শুক্রবার ● ২১ ফেব্রুয়ারী ২০২০
প্রথম পাতা » প্রধান সংবাদ » হালুয়াঘাটে বাসচাপায় অটোরিক্সার চারযাত্রী নিহত : আহত-৫
হালুয়াঘাটে বাসচাপায় অটোরিক্সার চারযাত্রী নিহত : আহত-৫
ময়মনসিংহ প্রতিনিধি :: ময়মনসিংহের হালুয়াঘাটে যাত্রীবাহী বাসের চাপায় অটোরিকশার চারযাত্রী নিহত হয়েছেন। এ দূর্ঘটনায় আহত হয়েছেন আরো পাঁচজন।
আজ শুক্রবার ২১ ফেব্রুয়ারি বিকেল ৫টার দিকে হালুয়াঘাট উপজেলার ধারা বাজারের রঘুনাপপুর এলাকায় এ দূর্ঘটনা ঘটে। নিহতরা হলেন-হালুয়াঘাট উপজেলার বিলডোরা ইউনিয়নের রহেলা গ্রামের নূর ইসলামের ছেলে আরিফুল ইসলাম (২০) ও নজরুল ইসলামের ছেলে সাকিব(২০),একই ইউনিয়নের নিশ্চিন্তপুর গ্রামের সোহাগ মিয়ার ছেলে মিজানুর রহমান(২৫)এবং একই উপজেলার নড়াইল ইউনিয়নের বাঘমার গ্রামের নূর ইসলামের ছেলে সজিব (১৮)।
স্থানীয় সূত্রে জানাযায়, হালুয়াঘাট থেকে ছেড়ে আসা ঢাকাগামী ইমাম পরিবহনের (ঢাকা মেট্রো-ব ১৫-৩৪৬৫) একটি বাস আলিসা বাজার থেকে হালুয়াঘাটের উদ্দেশ্যে ছেড়ে যাওয়া অপর একটি অটোরিকশার সাথে শুক্রবার বিকেল ৫টার লঘুনাথপুর এলাকায় মুখোমুখী সংঘর্ষ হলে অটোরিকশাটি দুমড়ে মুচড়ে যায়। এসময় অটোরিকশারযাত্রী আরিফুল ইসলাম ও সজিব আহমেদসহ ৯জন আহত হন।
এ দূর্ঘটনার খবর পেয়ে হালুয়াঘাট থানা পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থল থেকে আহতদের উদ্ধার করে হালুয়াঘাট উপজেলা স¦াস্থ্য কমপ্লেক্স এ নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক হালুয়াঘাট উপজেলার রহেলা গ্রামের নুর ইসলামের ছেলে আরিফুল ও একই উপজেলার বাঘমার গ্রামের নুর ইসলামের ছেলে সজীব হোসেনকে মৃত ঘোষণা করেন। পরে চিকিৎসকের পরামর্শে উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে নেয়ার পথে হয় মিজানুর রহমান এবং সাকিব মারা যান।আর আহত অবস্থায় হালুয়াঘাট উপজেলা স¦াস্থ্য কমপ্লেক্সে অন্যান্যদের ভর্তি করা হয়।
হালুয়াঘাট থানার অফিসার ইনচার্জ (ওসি) বিপ্লব কুমার বিশ্বাস বলেন, ‘এ ঘটনায় প্রথমে দুইজন পরে মমেক হাসপাতালে নেয়ার পথে আরো দ্ইুজন মারা যান। এ দূর্ঘটনার ব্যাপারে ঘাতক বাসটিকে আটক করে থানায় নিয়ে আসা হলেও বাসচালক পালিয়ে গেছে বলেও জানান তিনি।’





প্রধান নির্বাচন কমিশনারের সাথে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির বৈঠক
আগামীকাল ৪ নভেম্বর নির্বাচন কমিশনের সাথে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির ৫ সদস্যের প্রতিনিধিদলের সাক্ষাৎকার
পার্বত্য চট্টগ্রাম বড়ুয়া সংগঠনের ১৫ সদস্য বিশিষ্ট রাঙামাটি পৌরসভার ০৮ নং ওয়ার্ড কমিটি পূর্ণগঠন
রাজাভুবন বিদ্যালয় পরিদর্শনে হুমাম কাদের চৌধুরী
তীরে এসে তরি ডোবাবেন না : সাইফুল হক
ডলুছড়া মহামুনি বৌদ্ধ বিহারে ১৮তম কঠিন চীবর দান ও স্থবির বরণোৎসব সম্পন্ন
শীলছড়ি অভায়রণ্য ধন্য কেন্দ্রে কঠিন চীবর দান উদযাপন
চলতি বছরে চট্টগ্রাম রিজিয়নে বিজিবির ১৯ কোটি টাকার চোরাচালান মালামাল উদ্ধার
দেশের গণতান্ত্রিক উত্তরণের এই মহেন্দ্রক্ষণে কারই হটকারিতার সুযোগ নেই
কাপ্তাইয়ে কর্ণফুলী নালন্দা বৌদ্ধ বিহারে ৩৮ কঠিন চীবর দান উদযাপন