শনিবার ● ১০ আগস্ট ২০১৯
প্রথম পাতা » চট্টগ্রাম বিভাগ » সাংবাদিক -পুলিশ যৌথ উদ্যোগে বান্দরবানে পরিষ্কার পরিচ্ছন্ন অভিযান
সাংবাদিক -পুলিশ যৌথ উদ্যোগে বান্দরবানে পরিষ্কার পরিচ্ছন্ন অভিযান
বান্দরবান প্রতিনিধি :: বান্দরবানে ডেঙ্গু প্রতিরোধে সাংবাদিক-পুলিশ যৌথ উদ্যোগে পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করা হয়েছে। আজ শনিবার ১০ আগস্ট সকালে বান্দরবান জেলা পুলিশ ও বান্দরবান জেলা পর্যায়ে কর্মরত সাংবাদিকদের যৌথ উদ্যোগে ডেঙ্গু প্রতিরোধে এই পরিষ্কার পরিচ্ছন্ন অভিযান পরিচালনা করা হয়।
এ সময় পুলিশ সুপার জাকির হোসেন মজুমদারের নেতৃত্বে বান্দরবান জেলা পর্যায়ে কর্মরত সাংবাদিক ও পুলিশ সদস্যরা বান্দরবান প্রধান সড়কের দুই পাশের ড্রেন আবর্জনা পরিষ্কার অভিযানে অংশগ্রহণ করেন।
পরিচ্ছন্ন অভিযানে পুলিশ সুপার জাকির হোসেন মজুমদার বলেন, আমরা নিজ নিজ প্রতিষ্ঠানের নিজ উদ্যোগে আশেপাশের ময়লা আবর্জনা পরিষ্কার পরিছন্ন যদি রাখি এডিস মশা জন্ম নিতে পারবে না। আমাদের প্রত্যেকে অফিস-আদালতসহ বাসা বাড়িতে নিজেদের উদ্যোগে পরিষ্কার রাখতে হবে। আজ আমরা থানার সামনে রাস্তা, আমাদের বাংলো, জেলা পুলিশ লাইনের সামনে ড্রেন এবং রাস্তার চারপাশে একদম পরিষ্কার পরিচ্ছন্ন করে ফেলেছি। আগামীতেও এই অভিযান অব্যাহত থাকবে বলে জানান পুলিশ সুপার জাকির হোসেন মজুমদার।
পরিষ্কার পরিচ্ছন্ন অভিযানে উপস্থিত ছিলেন, বান্দরবানের পুলিশ সুপার জাকির হোসেন মজুমদার, অতিরিক্ত পুলিশ সুপার কামরুজ্জামান, বান্দরবান প্রেসক্লাবের সভাপতি মনিরুল ইসলাম মনু, সাবেক প্রেসক্লাবের সভাপতি আমিনুল ইসলাম বাচ্চু, বান্দরবান সদর থানার অফিসার ইনচার্জ মো. শহিদুল ইসলাম চৌধুরী, ডিএসবির ওসি বাচা মিয়া, ই-পেপার সিএইচটি মিডিয়া টুয়েন্টিফোর ডটকম এর বান্দরবান জেলা প্রতিনিধি মোহাম্মদ আব্দুর রহিম, ট্রাফিক ইনস্পেক্টর সালাউদ্দিন মামুন প্রমুখ উপস্থিত ছিলেন।





রাঙামাটিতে মহান বিজয় দিবসে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির শ্রদ্ধাঞ্জলী
ছাত্রদলের শাওন এর নেতৃত্বে রুফটপ রেস্টুরেন্টে ম্যানেজার গিরি দত্ত চাকমা’র ওপর হামলা
মাদ্রাসার এতিম ছাত্রদের মাঝে রাঙামাটি সদর জোন এর শীতবস্ত্র বিতরণ
স্কাউট জাম্বুরী’তে যোগ দিতে ফিলিপাইন গমন করলো মিরসরাইয়ের রাহিম
কাপ্তাইয়ে শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে আলোচনা সভা
কাউখালীতে শহীদ বুদ্ধিজীবি দিবস উদযাপন