঠানে ১৩টি ওয়ার্ডের ১৫১জনকে বিভিন্ন ট্রেডে সেলাইমেশিন, কম্পিউটার সামগ্রী, অটো সেলাই মেশিন, ইলেকট্রনিক্স সামগ্রী, কাপড়, ফ্রুটস, মুদি দোকানের সামগ্রী, গরু, ছাগল প্রদান করা হয়। এছাড়াও ১৩টি ওয়ার্ডে ২শ জনকে বিভিন্ন প্রজাতির ১ হাজার ১শ ১১টি গাছের চারা প্রদান করা হয়। এ প্রকল্পের আওতায় ক্ষুদ্র উদ্যোক্তাদের প্রশিক্ষণ প্রদান করা হবে। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন ব্র্যাক আরবান ডেভেলপমেন্ট প্রোগ্রামের আঞ্চলিক ব্যবস্থাপক ফারজানা পারভীন।
এ সময় উপস্থিত ছিলেন রাসিকের প্যানেল মেয়র-৩ ও সংরক্ষিত ১নং ওয়ার্ড কাউন্সিলর তাহেরা বেগম মিলি, ৭নং ওয়ার্ড কাউন্সিলর মতিউর রহমান, ৪নং ওয়ার্ড কাউন্সিলর রুহুল আমিন, ৫নং ওয়ার্ড কাউন্সিলর কামরুজ্জামান, ১০নং ওয়ার্ড কাউন্সিলর আব্বাস আলী সরদার, ১৬নং ওয়ার্ড কাউন্সিলর বেলাল আহম্মেদ, ১৯নং ওয়ার্ড কাউন্সিলর তৌহিদুল হক, ২৮নং ওয়ার্ড কাউন্সিলর আশরাফুল হাসান, ২নং সংরক্ষিত আসনের কাউন্সিলর আয়েশা খাতুন, ৭নং সংরক্ষিত আসনের কাউন্সিলর উম্মে সালমা, ৩নং সংরক্ষিত আসনের কাউন্সিলর মুসলিমা বেগম বেলী, ৯নং সংরক্ষিত আসনের কাউন্সিলর লাইলী বেগম, ১০নং সংরক্ষিত ওয়ার্ড কাউন্সিলর সুলতানা রাজিয়া, ৬নং সংরক্ষিত ওয়ার্ড কাউন্সিলর মাজেদা বেগম, প্রধান পরিচ্ছন্ন কর্মকর্তা শেখ মোঃ মামুন, অফিসার ইনফ্রাস্টাকচার ডেভেলপমেন্ট শরিফুল ইসলাম, ফিল্ড কো-অর্ডিনেটর কল্পনা খাতুন, মনিটরিং অফিসার দীপক চক্রবর্তী, ট্রেনার আয়েশা সিদ্দিকা প্রমুখ।
গোদাগাড়ীতে আদিবাসী যুবককে পিটিয়েছে প্রতিপক্ষরা
রাজশাহী :: গোদাগাড়ী : রাজশাহীর গোদাগাড়ীতে পূর্ব শত্রুতার জের ধরে প্রতিপক্ষের হামলায় আদিবাসী যুবক আহত হয়েছে। গুরুতর আহত অজিত মুরারী (৩৫) কে গোদাগাড়ী ৩১ শয্যা বিশিষ্ট হাসপাতালে ভর্তি করা হয়েছে। গতকাল মঙ্গলবার দুপুরে এ ব্যাপারে গোদাগাড়ী মডেল থানায় একটি অভিযোগ দায়ের করেন অজিতের স্ত্রী অর্চনা রানী।
স্থানীয় সুত্রে জানা যায়,গোদাগাড়ী ইউনিয়নের চক পাড়া গ্রামের মলিন মুরারীর ছেলে অজিত মুরারী বরেন্দ্র গভীর নলকুপের চালক হিসাবে কাজ করে।কিন্ত দীর্ঘদিন ধরে গোদাগাড়ী পৌর এলাকার কাচারী গ্রামের আব্দুর রহমানের ছেলে তাজেমুল হক নিজের পছন্দ মত লোক নিয়োগ না হওয়ার কারণে অজিতের সঙ্গে বিরোধের জেরে তাজমুল তার লোকজন নিয়ে সোমবার গভীর নলকুপের ঘওে অজিতকে একা পেয়ে বেধড়ক পিটিয়ে আহত করে।
মঙ্গলবার সকালে লোকজন গভীর নলকুপে পানি দিতে আসলে গভীর নলকুপ চালক অজিত অজ্ঞান দেখে স্থানীয় লোকজন অজিতকে উদ্ধার করেগোদাগাড়ী ৩১ শয্যা বিশিষ্ট হাসপাতালে ভর্তি করে। গোদাগাড়ী মডেল থানার অফিসার ইনচার্জ(ওসি) জাহাঙ্গীর আলম বলেন,লিখিত অভিযোগ পেয়েছি তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।





রাউজানে আবারও হিন্দু সম্প্রদায়ের ঘরে আগুন
রাঙামাটিতে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সংসদ সদস্য পদপ্রার্থী জুঁই চাকমা রিটার্নিং অফিসারের নিকট মনোনয়ন জমা
দলীয় মনোনয়ন হাতে পেলেন রাঙামাটি-২৯৯ আসনের সংসদ সদস্য পদপ্রার্থী জুঁই চাকমা
জেসিএক্স এর তিনদিন ব্যাপী আবাসন মেলা শুরু
পার্বত্য চট্টগ্রাম বড়ুয়া সংগঠনের মূখপাত্র নির্মল বড়ুয়া মিলনের জন্মদিনে বড়ুয়া নেতৃবৃন্দের শুভেচ্ছা
সাভারে স্মৃতিসৌধে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির শ্রদ্ধা জ্ঞাপন
রাঙামাটিতে শহীদ বীরশ্রেষ্ঠ মুন্সী আব্দুর রউফ এর সমাধিস্থলে বিজিবির শ্রদ্ধা
রাঙামাটিতে মহান বিজয় দিবসে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির শ্রদ্ধাঞ্জলী
আগামী নির্বাচনে টাকার খেলা বন্ধ করতে হবে