বুধবার ● ১৪ আগস্ট ২০১৯
প্রথম পাতা » খুলনা বিভাগ » প্রকাশ্যে দিবালোকে বসতবাড়ি গুড়িয়ে দিল দুর্বৃত্তরা
প্রকাশ্যে দিবালোকে বসতবাড়ি গুড়িয়ে দিল দুর্বৃত্তরা
বাগেরহাট প্রতিনিধি :: বাগেরহাটের মোরেলগঞ্জে বিবাদমান জমি থেকে উচ্ছেদ করতে হামলা চালিয়ে এক আওয়ামী লীগ কর্মীর বসতবাড়ি গুড়িয়ে দিয়েছে দুর্বৃত্তরা। এক বেলার খাবার তো দূরের কথা, ঘরটিতে এখন রাত্রি যাপন করার মতও কোন পরিবেশ নেই।
গতকাল মঙ্গলবার ১৩ আগষ্ট সন্ধ্যায় উপজেলার দৈবজ্ঞহাটি ইউনিয়নের মধ্যপাড়া গ্রামে আ’লীগ কর্মী আফজাল মোল্লার বাড়িতে এ হামলার ঘটনা ঘটে।
বিবাদমান জমি থেকে উচ্ছেদের উদ্দেশে দৈবজ্ঞহাটি গ্রামের বকর ও আতিয়ার খান এর নেতৃত্বে এ হামলা চালানো হয়েছে দাবি করে বর্তমানে জেল হাজতে থাকা আফজাল মোল্লার স্ত্রী মরিয়ম বেগম জানান, আমার স্বামী (আফজাল মোল্লা) আওয়ামী লীগের অনেক পুরানো কর্মী। অনেক ষড়যন্ত্রের মধ্যে আমরা বেঁচে আছি। রবিবার প্রথম দফায় হামলার পরে থানায় মামলা করা হয়েছে। এতে ক্ষিপ্ত হয়ে চিহ্নিত সন্ত্রাসীরা আবারও হামলা করে ঘর ও সকল গাছপালা মাটিতে মিশিয়ে দিয়েছে। নগদ ৮৫ হাজার টাকাসহ হাতিয়ে নিয়েছে কয়েক লাখ টাকার মালামাল।
তিনি জানান, ‘তাদের এই বসতবাড়ি থেকে উচ্ছেদের জন্যই একটি প্রভাবশালী মহল পরিকল্পিতভাবে আফজাল মোল্লার নামে ডাকাতি, চাঁদাবাজি ও মাদক মামলাসহ অনেক মামলা সাজিয়ে তাকে জেলহাজতে ঢুকিয়ে রেখেছে’। এ ঘটনার বিচার বিভাগীয় তদন্ত দাবি করেছেন মরিয়ম বেগম।
এ বিষয়ে আতিয়ার খান খান বলেন, ‘ওই জমি নিয়ে মামলা চলছে। কিন্তু মামলায় নিস্পত্তি হতে দেরি হচ্ছে তাই আমরা নিজেরাই ব্যবস্থা নিয়েছি। ওই জমি আমাদের’।
মোরেলগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি-তদন্ত) ঠাকুর দাশ মন্ডল বলেন, আফজাল মোল্লার বাড়ি ভাঙচুরের খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। আব্দুর রহমান ও রবিউল শেখ নামে দুজনকে গ্রেফতার করা হয়েছে। পুলিশের অভিযান চলছে।





কুষ্টিয়ায় বৃদ্ধার গলাকাটা মৃতদেহ উদ্ধার
মেহেরপুর শিক্ষা প্রকৌশলীর বিরুদ্ধে টেন্ডার বাণিজ্যের অভিযোগ
ঝিনাইদহে পিকাপের ধাক্কায় নসিমন ড্রাইভার নিহত
কুষ্টিয়া গণপূর্ত অফিসেই ১৮ বছর’ আ’লীগের এজেন্ডা বাস্তবায়নে ব্যস্ত অনুপ কুমার সাহা
কুষ্টিয়া সিভিল সার্জনে নিয়োগ পরীক্ষায় প্রশ্ন ফাঁসের প্রাথমিক সত্যতা পেয়েছে দুদক
ঝিনাইদহে দীর্ঘ ২৩ বছর পর পৈত্রিক জমি ফিরে পেলেন সাবেক প্রকৌশলী
চুয়াডাঙ্গার শিক্ষা প্রকৌশলী কমিশন বাণিজ্যে গড়েছেন সম্পদের পাহাড়
কুষ্টিয়ায় হাসপাতালের পুকুর থেকে যুবতীর লাশ উদ্ধার
কুষ্টিয়ায় বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্প অনুষ্ঠিত
কুষ্টিয়া চেম্বারের ‘এ’ গ্রুপের পরিচালক পদে নির্বাচন সম্পন্ন