সোমবার ● ৬ জানুয়ারী ২০২০
প্রথম পাতা » চট্টগ্রাম বিভাগ » ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রীকে ধর্ষণের ঘটনায় জুঁই চাকমার নিন্দা
ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রীকে ধর্ষণের ঘটনায় জুঁই চাকমার নিন্দা
স্টাফ রিপোর্টার :: একাদশ জাতীয় সংসদ নির্বাচনে বাম গণতান্ত্রীক জোট প্রার্থী রাঙামাটি-২৯৯ আসন থেকে সংসদ সদস্য পদে অংশ গ্রহনকারী বাংলাদেশের বিপ্লবী ওয়ার্কার্স পার্টির কেন্দ্রীয় সংগঠক ও রাঙামাটি জেলা কমিটির সম্পাদকমন্ডীর সদস্য নারী নেত্রী জুঁই চাকমা আজ সোমবার ৬ জানুয়ারি গণমাধ্যমে প্রেরিত এক বিবৃতিতে গতকাল ঢাকা কুর্মিটোলায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রীকে ধর্ষণের ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন।
বিবৃতিতে তিনি উদ্বেগ প্রকাশ করে বলেন, পার্বত্য চট্টগ্রামসহ সারাদেশে জনগণের ওপর পৈশাচিক নির্যাতনের ঘটনা বৃদ্ধি পেয়েছে। তার মধ্যে নারীদের সকল ক্ষেত্রে চরম অনিরাপদ অবস্থায় জীবন-যাপন করতে হচ্ছে। বিগত ২০১৫ সালের ২১ মে ঢাকায় গারো তরুনীকে মাইক্রোবাসে তুলে নিয়ে ধর্ষণের ঘটনা ঘটেছিল। এ ঘটনার সাথে জড়িতদের সাজা হয়নি। ধর্ষকদের সাজা না হওয়ার কারণে বারবার এ ধরনের ন্যাক্কারজনক ঘটনা সংঘটিত হচ্ছে।
বিবৃতিতে তিনি অবিলম্বে ধর্ষককে চিহ্নিত করে গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।
উল্লেখ্য, গতকাল ৫ জানুয়ারি বিশ্ববিদ্যালয় বাস থেকে নামার পর ঢাকার কুর্মিটোলায় ঢাবির ওই ছাত্রী ধর্ষণের শিকার হন। ধর্ষণের আগে তাকে শারীরিকভাবে মারধর করা হয়। ধর্ষণের শিকার হওয়া ছাত্রীকে ঢাকা মেডিক্যাল কলেজে ওয়ান-স্টপ ক্রাইসিস সেন্টারে ভর্তি করা হয়েছে।





চট্টগ্রাম-১ মিরসরাই সংসদীয় আসনে মনোনয়ন জমা দিয়েছেন ১০ জন প্রার্থী
খাগড়াছড়ি আসনে ১৫ প্রার্থীর মনোনয়নপত্র দাখিল
সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে বিপ্লবী ওয়ার্কার্স পার্টি রাঙামাটি জেলা কমিটির শোক
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ভোট বিষয়ক অবহিতকরণ সভা
রাঙামাটির অসহায় কিশোরের চিকিৎসায় সেনাবাহিনী
রাঙামাটিতে ট্রাক দুর্ঘটনায় প্রাণ গেল এক গৃহবধূর