শুক্রবার ● ১৯ জুলাই ২০১৯
প্রথম পাতা » চট্টগ্রাম বিভাগ » বান্দরবানের ফুটবল রেফারী হাবিবুর রশিদ আর নেই
বান্দরবানের ফুটবল রেফারী হাবিবুর রশিদ আর নেই
বান্দরবান প্রতিনিধি :: বান্দরবানের চেয়ারম্যান পাড়ার বাসিন্দা বান্দরবান ক্রীড়া সংস্থার সদস্য ও জেলার ফুটবল রেফারী হাবিবুর রশিদ প্রকাশ হাবু (৬০) আর নেই ইন্তেকাল করেছেন। গতকাল ১৮ জুলাই দিবাগত রাত ২ টা ৩০ মিনিটে বান্দরবান শহরের চেয়ারম্যান পাড়ার নিজ বাড়িতে তিনি ইন্তেকাল করেন। মরহুম হাবিবুর রশিদ বান্দরবানের বিশিষ্ট ব্যক্তি মরহুম মোহাম্মদ আব্দুর রশিদ মাষ্টারের চতুর্থ সন্তান। মৃত্যুর সময় তিনি তিন সন্তান ও স্ত্রী রেখে গেছেন।
এদিকে ফুটবল রেফারী হাবিবুর রশিদের মৃত্যুর খবর শুনে বান্দরবান জেলার ক্রীড়াঙ্গনে শোকের ছায়া নেমে এসেছে। জেলার ফুটবল প্রেমী ও তার আত্মীয়-স্বজন পাড়া প্রতিবেশীরা সকাল থেকেই মরহুমের নিজ বাড়িতে ভিড় জমিয়েছেন।
জানা যায়, হাবিবুর রশিদ জেলা ক্রীড়া সংস্থার নির্বাহী সদস্য ও জেলা ফুটবল এশোসিয়েশনের কোষাধ্যক্ষ এবং জেলা ফুটবল রেফারী সমিতির সদস্য ছিলেন।
মরহুম হাবিবুর রশিদ এর ছোটভাই হানিফুর রশিদ (মিন্টু) বলেন, আমার বড় ভাই দীর্ঘদিন ধরে ডায়াবেটিস জনিত নানা অসুস্থতায় ভুগছিলেন। ১৮ তারিখ দিবাগত রাত ২ টা ৩০ মিনিটে তিনি ইন্তেকাল করেন। আজ শুক্রবার বাদ আছর বান্দরবান কেন্দ্রীয় জামে মসজিদ প্রাঙ্গনে তাঁর নামাজে জানাজা অনুষ্ঠিত হবে।





কাপ্তাইয়ে ওয়াগ্গা জনকল্যাণ বৌদ্ধ বিহার কঠিন চীবর দান পালন
চলতি বছরে চট্টগ্রাম রিজিয়নে বিজিবির ১৯ কোটি টাকার চোরাচালান মালামাল উদ্ধার
বেতবুনিয়ায় পাহাড় কাটতে গিয়ে ১ শ্রমিকের মৃত্যু
খাগড়াছড়ি আলুটিলা পর্যটন কেন্দ্রে অস্ত্রের মুখে শিক্ষিকা ধর্ষণের অভিযোগ
কাপ্তাইয়ে কর্ণফুলী নালন্দা বৌদ্ধ বিহারে ৩৮ কঠিন চীবর দান উদযাপন
কাউখালীতে জাতীয় নিরাপদ সড়ক দিবস উদযাপন