বৃহস্পতিবার ● ২৫ জুলাই ২০১৯
প্রথম পাতা » চট্টগ্রাম বিভাগ » রাঙামাটিতে ব্লাস্টের উদ্যোগে বে-সরকারী সংস্থার সাথে সভা
রাঙামাটিতে ব্লাস্টের উদ্যোগে বে-সরকারী সংস্থার সাথে সভা
প্রেস বিজ্ঞপ্তি :: সম্পূর্ন বিনামূল্যে আইন সহায়তাকারী প্রতিষ্ঠান বাংলাদেশ লিগ্যাল এইড এন্ড সার্ভিসেস ট্রাস্ট (ব্লাস্ট), রাঙামাটি ইউনিট এর উদ্যেগে ইউনিট অফিস কক্ষে রাঙামাটি জেলার বে-সরকারী সংস্থার প্রতিনিধিদের সাথে আজ ২৫ জুলাই বৃহস্পতিবার নেটওয়ার্কিং সভার আয়োজন করা হয়। এতে ব্লাস্ট, রাঙামাটি ইউনিট এর ইউনিটের সমন্বয়কারী এডভোকেট জুয়েল দেওয়ান অনুষ্ঠানের শুরুতে ব্লাস্টে’র কার্যক্রমে সার্বিক সহযোগিতা প্রদান করায় উপস্থিত প্রতিনিধিদের আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করেন এবং ব্লাস্টের বিনামূল্যে আইন সহায়তা বিষয়ক কার্যক্রম এর উপর বিশদ আলোচনা করেন । তিনি বলেন বাংলাদেশ লিগ্যাল এইড এন্ড সার্ভিসেস ট্রাস্ট (ব্লাস্ট) জাতীয় পর্যায়ের অন্যতম প্রধান বে-সরকারী আইন সহায়তা প্রদানকারী সংস্থা। এ সংস্থা মূলতঃ দরিদ্র অসহায় মানুষদের বিনামূল্যে আইন সহায়তা দিয়ে থাকে। সেবা প্রদানের ক্ষেত্রে এই সংস্থা বৈষম্যের শিকার দরিদ্র নারী, পুরুষ, শিশু এবং বিশেষত আদিবাসী ও প্রান্তিক জনগোষ্ঠীকে প্রাধান্য দেয়।
মুক্ত আলোচনায় “ রাঙামাটি জেলায় তৃনমূল পর্যায়ে সাধারণ জনগণকে কিভাবে তাদেরকে বিনামূল্যে আইনগত সহায়ত পৌছে দেয়া যায়” সভায় উপস্থিত প্রতিনিধিদের নিকট হইতে মতামত জানতে চাইলে, উপস্থিত প্রতিনিধিদের মধ্যে টংগ্যার নির্বাহী পরিচালক বিপ্লব চাকমা, প্রোগ্রেসিভ এর নুকু চাকমা, সিইপিডি এর দয়াল কান্তি চাকমা, টিআইবির মো: নূরুল আলাল, সূর্যের হাসি নেটওয়ার্ক এর মো: ওমর ফারুক, গ্রীনহিলের সুগন্ধি চাকমা এবং ডব্লিউআরএন এর লিপিকা ত্রিপুরা তাদের গুরুত্বপূর্ণ মতামত ব্যক্ত করেন ও নিজেদের ব্যক্তিগত অভিজ্ঞতা তুলে ধরে ব্লাস্টের বিনামূল্যে আইনগত সহায়তা ও সচেতনতা কার্যক্রমে তাদের সংস্থার মাধ্যমে সহযোগিতার আশ্বাস দেন।
সভায় ব্লাস্টের সমন্বকারী এডভোকেট জুয়েল দেওয়ান উপস্থিত সকলকে ধন্যবাদ এবং পরবর্তী সভায় যোগদান করে ব্লাস্টে’র কার্য্যক্রমকে আরো গতিশীল করার আহবান জানিয়ে সভার সমাপ্তি ঘোষনা করেন।





রাঙামাটির অসহায় কিশোরের চিকিৎসায় সেনাবাহিনী
রাঙামাটিতে ট্রাক দুর্ঘটনায় প্রাণ গেল এক গৃহবধূর
রাঙামাটি জেলাবাসির সুখ-শান্তি কামনায় রাজবন বিহারে জুঁই চাকমা পূণ্যানুষ্ঠান
মিরসরাইয়ে এসএসসি ৯৭ ব্যাচের ৩য় পুনর্মিলনী পালিত
রাঙামাটিতে ট্যুরিস্ট বাস ডিজিটাল নিবন্ধন পদ্ধতি চালু
কাউখালীতে শহীদ হালিম- লিয়াকত স্মৃতি বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত