শনিবার ● ১২ অক্টোবর ২০১৯
প্রথম পাতা » প্রধান সংবাদ » কাল দেবপাড়া ইউপি উপ-নির্বাচন : আ’লীগ-স্বতন্ত ত্রিমুখী লড়াই
কাল দেবপাড়া ইউপি উপ-নির্বাচন : আ’লীগ-স্বতন্ত ত্রিমুখী লড়াই
নবীগঞ্জ (হবিগঞ্জ) প্রতিনিধি :: আগামীকাল ১৪ অক্টোবর সোমবার অনুষ্ঠিত হবে হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলার দেবপাড়া ইউনিয়ন পরিষদের উপ-নির্বাচন। এ নির্বাচনে চেয়ারম্যান পদে ৫ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বীতা করছেন। ক্ষমতাসীন আওয়ামীলীগের মনোনীত প্রার্থী আব্দুল মুহিত চৌধুরীর (নৌকা) বিপরীতে মাঠ চষে বেড়াচ্ছেন ৪ জন স্বতন্ত্র প্রার্থী।
শেষ মুহুর্তে ৫ চেয়ারম্যান প্রার্থীর মাইকিং,প্রচার-প্রচারণা ও গণসংযোগে সরগরম হয়ে উঠেছে দেবপাড়া ইউনিয়নের প্রতিটি জনপদ। ব্যানার পেস্টুনে ছেয়ে গেছে ইউনিয়নের সড়কসহ বিভিন্ন হাট-বাজার।
নির্বাচনে প্রার্থীরা হলেন, দেবপাড়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও নবীগঞ্জ উপজেলা আওয়ামীলীগের সাবেক সহ-সভাপতি আ. ক. ম. ফখরুল ইসলাম কালাম (আনারস),সদ্য প্রয়াত চেয়ারম্যান এডভোকেট মাসুম আহমেদ জাবেদ আলীর পুত্র যুবলীগ নেতা শাহ্ রিয়াজ নাদির সুমন (চশমা), আওয়ামীলীগের মনোনীত প্রার্থী ও ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি আব্দুল মুহিত চৌধুরী (নৌকা),দেবপাড়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক এডভোকেট জালাল আহমদ (ঘোড়া), মাওলানা ফখরুল ইসলাম চৌধুরী (মোটর সাইকেল)।
১৪ অক্টোবর অনুষ্ঠিতব্য উপ-নির্বাচনকে ঘিরে চেয়ারম্যান পদে উল্লেখিত ৫ জন প্রার্থী নির্বাচনী মাঠে বিজয়ের লক্ষ্যে হাট-বাজারসহ গ্রামাঞ্চলে ভোটারদের দ্বারে দ্বারে ঘুরছেন। প্রচারণার শেষ সময়ে ইউনিয়নবাসীর সেবা করার জন্য সর্বস্থরের জনসাধারণের কাছে দোয়া ও আর্শিবাদ র্প্রানা করে ভোটারদের সাথে কুশল-বিনিময় করছেন চেয়ারম্যান প্রার্থীরা। উপ-নির্বাচনে ১৮ হাজার ২শত ৯৭ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন। এর মধ্যে পুরুষ ভোটার ৯ হাজার ৪৮ জন এবং মহিলা ভোটার রয়েছেন ৯ হাজার ২ শত ৪৯ জন।
ইউনিয়নের বিভিন্ন হাট-বাজার ঘুরে দেখা যায়, ভোটারদের কাছে আলোচনার কেন্দ্রবিন্দুতে রয়েছেন দেবপাড়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী আ.ক.ম ফখরুল ইসলাম কালাম। যদিও ক্লীন ইমেজের তরুণ যুবক হিসেবে ভোটারদের মনে জায়গা করে নিয়েছেন শাহ্ রিয়াজ নাদির সুমন।
সাধারণ ভোটাররা মনে করছেন, সদ্য প্রয়াত চেয়ারম্যান ও বিশিষ্ট সালিশ-বিচারক এডভোকেট মাসুম আহমেদ জাবেদ আলীর প্রতি সাধারণ মানুষের আস্থা ও ভালোবাসার প্রতিদান হিসেবে নিবর বিপ্লব ঘটাতে পারেন চেয়ারম্যান পুত্র সুমন। আলোচনায় পিছিয়ে নেই নৌকার কা-ারী আব্দুল মুহিত চৌধুরী। তাঁর সমর্থনে ৯টি ওয়ার্ডে ক্ষমতাসীনদল আওয়ামীলীগ,সহযোগী সংগঠন যুবলীগ, ছাত্রলীগ ও কৃষকলীগ একাট্টা হয়ে মাঠে নেমেছে। বিগত নির্বাচনে নৌকা প্রতীক নিয়ে তৃতীয় স্থান অর্জন করেন ইউনিয়ন আওয়ামীলীগ সভাপতি আব্দুল মুহিত চৌধুরী। সদ্য প্রয়াত এডভোকেট মাসুম আহমদ জাবেদ আলীর নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন আ.ক.ম ফখরুল ইসলাম কালাম। শেষ মুহুর্তে চেয়ারম্যান প্রার্থী কালাম,সুমন ও মুহিতের মধ্যে ত্রিমুখী প্রতিদ্বন্দ্বীর আভাস পাওয়া যাচ্ছে।
এদিকে গত ৯ অক্টোবর বুধবার দেবপাড়া ইউনিয়নের উপ-নির্বাচনে ৩টি ভোট কেন্দ্র ঝুকিপূর্ন বলে নির্বাচন কমিশন ও জেলা প্রশাসকের কাছে লিখিত অভিযোগ প্রদান করেছেন স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী সাবেক চেয়ারম্যান আ ক ম ফখরুল ইসলাম কালাম। ঝুকিপুর্ণ কেন্দ্র ৩টি হচ্ছে- দেবপাড়া ইউনিয়নের আইনগাঁও দাখিল মাদ্রাসা, দেবপাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয় ও উত্তর দেবপাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয়। এজন্য অতিরিক্ত ম্যাজিষ্ট্রেট ও স্ট্রাকিং ফোর্স নিয়োগের দাবি জানানো হয়।
স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী আ.ক.ম ফখরুল ইসলাম কালাম (আনারস) ৯৩-৯৪ সালে হবিগঞ্জ জেলার শ্রেষ্ঠ চেয়ারম্যান হিসেবে স্বর্ন পদক লাভ করেন এবং তিনি একটানা ১৯৮৪ সাল হইতে ২০১১ সাল পর্যন্ত ৫ বারের চেয়ারম্যান নির্বাচিত হন। তিনি প্রতিবেদক’কে বিজয়ের ব্যাপারে শতভাগ আশাবাদ ব্যক্ত করে বলেন, সাধারণ ভোটারদের কাছ থেকে বিপুল সাড়া পাচ্ছি, নির্বাচন বানচালের গভীর ষড়যন্ত্র হচ্ছে,শত ষড়যন্ত্রের পরও ভোটার যদি ভোটকেন্দ্রে গিয়ে ভোটাধিকার প্রয়োগ করতে পারে আমি আশা করি বিপুল ভোটে আমি বিজয়ী হবো।
পিতার অসমাপ্ত কাজগুলো সমাপ্ত করতে এবং তাঁর ইমেজকে কাজে লাগিয়ে পুরো ধমে প্রচার প্রচারণা চালিয়ে যাচ্ছেন সদ্য প্রয়াত চেয়ারম্যান ও বিশিষ্ট সালিশ-বিচারক এডভোকেট মাসুম আহমেদ জাবেদ আলীর পুত্র শাহ্ রিয়াজ নাদির সুমন(চশমা) । প্রতিদিনই ভোটারদের দ্বারেদ্বারে ঘুরছেন তরুণ উদীয়মান এই প্রার্থী। সদ্য প্রয়াত চেয়ারম্যান পুত্র ’’প্রতিবেদক’কে’’ বলেন, বিগত দিনে এই দেবপাড়া ইউনিয়নের সর্বসাধারণ যেভাবে আমার বাবাকে ভোট দিয়ে বিজয়ী করেছিলেন আমি আশাবাদী আমার বাবার অসমাপ্ত কাজ সমাপ্ত করতে ভোটাগণ আমাকে নির্বাচিত করবে। তিনি বলেন, সরকার দলীয় প্রার্থীর লোকজন বিভিন্ন হাট-বাজারে জোরপূর্বক কেন্দ্র দখল,রাতের আধারে ভোট টেবিল কাস্ট করবে এসব বলে বেড়াচ্ছে । এর ফলে জনমনে আতংক সৃষ্টি করছে।
অপরদিকে আওয়ামীলীগের মনোনীত প্রার্থী আব্দুল মুহিত চৌধুরী (নৌকা) প্রতিদিনই জনগণের দ্বারেদ্বারে ঘুরছেন। তিনি ’’প্রতিবেদক’কে’’ বলেন, বর্তমান সরকারের উন্নয়নমূলক কর্মকা-ের ধারাবাহিকতা অব্যাহত রাখতে আমি আশাবাদী জনগণ আমাকে ভোট দিয়ে নির্বাচিত করবে। অপর প্রার্থীদের অভিযোগের প্রসঙ্গে ক্ষমতাসীন দলের এই প্রার্থী বলেন, এসব অভিযোগ সম্পূর্ণ মিথ্যা বানোয়াট,এই অভিযোগের কোনো ভিত্তি নেই,নির্বাচন গণতান্ত্রিক প্রক্রিয়ায় অবাধ,নিরপেক্ষ ও শান্তি পূর্ণ ভাবে অনুষ্ঠিত হবে।
এদিকে স্বতন্ত্র প্রার্থী বিএনপি নেতা এডভোকেট জালাল আহমদ(ঘোড়া) বর্তমান সরকারের বিভিন্ন ব্যর্থতা,অনিয়ম-দূর্নীতির বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে তাকে ভোট দিয়ে বিজয়ী করার জন্য বিভিন্ন এলাকায় গন সংযোগ অব্যাহত রেখেছেন। বিএনপি নেতা এডভোকেট জালাল আহমেদ ’’প্রতিবেদক’কে’’ বলেন, আওয়ামীলীগের প্রার্থীর সমর্থিত লোকজন জোরপূর্বক কেন্দ্র দখল করবে বলে সাধারণ মানুষকে ভয়ভীতি দেখাচ্ছে । সে অর্থে নির্বাচন সুষ্ট হবে কী না এ নিয়ে আশংকা থেকেই যায়। যদি অবাধ,নিরপেক্ষ ও শান্তি পূর্ণ ভাবে ভোট অনুষ্ঠিত হয় তাহলে আমি শতভাগ আশাবাদী জনসাধারণ ভোটাধিকার প্রয়োগের মাধ্যমে জনগন অন্যায় -অবিচারের জবাব দিবে এবং আমাকে বিজয়ী করবে। এছাড়া স্বতন্ত্র প্রার্থী মাওলানা ফখরুল ইসলাম (মোটর-সাইকেল) তার ক্লীন ইমেজকে কাজে লাগিয়ে নির্বাচনী বিতরণীতে বিজয়ী হওয়ার চেষ্টায় ভোটারদের সাথে কুশলাদি বিনিময় করছেন। ভোটাররা এখন প্রার্থীদের অতীত কর্মকা-সহ তাদের যোগ্যতার চুলছেড়া বিশ্লেষণ করছেন। তিনি ’’প্রতিবেদক’কে’’ বলেন তরুণ প্রজন্মের কাছ থেকে ব্যাপক সাড়া পাচ্ছি আমি আশাবাদী আমি বিজয়ী হবো।
উল্লেখ্য, গত ১৭ জুলাই বুধবার সকালে দেবপাড়া ইউনিয়নের চেয়ারম্যান এড. মাসুম আহমেদ জাবেদ (জাবিদ আলী) হৃদরোগে আক্রান্ত হয়ে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে মৃত্যুবরণ করেন। এরপর স্থানীয় সরকার মন্ত্রণালয় দেবপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদ শুন্য করে তফসিল ঘোষনা করে।





রাঙামাটিতে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সংসদ সদস্য পদপ্রার্থী জুঁই চাকমা রিটার্নিং অফিসারের নিকট মনোনয়ন জমা
দলীয় মনোনয়ন হাতে পেলেন রাঙামাটি-২৯৯ আসনের সংসদ সদস্য পদপ্রার্থী জুঁই চাকমা
জেসিএক্স এর তিনদিন ব্যাপী আবাসন মেলা শুরু
পার্বত্য চট্টগ্রাম বড়ুয়া সংগঠনের মূখপাত্র নির্মল বড়ুয়া মিলনের জন্মদিনে বড়ুয়া নেতৃবৃন্দের শুভেচ্ছা
সাভারে স্মৃতিসৌধে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির শ্রদ্ধা জ্ঞাপন
রাঙামাটিতে শহীদ বীরশ্রেষ্ঠ মুন্সী আব্দুর রউফ এর সমাধিস্থলে বিজিবির শ্রদ্ধা
রাঙামাটিতে মহান বিজয় দিবসে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির শ্রদ্ধাঞ্জলী
আগামী নির্বাচনে টাকার খেলা বন্ধ করতে হবে
চট্টগ্রাম পুস্তক ব্যবসায়ী ঐক্য পরিযদ নির্বাচনে অধ্যাপক প্রদীপ কুমার দত্ত বিপুল ভোটে নির্বাচিত