শনিবার ● ১৬ নভেম্বর ২০১৯
প্রথম পাতা » কৃষি » বিশ্বনাথে আমন ধান কাটা শুরু
বিশ্বনাথে আমন ধান কাটা শুরু
ষ্টাফ রিপোর্টার :: ফসলের মাঠজুড়ে বাতাসে দুলছে কৃষকের সোনালী স্বপ্ন-আমন ধান। পোকার আক্রমণ আর নানা রোগবালাইয়ের পরও এবার আমনের বাম্পার ফলনের সুবাস পাচ্ছেন কৃষকরা। সিলেটের বিশ্বনাথ উপজেলার কৃষক পরিবারে এখন ধানের মৌ মৌ গন্ধ। মাঠে মাঠে আনন্দে ধান কাটছে চাষীরা। আমনের বাম্পার ফলন আর নব্বানের আনন্দে আজ বাংলার মাঠ-ঘাট ভরে উঠেছে সোলানী ফলন। বিশ্বনাথের হাওড় জুড়ে পাঁকা ধানের শীষে দোল খাচ্ছে কৃষকের সোনালী স্বপ্ন। কৃষান-কৃষানীরা মনে বইছে আনন্দের বন্যা। উপজেলা জুড়ে আমন ধানের ভাল ফসলে আবারও বাধ-ভাঙ্গা আনন্দ-উল্লাসে মেতে উঠেছে কৃষক-কৃষাণীরা। দিগন্তজুড়ো সোনালী ফসলের মনোরম দৃশ্য এখন গোটা উপজেলা জুড়ে। চলতি সপ্তাহে শুরু হবে পুরোধমে ধান কাটা ও মাড়াইয়ের কাজ। ফসল কাটার মহোৎসবে ব্যস্ততম সময় কাটাবেন এখানকার কৃষকরা। শীতের সকাল থেকে পড়ন্ত বেলা পর্যন্ত মাঠে-মাঠে ফসল কর্তনের চিরাচারিত দৃশ্য দেখা যাবে গ্রামজুড়ো। একদিকে কৃষকরা ধান কেটে বাড়ির আঙ্গিনায় জড়ো করবেন। অপরদিকে গরু বা বোমা মিশন দিয়ে একই সঙ্গে মাড়াই কাজ সম্পন্ন করে নিবেন কৃষকরা। মাড়াই শেষে বাতাসে ধান উড়িয়ে বাকি কাজটুকু সম্পন্ন করে গোলায় তোলার কাজে এখানে কৃষাণীরা ব্যস্ত কাটাবেন। চলবে উপজেলার গ্রামে-গ্রামে ও মাঠের পর মাঠ সোনালী ফসল ঘরে তোলার মহা উৎসব। বাতাসে ছড়ানো আমনের মৌ-মৌ গন্ধ আর কৃষক-কৃষানীদের ফসল ঘরে তোলার কর্মব্যস্ততা এখানে এক অন্যরকম আনন্দঘন পরিবেশ বিরাজ করবে। তবে উপজেলার কিছু কিছু এলাকায় আগাম জাতের রোপনকৃত আমন ধান কাটা শুরু হয়েছে।
উপজেলা কৃষি অফিসের তথ্যমতে এবছর উপজেলার ৮টি ইউনিয়নে প্রায় ১৩,৩১০ হেক্টর আমন ধান চাষাবাদ করা হয়েছে। এরই মধ্যে উপসী জাতের প্রায় ৯৫৫০হেক্টর ও স্থানীয়জাতের ৩৭৬০ হেক্টর। চলতি সপ্তাহে পুরোধমে আমন ধান কাটা শুরু হবে।
খোঁজ নিয়ে জানাযায়, উপজেলার সরুয়ালা, ধীতপুর, চান্দশীরকাপন, জানাইয়া, কারিকোনা, পূর্ব শ্বাসরাম, একাভিম, দন্ডপানিপুর, তাতিকোনা, মোহাম্মদপুর, পশ্চিম শ্বাসরাম, সেনারগাঁও, সুড়িরখাল, ভোগশাইল, মন্ডলকাপন, হরিকলস, মসলিস ভোগশাইলসহ অনেক গ্রামে কৃষকরা ধান কাটার প্রস্তুতি নিচ্ছেন।
এব্যাপারে উপজেলার ইলামেরগাঁও গ্রামের কৃষক আছাব আলী জানান, এবার আমন ধান ভান ফলন হয়েছে। কিছু ধান কাটতে শুরু করেছি। আগামী সপ্তাহে পুরোধমে ধান কাটা শুরু হবে।
উপজেলা কৃষি কর্মকর্তা রমজান আলী বলেন, এলাকায় আগাম জাতের রোপনকৃত ধান কাটা শুরু হয়েছে। চলতি সপ্তাহে পুরোধমে ধান কাটা শুরু হবে। এ বছর উন্নত জাতের বিনা-৭, বিআর-১১, ব্রি-ধান-২২, ৩২, ৩৪, ৪৯, ৫১, ৫২ ও স্থানীয় জাতের জরিসাইল, কালোজিরা, হাসিম, বিরুণ, কার্তিকশাইল জাতের ধান চাষাবাদের ফলে এবছর বাম্পার ফলন হয়েছে। তবে আশা করা হচ্ছে কৃষকেরা আশানুরুপ ফলন গোলায় তুলতে পারবে।
১৩ লাখ টাকা আত্বসাতের অভিযোগে মামলা, নারী আসামি গ্রেফতার
বিশ্বনাথ :: সিলেটের বিশ্বনাথে দুই শিশু বাচ্চাকে যুক্তরাজ্য প্রেরণের কথা বলে এক নারী অপর নারীর কাছ থেকে ১৩ লাখ টাকা আত্বসাত করার অভিযোগ পাওয়া গেছে। এঘটনায় (১৫ নভেম্বর) শুক্রবার রাতে উপজেলার জানাইয়া গ্রামের আশিক আলীর স্ত্রী বাদি হয়ে প্রতারককারীদের বিরুদ্ধে থানায় মামলা দায়ের করেছেন। মামলা নং ১৩। মামলার অভিযুক্তরা হলেন-উপজেলার মুফতিরগাঁও গ্রামের মজম্মিল আলীর স্ত্রী ফাতেমা বেগম (৩৫) তার স্বামী মজম্মিল আলী (৪৫)। মামলা দায়েরের পরপরই শুক্রবার রাতেই পুলিশ অভিযান চালিয়ে মামলার আসামি ফাতেমা বেগমকে গ্রেফতার করে। (১৬ নভেম্বর) শনিবার দুপুরে তাকে আদালতে প্রেরণ করা হয়েছে বলে পুলিশ জানিয়েছে।
মামলার এজাহারে বাদি উল্লেখ করেন, উপজেলা সদরের একটি স্কুলে ছেলে-মেয়েকে নিয়ে যাওয়া আসার পথে বাদির সঙ্গে অভিযুক্ত ফাতেমা বেগমের পরিচয় হয়। পরিচয়ের এক পর্যায়ে বাদিকে অভিযুক্ত নারী জানান তার স্বামী লন্ডন প্রবাসী। তিনি (অভিযুক্ত নারী) দুটি বাচ্চাকে তাদের ছেলে-মেয়ে সনাক্ত করে লন্ডনে নিয়ে যেতে পারবেন বলে বাদিকে অবহিত করেন। এতে বাদি সরল বিশ্বাসে অভিযুক্ত নারী সঙ্গে তার এক ছেলে ও এক মেয়েকে লন্ডনে পাঠানোর রাজি হন। এবিষয়ে অভিযুক্ত নারী সঙ্গে বাদির বাড়ি বিস্তারিত আলাপ-আলোচনা হয়। সেই সুবাধে বাদির সঙ্গে অভিযুক্ত নারীর পরিবারের সঙ্গে আত্বীয়ের মতো সর্ম্পক গড়ে উঠে। সেই সর্ম্পকের কারণে বাদি অভিযুক্ত নারীর সঙ্গে তার দুটি বাচ্চা লন্ডনে নেয়ার জন্য ১৬ লাখ টাকা সাবস্ত্য করেন। এরপর গত ২০ আগষ্ট অভিযুক্তদের বাড়িতে গিয়ে বাদি সাক্ষীগণের উপস্থিতিতে ৩ লাখ টাকা এবং গত ৭ অক্টোবর ১০ লাখ টাকা অভিযুক্ত নারীকে প্রদান করেন।এরপর অভিযুক্ত নারীর স্বামী মজম্মিল আলী বাদির ছেলে-মেয়েকে না নিয়ে তাদের মেয়ে দুটি নিয়ে লন্ডনে চলে যায়। পরে বিষয়টি স্থানীয়ভাবে আপোষ-মিমাংসার করার চেষ্ঠা করলে তা ব্যর্থ হয়। অভিযুক্তরা প্রতারনামূলকভাবে বাদির টাকা আত্বসাৎ করেছেন বলে এজাহারে বাদি উল্লেখ করেছেন।
প্রতারনা মামলা দায়ের ও এক নারী আসামি গ্রেফতারের সত্যতা স্বীকার করে বিশ্বনাথ থানার অফিসার ইন-চার্জ (ওসি) শামীম মুসা বলেন, গ্রেফতারকৃত নারী আসামিকে শনিবার দুপুরে আদালতে প্রেরণ করা হয়েছে।





আত্রাইয়ে পাট চাষে দিন দিন আগ্রহ হারাচ্ছেন কৃষকরা
কাউখালীতে কৃষি অধিদপ্তরের পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস অনুষ্ঠিত
কাউখালীতে জাতীয় ফল মেলা অনুষ্ঠিত
ঝালকাঠিতে আম বাগান হয়ে উঠেছে সম্ভাবনার নতুন দিগন্ত
বাগেরহাটে লবণাক্ত পতিত জমিতে মাঠজুড়ে সূর্যমূখীর হাঁসি ঝিলিক
আত্রাইয়ে বেড়েছে পেঁয়াজের বীজ চাষ
শরীরের জন্য পুষ্টি, তাপ ও শক্তি যোগাতে পুষ্টিকর খাবারে কোনো বিকল্প নেই : মনিরুজ্জামান খান
ফটিকছড়িতে বোরো চাষে নারী শ্রমিকরা
রাউজানে সরিষা ক্ষেতে হলুদের হাতছানি
সুরাইয়া বিলকিসের বিষমুক্ত ছাদ বাগান