বৃহস্পতিবার ● ১৮ জুলাই ২০১৯
প্রথম পাতা » চট্টগ্রাম » প্রভাবশালীরা রাউজানে কৃষিজমি ভরাট করে নির্মাণ করছে বহুতল ভবন : পানিবন্দী শতাধিক পরিবার
প্রভাবশালীরা রাউজানে কৃষিজমি ভরাট করে নির্মাণ করছে বহুতল ভবন : পানিবন্দী শতাধিক পরিবার
রাউজান (দক্ষিণ) প্রতিনিধি :: চট্টগ্রামের রাউজান উপজেলার চিকদাইর ইউনিয়নের ৩ নাম্বার ওয়ার্ডের আকবর শাহ্”র বাড়ীর বেশ কয়েকজন প্রভাবশালী ব্যক্তি কৃষি জমি ভরাট করে নির্মাণ করেছে পাকা ভবন। কৃষি জমি ভরাট করে পাকা ভবন নির্মাণ করায় বর্ষা মৌসুমে বৃষ্টি পানি প্রবাহিত হয়ে প্রতিবন্ধকতা সৃষ্টি মাধ্যমে জলবদ্ধতা সৃষ্টি হয় । জলবদ্ধতা সৃষ্টির কারণে আকবর শাহ্”র বাড়ীর শতাধিক পরিবার গৃহবন্দী হয়ে পড়েছে। আকবর শাহ্ বাড়ীর মো. গোলাম মওলা বলেন, তাদের বাড়ীর পাশে একটি পানি চলাচলের পথ ছিল। বর্ষার মৌসুমে ভারী বৃষ্টিপাত হলে পানি চলাচলের পথ দিয়ে প্রবাহিত হয় বৃষ্টির পানি। এলাকার প্রভাবশালী ব্যক্তিরা পানি চলাচলের পথ বন্ধ করে কৃষি জমি ভরাট করে পাকা ভবন নির্মাণ করার ফলে এলাকায় জলবদ্ধতা সৃষ্টি হয়। বন্ধ হয়ে যায় পানি চলাচলপথ। গৃহবন্দী হয়ে পড়ে আকবর শাহ্” বাড়ীর শতাধিক পরিবার। আকবর শাহ্”র বাড়ীর প্রভাবশালী ব্যক্তিরা কৃষিজমি ভরাট করে পাকা ভবন নির্মাণ করে পানি চলাচলের পথ না রাখায় এলাকায় জলবদ্ধতা সৃষ্টি হয়েছে। বর্তমান সরকারের স্থানীয় সরকার প্রকৌশলী অধিদপ্তর থেকে দক্ষিণ আকবর শাহ্ সড়কের উপর দিয়ে পানি চলাচলের জন্য একটি কালভার্ট নির্মাণ করে দেন। এলাকার পানি চলাচলের জন্য সরকারি একটি খাসের জায়গা রয়েছে। সে জায়গাটি বর্তমান ভরাট করে প্রভাবশালীরা পাকা ভবন নির্মাণ করে। আকবর শাহ্ বাড়ীর গৃহবন্দী হয়ে থাকা শতাধিক পরিবারের মধ্যে আবুল কালাম, আবুল ছালাম, নুরুল ইসলাম, মো. জাফর, মো. বদিউল আলম, শাহ্ আলম, ইলিয়াছ, কামাল উদ্দিন, জামাল উদ্দিন, জয়নাল, মো. ফজলু , নুর বানু, জালাল আহম্মদ, নুর উদ্দিন, মো. ইলিয়াছ, নাছির উদ্দিন, মো. শাহজাহান, মো. নুরু, সোলাইমান, ফোরকান, ইকবাল ও বখতেয়ার। এসব পরিবার গৃহবন্দী হয়ে পরলে রান্নাঘর ঠিকভাবে রান্না করতে পারছেনা। এ জলবদ্ধতার জীবন থেকে মুক্তি পাওয়ার জন্য স্থানীয় জনপ্রতিনিধি ও প্রশাসনের কাছে দাবী জানান গৃহবন্দী হয়ে থাকা পরিবাররা। আকবর শাহ্” র বাড়ীর প্রভাবশালী ব্যক্তির সাথে ফোনে কথা বললে তাদের কোন সারা পাইনি।





মিরসরাইয়ে পিকআপ-অটোরিকশা সংঘর্ষে মা-ছেলে নিহত
মিরসরাইয়ে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে পিকআপের সাথে ধাক্কায় নিহত-১
হিতকরী’র অর্থ সহায়তা প্রদান, সীরাত প্রতিযোগিতার পুরস্কার বিতরণ
ইউপিডিএফ-এর ভয়ঙ্কর চক্রান্তের বিরুদ্ধে চট্টগ্রামে বিক্ষোভ সমাবেশ
রাঙ্গুনিয়ায় চাঞ্চল্যকর ক্লুলেস হত্যা মামলা ও দুর্গাপূজা নিয়ে পুলিশের মতবিনিময়
মিরসরাইয়ে দাঁড়িয়ে থাকা কাভার্ড ভ্যানে বাসের ধাক্কায় বাস চালকের সহকারী নিহত
মিরসরাইয়ে ইয়াবা সহ গ্রেফতার-২