বৃহস্পতিবার ● ২১ জানুয়ারী ২০১৬
প্রথম পাতা » কৃষি » রাঙামাটিতে বনভন্তের ৪র্থ পরিনির্বাণ দিবস উদযাপন উপলক্ষে সমন্বয় সভা
রাঙামাটিতে বনভন্তের ৪র্থ পরিনির্বাণ দিবস উদযাপন উপলক্ষে সমন্বয় সভা

ষ্টাফ রিপোর্টার :: বৌদ্ধ ধর্মীয় গুরু শ্রীমত্ সাধনানন্দ মহাস্থবির (বনভান্তে)’র ৪র্থ পরিনির্বাণ দিবস রাঙামাটি রাজবন বিহারে আগামী ৩০ জানুয়ারী ২০১৬ দিনব্যাপী যথাযোগ্য মর্যাদায় বিভিন্ন ধর্মীয় অনুষ্ঠানাদির মধ্য দিয়ে উদযাপনের লক্ষ্যে বৃহস্পতিবার ২১ জানুয়ারী রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের মিনি কনফারেন্স রুমে এক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়৷
সভায় সভাপতিত্ব করেন রাঙামাটি পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান বৃষ কেতু চাকমা৷ এ সময় রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের সদস্য অংসুই প্রু চৌধুরী, সিনিয়র সহকারী পুলিশ সুপার চিত্ত রঞ্জন পাল, পরিষদের প্রশাসনিক কর্মকর্তা মনতোষ চাকমা, রাঙামাটির রাজ বনবিহার পরিচালনা কমিটির সহ-সভাপতি দীপক খীসা, নির্বাহী সদস্য রনেন্দ্র চাকমা রিন্টু’সহ সেনাবাহিনী, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স, বিদ্যুত্ বিতরণ, পৌরসভা, গোয়েন্দা বিভাগের কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন৷ সভা পরিচালনা করেন পরিষদের জনসংযোগ কর্মকর্তা অরুনেন্দু ত্রিপুরা৷
সভায় বিগত বছরের কার্যবিবরণী পর্যালোচনা এবং উত্থাপিত বিভিন্ন বিষয়ে আলোচনার পর পরিনির্বাণ প্রাপ্ত শ্রীমত্ সাধনানন্দ মহাস্থবির (বনভান্তে)র ৪র্থ পরিনির্বাণ দিবস সুষ্ঠুভাবে সম্পন্ন করার লক্ষ্যে বিভিন্ন সিদ্ধান্ত গৃহীত হয়৷ সভায় রাজ বন বিহার পরিচালনা কমিটির পক্ষ থেকে ইতোমধ্যে গৃহীত প্রস্তুতিমূলক কার্যক্রম সম্পর্কে সভাকে অবহিত করা হয়৷
শ্রীমত্ সাধনানন্দ মহাস্থবির (বনভান্তে) -৪র্থ পরিনির্বাণ যথাযোগ্য মর্যাদার সাথে সম্পন্ন করার লক্ষ্যে এবং আগত পূণ্যার্থীদের সুবিধার্থে আইন শৃঙ্খলা বাহিনীর সড়ক ও নৌ পথের বিভিন্ন পয়েন্টে প্রয়োজন অনুযায়ী টহল ব্যবস্থা গ্রহণ, যানজট নিয়ন্ত্রণের লক্ষ্যে ট্রাফিক মোতায়েন, সমগ্র এলাকায় আইন-শৃঙ্খলা রক্ষার স্বার্থে পুলিশ বাহিনীকে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ, স্বাস্থ্য বিভাগকে মেডিকেল টিম ও এম্বুলেন্স প্রস্তুত রাখা, সুষ্ঠুভাবে বিদ্যুত্ সরবরাহ অব্যাহত রাখতে বিদ্যুত্ বিতরণ বিভাগ, পানি সরবরাহের জন্য জনস্বাস্থ্য প্রকৌশল বিভাগ, সেনিটারি লেট্রিনসমূহের দ্বারা দূষণ প্রতিরোধ -এর বিষয়ে পৌর কর্তৃপক্ষ ও অন্যান্য উপস্থিত সংশ্লিষ্ট সকল বিভাগের প্রধানকে বিহার পরিচালনা কমিটিকে সহযোগিতা প্রদানের জন্য চেয়ারম্যান অনুরোধ জানান৷ আপলোড : ২১ জানুয়ারী ২০১৬ : বাংলাদেশ : সময় : বিকাল ৫.১০ মিঃ





ঈশ্বরগঞ্জে নবান্ন উৎসবের আমেজে গ্রামীণ জনপদ
আত্রাইয়ে পাট চাষে দিন দিন আগ্রহ হারাচ্ছেন কৃষকরা
কাউখালীতে কৃষি অধিদপ্তরের পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস অনুষ্ঠিত
কাউখালীতে জাতীয় ফল মেলা অনুষ্ঠিত
ঝালকাঠিতে আম বাগান হয়ে উঠেছে সম্ভাবনার নতুন দিগন্ত
বাগেরহাটে লবণাক্ত পতিত জমিতে মাঠজুড়ে সূর্যমূখীর হাঁসি ঝিলিক
আত্রাইয়ে বেড়েছে পেঁয়াজের বীজ চাষ
শরীরের জন্য পুষ্টি, তাপ ও শক্তি যোগাতে পুষ্টিকর খাবারে কোনো বিকল্প নেই : মনিরুজ্জামান খান
ফটিকছড়িতে বোরো চাষে নারী শ্রমিকরা
রাউজানে সরিষা ক্ষেতে হলুদের হাতছানি