বৃহস্পতিবার ● ২ এপ্রিল ২০২০
প্রথম পাতা » খুলনা বিভাগ » শত্রুতার জের ধরে অসহায় কৃষকের কলা গাছ কর্তন
শত্রুতার জের ধরে অসহায় কৃষকের কলা গাছ কর্তন
জাহিদুর রহমান তারিক, ঝিনাইদহ :: ঝিনাইদহ জেলার হরিনাকুন্ডু উপজেলার যাদবপুর গ্রামে পূর্ব শত্রুতার জের ধরে কলা গাছ কর্তন। অসহায় কৃষক টিপুল হোসেন জানান আমার প্রায় ৪ শতাধিক কলা গাছ কেটে দিয়েছে একই এলাকার মৃত আজিবর মন্ডলের ছেলে আজিজুল, মৃত- মুলাম সর্দার এর ছেলে আশরাফুল সর্দার, ফজলু সর্দারের ছেলে একরাম সর্দার, জব্বার সর্দারের ছেলে পল্টু, মৃত. আজিবর মন্ডলের ছেলে মন্টু, মন্টু মন্ডলের ছেলে মারুফ, নজির মন্ডলের ছেলে মিলন সহ আরো অনেকেই মিলে আমার জমি জোর পূর্বক দখল করার জন্য কলা গাছ কেটে দিয়েছে। এলাকাবাসী জানান টিপুল একজন নিরীহ মানুষ এজন্যই জোর করে তার কাধীসহ প্রায় ৪ শতাধিক কলা কেটে দিয়েছে। এব্যাপারে হরিনাকুন্ডু থানার অফিসার ইনর্চাজ জানান, পৃর্বে ঝামেলার বিষয়ে আমি জানি, তবে কলা গাছ কর্তন এ ব্যাপারে জানিনা।
ঝিনাইদহে মানুষের মাঝে খাবার বিতরণ
ঝিনাইদহ :: ইতিপুর্বে করোনা ভাইরাস জনিত কারনে ঘরে থাকা অসহায়, গরীব ও নি¤œ আয়ের মানুষদের মাঝে সিও সংস্থার পক্ষ থেকে চাল, ডাল,আলু, পিয়াজ ও রসুন বিতরণ করা হয়েছে সহ অন্যান্য খাদ্য বিতরন করা হয়েছিল। তারই ধারাবাহিকতায় আজ ০১/০৪/২০তারিখ বুধবার সিও প্রধান কার্যালয়ে সামাজিক নিরাপত্তা বজায় রেখে ৩৩ জনের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়। সে সময় সিও সংস্থার নির্বাহী পরিচালক বলেন-করোনা ভাইরাস জনিত কারনে ঘরে থাকা নি¤œ আয়ের মানুষদের মাঝে সিও সংস্থার পক্ষ থেকে সর্বদা খাদ্য বিতরন অব্যাহত থাকবে। তিনি আরো বলেন, আসুন আমরা সবাই দেশের এই সংকটময় সময়ে আমাদের সকলেরই যার যতটুকু সামর্থ্য আছে তাই নিয়ে করোনাদূর্গত মানুষের পাশে দাড়ানোর চেষ্টা করি। আসুন আমরা অধিকতর সচেতন হই, সামাজিক দূরত্ব বজায় রেখে চলি। পাশাপাশি করোনা ভাইরাস প্রতিরোধে সকল শ্রেনীর মানুষকে হোম কোয়ারেন্টাইনে থাকার আহব্বান জানান তিনি। সিও’র প্রধান কার্যালয়ের সামনে এ খাবার বিতরণ কালে উপস্থিত ছিলেন সিও সংস্থার নির্বাহী পরিচালক সামছুল আলম, ওহিদুর রহমান, পরিচালক (সার্বিক), বদরুল আমিন, প্রধান হিসাব রক্ষক সহ সিও সংস্থার কর্মকর্তাবৃন্দ।
মানুষদের মাঝে খাদ্য সামগ্রি বিতরন
ঝিনাইদহ :: করোনা ভাইরাস জনিত কারনে ঘরে থাকা অসহায়, গরীব ও নি¤œ আয়ের মানুষদের মাঝে ব্যাক্তি উদ্যেগে চাল, ডাল,আলু, পিয়াজ ও রসুন বিতরণ করা হয়েছে সহ অন্যান্য খাদ্য বিতরন করা হয়েছে। ০১/০৪/২০তারিখ বুধবার সন্ধ্যায় পানি উন্নয়ন বোর্ড সংলগ্ন, জেলা পরিষদ মার্কেটের নিজস্ব অফিসে ব্যাক্তি উদ্যেগে ঝিনাইদহ পৌর এলাকার ছাত্র যুব ঐক্য পরিষদের সাধারন সম্পাদক শ্রী রনি কুমার সাহা স্থানীয় ৩০০ জন অসহায়, গরীব ও নি¤œ আয়ের মানুষদের মাঝে খাদ্য সামগ্রি বিতরন করেন। খাদ্য বিতরন কালে শ্রী রনি কুমার সাহা বলেন-আসুন আমরা সবাই দেশের এই সংকটময় সময়ে আমাদের সকলেরই যার যতটুকু সামর্থ্য আছে তাই নিয়ে করোনাদূর্গত মানুষের পাশে দাড়ানোর চেষ্টা করি। আসুন আমরা অধিকতর সচেতন হই, সামাজিক দূরত্ব বজায় রেখে চলি। পাশাপাশি করোনা ভাইরাস প্রতিরোধে সকল শ্রেনীর মানুষকে হোম কোয়ারেন্টাইনে থাকার আহব্বান জানান তিনি। খাদ্য বিতরণকালে উপস্থিত ছিলেন সাবেক ঝিনাইদহ জেলা ছাত্রলীগ নেতা বিশ্বজিত শাহ মিথুন, সাবেক জেলা ছাত্রলীগ যগ্ম আহবায়ক হাবিবুর রহমান টোকন সহ স্থœানীয় ছাত্রলীগ ও যুবলীগ নেতা। দেশের ভয়াবহ দুর্যোগকালীন সময়ে এধরনের খাদ্য সহযোগিতা পেয়ে নি¤œ আয়ের মানুষগুলো বেশ খুশি ছিল ও ব্যাক্তি উদ্যেগে অসহায়, গরীব ও নি¤œ আয়ের মানুষদের মাঝে খাদ্য খাবার বিতরন করায় তারা তারা শ্রী রনি কুমার সাহাকে ধন্যবাদ জ্ঞাপণ করেছেন।
১০ দিনের খাবার পেল ২ শতাধিক পরিবার
ঝিনাইদহ :: করোনার প্রভাবে সারাদেশের ন্যায় ঝিনাইদহেও বিপাকে পড়েছেন খেটে খাওয়া নি¤œ আয়ের মানুষগুলো। বাইরে বের হতে না পারায় কর্মহীন হয়ে পড়েছেন তারা। দিন এনে দিন খাওয়া সেই ২ শতাধিক মানুষগুলোর পাশে দাড়িয়েছে জোহান কোম্পানী লিমিটেড। দিনব্যাপী শহরের আরাপপুর, ডাকবাংলাসহ বিভিন্ন এলাকার ২ শতাধিক পরিবারের মাঝে ১০ দিনের খাবার তুলে দেওয়া হয়। প্রতিটি পরিবারের মাঝে ১৫ কেজি চাল, ২ কেজি ডাল, আড়াই কেজি আলু, তেল ও সাবান বিতরণ করা হয়। সামাজিক দুরত্ব বজায় রেখে কোম্পানীর চেয়ারম্যান মোয়াজ্জেম হোসেন তাদের মাঝে খাবার তুলে দেন। কাজ না থাকায় অভাব অনটনে থাকা পরিবারগুলো এই খাবার পেয়ে সন্তুষ্টি প্রকাশ করেন।
বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে খাদ্য সামগ্রী বিতরণ
ঝিনাইদহ :: করোনার প্রভাবে কর্মহীন হয়ে পড়া নিন্ম আয়ের মানুষের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করেছে ঝিনাইদহে নানা সংগঠন। বৃহস্পতিবার সকালে শহরের আরাপপুরে সুজুকি কোম্পানীর ডিলার শাহাদৎ অটোস’র পক্ষ থেকে আরাপপুর এলাকার দেড়’শ পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়। আরাপপুরে নিন্ম আয়ের খেটে খাওয়া মানুষের মাঝে চাল, ডাল, আলু, তেলসহ নিত্যপ্রয়োজনীয় খাবার তুলে দেন শাহাদৎ অটোস’র স্বত্তাধীকারী সাঈদ লস্কর। এসময় সুজুকি কোম্পানীর প্রতিনিধিসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। অপরদিকে বুধবার রাত ও বৃহস্পতিবার সকাল থেকে দুপুর পর্যন্ত শহরের পৌর এলাকার ভূটিয়ারগাতি গ্রামে ৪’শ ৫০ টি পরিবারের বাড়িতে বাড়িতে গিয়ে খাদ্যসামগ্রী বিতরণ করেছে ছায়া সমাজ কল্যাণ সংস্থা। প্রত্যেক পরিবারকে ৫ কেজি করে আটা বাড়িতে গিয়ে পৌঁছে দেন সংস্থাটির সভাপতি টিপু সুলতান ও প্রতিষ্ঠাতা নির্বাহী পরিচালক তরিকুল ইসলাম, সমাজসেবক কাজী গোলাম হায়দার। দুর্যোগকালীন সময়ে এ খাদ্য সামগ্রী পেয়ে সন্তুষ্ট প্রকাশ করেছেন নিন্ম আয়ের মানুষগুলো।
মাছ ধরাকে কেন্দ্র করে দু’পক্ষের সংঘর্ষে নারীসহ ১৫ জন আহত
ঝিনাইদহ :: ঝিনাইদহ সদর উপজেলার বিষয়খালী গ্রামে মাছ ধরাকে কেন্দ্র করে দু’পক্ষের সংঘর্ষে নারীসহ অন্তত ১৫ জন আহত হয়েছে। বৃহস্পতিবার দুপুরে বিষয়খালী পুর্বপাড়ায় এ ঘটনা ঘটে। স্থানীয়রা জানায়, বুধবার সকালে বিষয়খালী গ্রামের সরকারি একটি পুকুরের মাছ ধরছিল বিষয়খালী মসজিদ কমিটির সদস্য রেজাউল ইসলামের লোকজন। এসময় একই গ্রামের কামাল হোসেন তাতে বাঁধা দেয়। এনিয়ে উভয় পক্ষের মধ্যে বাক-বিতন্ডা হয়। এরই জের ধরে বৃহস্পতিবার দুপুরে কামাল হোসেন লোকজন রেজাউল ইসলামের উপর হামলা চালায়। এসময় উভয় পক্ষের লোকজন দেশীয় অস্ত্র-সস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পরে। এতে নারীসহ অন্তত ১৫ জন আহত হয়। ভাংচুর করা হয় রেজাউল ইসলাম, আশরাফুল ইসলামের বাড়ীঘরসহ বেশ কয়েকটি বাড়ীঘর। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে সদর হাসপাতালে ভর্তি করে। ঝিনাইদহ সদর থানার ওসি মিজানুর রহমান বলেন, ঘটনার পর পুলিশ পাঠানো হয়েছিল। পরিস্থিতি বর্তমানে স্বাভাবিক রয়েছে।
ছাত্রদলের উদ্যোগে দারিদ্রের মাঝে খাদ্য সামগ্রী,সাবান ও মাক্স বিতরন
ঝিনাইদহ :: করোনা ভাইরাসের প্রকপে বিশ্ব আজ স্তম্ভ, হোম কুয়ারেন্টাইন’ এ জাতি আজ আবদ্ধ, আর এই সংকটময়ে মানুষের পাশে দাড়ানোর জন্য জাতীয়তাবাদী দল বিএনপিকে নির্দেশনা দেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান। জনাব তারেক রহমানের নির্দেশনা বাস্তবায়নের লক্ষে ঝিনাইদহ জেলা ছাত্রদলের উদ্যোগে শতাধিক গরীব অসহায় ও দুঃস্থদের মাঝে খাবার সামগ্রী বিতরন করা হয়েছে। খাদ্য সামগ্রী বিতার অনুষ্ঠানে ঝিনাইদহ জেলা ছাত্রদলের সভাপতি সমেনুজ্জামান সমিনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদের যুগ্ন সম্পাদক মোঃ তবিবুর রহমান সাগর। অনুষ্ঠান বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঝিনাইদহ জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক মুশফিকুর রহমান মানিক, মেহেদী হাসান সহ- সভাপতি ঝিনাইদহ জেলা ছাত্রদল, সাহেদুর রহমান সাহেদ সাংগঠনি সম্পাদক ঝিনাইদহ জেলা ছাত্রদল , মাহাবুব আলম মিলু যুগ্ম সম্পাদক সহ ঝিনাইদহ জেলার ছাত্রদলের বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।শতাধিক পরিবারের মধ্যে খাদ্য সামগ্রী যেমন চাউল, আটা, আলু,শাবান ও মাক্স বিতরন করা হয়।





কুষ্টিয়ায় বৃদ্ধার গলাকাটা মৃতদেহ উদ্ধার
মেহেরপুর শিক্ষা প্রকৌশলীর বিরুদ্ধে টেন্ডার বাণিজ্যের অভিযোগ
ঝিনাইদহে পিকাপের ধাক্কায় নসিমন ড্রাইভার নিহত
কুষ্টিয়া গণপূর্ত অফিসেই ১৮ বছর’ আ’লীগের এজেন্ডা বাস্তবায়নে ব্যস্ত অনুপ কুমার সাহা
কুষ্টিয়া সিভিল সার্জনে নিয়োগ পরীক্ষায় প্রশ্ন ফাঁসের প্রাথমিক সত্যতা পেয়েছে দুদক
ঝিনাইদহে দীর্ঘ ২৩ বছর পর পৈত্রিক জমি ফিরে পেলেন সাবেক প্রকৌশলী
চুয়াডাঙ্গার শিক্ষা প্রকৌশলী কমিশন বাণিজ্যে গড়েছেন সম্পদের পাহাড়
কুষ্টিয়ায় হাসপাতালের পুকুর থেকে যুবতীর লাশ উদ্ধার
কুষ্টিয়ায় বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্প অনুষ্ঠিত
কুষ্টিয়া চেম্বারের ‘এ’ গ্রুপের পরিচালক পদে নির্বাচন সম্পন্ন