শুক্রবার ● ২২ নভেম্বর ২০১৯
প্রথম পাতা » কৃষি » পাবনায় কৃষকের কাছ থেকে ধান সংগ্রহ
পাবনায় কৃষকের কাছ থেকে ধান সংগ্রহ
পাবনা প্রতিনিধি :: পাবনা সদরের আতাইকুলায় সরাসরি কৃষকের কাছ থেকে আমন ধান সংগ্রহ শুরু হয়েছে। এ কার্যক্রম চলবে ২০১৯ সালের ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত।
পাবনা-৫ আসনের এমপি গোলাম ফারুক প্রিন্স বুধবার দুপুরে আতাইকুলার কুচিয়ামাড়া ৭ নম্বর ওয়ার্ডে ধান সংগ্রহ কার্যক্রম উদ্বোধন করেন ।
এমপি বলেন, এ মৌসুমে তালিকাভুক্ত ৬৪৮ জন কৃষকের কাছ থেকে ১০৪০ টাকা মণ হিসেবে নয় হাজার ৮০ মেট্রিক টন ধান সংগ্রহের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। প্রত্যেক কৃষক পাঁচ মণ থেকে এক টন পর্যন্ত ধান বিক্রি করতে পারবেন।
এ সময় উপস্থিত ছিলেন পাবনা সদরের ইউএনও জয়নাল আবেদীন, উপজেলা চেয়ারম্যান মোশাররফ হোসেন, ভাইস চেয়ারম্যান শামসুন নাহার রেখা, উপজেলা খাদ্য নিয়ন্ত্রক একে এম শহিদুল্লাহ, উপজেলা কৃষি কর্মকর্তা মাসুম বিল্লাহ ও জেলা কৃষকলীগের সাধারণ সম্পাদক তৌফিকুল আলম প্রমূখ।
ভাঙ্গুড়ায় পৌর ফুটবল টুর্ণামেন্টে
পাবনা :: পাবনার ভাঙ্গুড়ায় পৌর ফুটবল টুর্ণামেন্টে টাঙ্গাইল ফুটবল একাডেমি চ্যাম্পিয়ন হয়েছে।
আজ শুক্রবার বিকালে ভাঙ্গুড়া বড়াল ব্রীজ মাঠে ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। ফাইনাল খেলায় টাঙ্গাইল পোরাদহ ওয়ান্ডার্স ক্লাব ১-০ গোলে কুষ্টিয়া ফুটবল একাডেমিকে পরাজিত করে। স্থানীয় সংসদ সদস্য আলহাজ্ব মকবুল হোসেন বিজয়ীদের হাতে চ্যাম্পিয়ন্স ট্রফি ও নগদ ৬০ হাজার টাকা এবং রানার্স-আপ দলকে ৪০ হাজার টাকা ও ট্রফি তুলে দেন।
এর আগে গত ১৪ অক্টোবর টুর্নামেন্টের উদ্বোধন করা হয়। টুর্ণামেন্টে দেশের বিভিন্ন জেলা থেকে মোট ৮টি দল অংশগ্রহণ করে।





ঈশ্বরগঞ্জে নবান্ন উৎসবের আমেজে গ্রামীণ জনপদ
আত্রাইয়ে পাট চাষে দিন দিন আগ্রহ হারাচ্ছেন কৃষকরা
কাউখালীতে কৃষি অধিদপ্তরের পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস অনুষ্ঠিত
কাউখালীতে জাতীয় ফল মেলা অনুষ্ঠিত
ঝালকাঠিতে আম বাগান হয়ে উঠেছে সম্ভাবনার নতুন দিগন্ত
বাগেরহাটে লবণাক্ত পতিত জমিতে মাঠজুড়ে সূর্যমূখীর হাঁসি ঝিলিক
আত্রাইয়ে বেড়েছে পেঁয়াজের বীজ চাষ
শরীরের জন্য পুষ্টি, তাপ ও শক্তি যোগাতে পুষ্টিকর খাবারে কোনো বিকল্প নেই : মনিরুজ্জামান খান
ফটিকছড়িতে বোরো চাষে নারী শ্রমিকরা
রাউজানে সরিষা ক্ষেতে হলুদের হাতছানি