বৃহস্পতিবার ● ১ আগস্ট ২০১৯
প্রথম পাতা » চট্টগ্রাম বিভাগ » বৌদ্ধ মন্দিরের নামে দখলকৃত জায়গা খ্রীস্টানদের ফেরতের দাবীতে মানববন্ধন
বৌদ্ধ মন্দিরের নামে দখলকৃত জায়গা খ্রীস্টানদের ফেরতের দাবীতে মানববন্ধন
বান্দরবান প্রতিনিধি :: বান্দরবানে বৌদ্ধ মন্দিরের নামে দখলকৃত খ্রীস্টানদের মিশনের জমি ও বিভিন্ন পরিবারের ভিটামাটি ফেরতের দাবীতে মানববন্ধন করেছে বৌদ্ধ ও খ্রীস্টধর্ম সম্প্রদায়সহ ভুক্তভোগী জনগণ।
গতকাল ৩১ জুলাই বুধবার সকালে প্রেস ক্লাবের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে বৌদ্ধ ও খ্রিস্টান ধর্মালম্বী কয়েকশ নারী পুরুষ অংশ নেয়।
মানববন্ধনে বক্তারা অভিযোগ করে বলেন, ২০ বছর আগে রোয়াংছড়ি উপজেলার ক্যাথলিক মিশনের নামে সাত একর জায়গা কেনা হয়। পরে স্বর্ণমন্দির প্রতিষ্ঠাতা ও রাজগুরু বিহারাধাক্ষ্য উ পঞঞা জোত মহাথের উচহ্লা ভান্তে তা বৌদ্ধ মন্দিরের নামে দখল করে নেয়। বিভিন্ন জায়গায় অভিযোগ করার পরেও তিনি আর জমি আর ফেরত দিচ্ছে না। এছাড়াও সেখানে অনেক পরিবারের জায়গা রয়েছে সেগুলোও মন্দিরের নামে দখল করে নেয়া হয়েছে। এর ফলে অনেকে ভিটেমাটি ছাড়া হয়েছে। তাই তারা মানব বন্ধন করেছেন। যদি এর পরও কোন কাজ না হয় তবে তারা আরো কঠোর কর্মসূচী দেয়ার ঘোষনা দেন।
এসময় মানব বন্ধনে অংশ নিয়ে বক্তব্য রাখেন চট্টগ্রাম ক্যাথলিক চার্চের ফাদার জেরোম রোজারিও, পৌর কাউন্সিলর দীলিপ বড়ুয়া ও মৌজা হেডম্যান নুমংপ্রু মারমাসহ প্রমুখ।
উল্লেখ্য, বান্দরবানের কালাঘাটায় বৌদ্ধ ধর্মীয় গুরু উ পঞঞা জোত মহাথের উচহ্লা ভান্তে একটি রাম জাদি নির্মাণ করেন। মন্দিরের আশে পাশে খ্রীস্টান মিশনারিজসহ বৌদ্ধ সম্প্রদায়ের বিভিন্ন ব্যাক্তির জায়গা রয়েছে যা মন্দিরের নামে দখল করে রাখা হয়েছে বলে দাবী করেন খ্রীস্টান ও বৌদ্ধ সম্প্রদায়ের নেতারা। এর আগে জায়গা ফেরত চেয়ে তারা সংবাদ সম্মেলন ও করে।





মিরসরাই আসনে বিএনপির মনোনয়ন পেয়েছেন নুরুল আমিন
চিৎমরম বৌদ্ধবিহারে কঠিন চীবর দানোৎসব সম্পন্ন
বেণুবন উওমানন্দ ধর্মবন বৌদ্ধ বিহারে কঠিন চীবর দানোৎসব ও সংবর্ধনা
বনরূপা ব্যবসায়ী সমিতির নতুন কমিটির দায়িত্ব গ্রহণ
কাপ্তাইয়ে বিভিন্ন কার্যক্রম পরিদর্শনে বিভাগীয় কমিশনার জিয়াউদ্দিন
পার্বত্য চট্টগ্রাম বড়ুয়া সংগঠনের ১৫ সদস্য বিশিষ্ট রাঙামাটি পৌরসভার ০৮ নং ওয়ার্ড কমিটি পূর্ণগঠন